The State Government has decided to run special trams for tourists from December. Being a heritage mode of transport (introduced by the erstwhile British rulers in 1873), trams are popular especially among foreign tourists.
These trams are going to be jointly run by the Transport and Tourism Departments. One of the routes decided would cover the points of Victoria Memorial, Race Course and Shahid Minar, all holders of a rich historical legacy. This tram would run from Esplanade to Khidderpore, and would see service from December 15, in time for the holiday season.
The trams would have luxurious seating, and would have curtained windows. Snacks would be served inside. Five such trams, which would be non-AC, would be run initially.
ভিক্টোরিয়া-রেসকোর্স-শহীদ মিনার দর্শন এবার ট্রামে চেপে
সালটা ১৮৭৩। প্রথম ঘোড়ায় টানা ট্রাম কলকাতার পরিবহন ব্যবস্থার মুকুটে নতুন পালক যোগ করেছিল। আজও গণপরিবহনের অন্যতম স্তম্ভ কল্লোলিনী কলকাতার এই ট্রাম।
তিলোত্তমার ইতিহাস আর ঐতিহ্যর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে শহরের প্রাচীনতম এই বাহন। জন্মলগ্নে যার গন্তব্য ছিল আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ, আজ তা শাখাপ্রশাখা বিস্তার করে পৌঁছে গেছে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তাই শহরকে চিনতে এর জুড়ি মেলা ভার।
এবার ঐতিহ্যের ভিক্টোরিয়া-রেসকোর্স-শহীদ মিনার দেখা যাবে ট্রামে করেই। সৌজন্যে রাজ্য পর্যটন ও পরিবহন দপ্তর। জয় রাইডের জন্যই এই ট্রাম। আগামী ১৫ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু করবে। প্রথম পর্যায়ে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত ট্রাম যাতায়াত করবে।
এই মুহূর্তে দু’কামরার পাঁচটি নন-এসি ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রামে থাকবে আরামদায়ক আসন। ট্রামে থাকবে স্ন্যাক্সের ব্যবস্থা।
ধর্মতলা থেকে যাত্রীদের তুলে রেসকোর্সের সামনে নামিয়ে দেওয়া হবে। ভ্রমনার্থীরা স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের পর ট্রাম এসে যাত্রীদের নিয়ে যাবে পরের গন্তব্যতে।
Source: Khabar 365 Din