Bengal Govt to employ personnel to ensure safety at 279 jetties across the state

The Bengal Transport department has decided to engage two trained men in each of the 279 jetties across the state which are to be upgraded soon. The trained personnel would be tasked to keep a tab on whether the drop gates are functioning properly and to ensure that passengers beyond the capacity of the jetties do not board them at a time.

Experts have framed a Standard Operating Procedure (SOP) which must be followed on all the jetties and accordingly, the identified 279 will be upgraded. There will be drop gates on the jetties to restrict excessive loading of passengers on each vessel. At the same time, there will be life jackets that passengers have to put on to ferry across the river on vessels and arrangements will be made for proper illumination on board.

“In a bid to ensure that the SOP is followed, it has been decided that two trained men will be engaged in each of the jetties. Agencies will be engaged to deploy those trained men,” said Bengal  Transport Minister Suvendu Adhikari on Wednesday, adding that out of these jetties, 28 are in Hooghly, 60 in North 24 Parganas, 16 in Howrah, 12 in South 24 Parganas and 11 of the West Bengal Transport Corporation.

He also informed that there will be an investment of around Rs 10 lakh for the upgradation of each of the jetties and Rs 5 lakh has already been released. The state Transport department has taken the initiative to upgrade some of the 279 jetties to model ones. There will be an investment of around Rs 3.5 crore to build each of the model jetties. There are already 18 model jetties in the state built in the last financial year.

 

রাজ্যের ২৬৯টি মডেল জেটিতে থাকবেন সুরক্ষা কর্মীরা

রাজ্যে ২৬৯টি জেটিকে মডেল জেটি হিসাবে তৈরি করা হবে বলে বুধবার বিধানসভায় জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। রাজ্য সরকার জেটি রক্ষণাবেক্ষণ ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কতগুলি পদক্ষেপ নিয়েছে।

ওই মডেল জেটি তৈরির জন্য ১০ লক্ষ টাকা করে খরচ করা হবে। জেলাশাসকদের ওই টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক জেটিতে দু’জন করে নুলিয়া রাখা হবে। যাঁরা সর্বদা নজর রাখবেন। অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। জেটিতে ড্রপগেট লাগানো হবে। পরিবহণ দপ্তর সব জেটির নিয়ন্ত্রণ নেবে। অস্থায়ী জেটি থাকবে না।

শুভেন্দু অধিকারি জানান, জেটি রক্ষণাবেক্ষণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী মুখ্যসচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তর এবং সকল জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে জেটি বা ফেরিঘাটে প্রয়োজনীয় সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে জেটি ও ফেরিঘাটে যাত্রীদের সতর্কতামূলক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত নোটিস বোর্ড লাগানো হবে।

যান্ত্রিক নৌকা চালানোর জন্য জলধারা প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, এই প্রকল্পে মাথাপিছু সর্বাধিক এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার।

 

 

Huge boost to water transport, thanks to Bengal CM

On a visit to Baharampur, Murshidabad, Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate today a number of projects related to water transport.

The Chief Minister will flag off four 100-seater vessels (MV Sundarini, MV Madhurini, MV Ushante and MV Sabuj Sathi) and a LTC vessel (MV Sokal) which has the same capacity as four fully-loaded six-wheeler trucks. She will also launch five 250-seater steel vessels (MV Meghma, MV Meghbrishti, MV Adina, MV Motijheel, MV Shalpeeyal) and a 400-seater two-tired vessel (MV Roudro-Chhaya).

Today, 26 new jetties in different parts of the south Bengal will be inaugurated by the Chief Minister. She will also lay foundation stones for nine jetties and three updated jetties in Kolkata.

 

নদীপথে অগ্রগতির নতুন দিশা

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার মুর্শিদাবাদে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই সভামঞ্চ থেকে ১২টি নতুন জলযান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

১০০ টি আসনের ৪ টি কাঠের জলযান, এগুলি হল – এম ভি সুন্দরিণী, এম ভি মধুরিণী, এম ভি ঊষান্তে, এম ভি সবুজসাথী। এছাড়া ৪ টি সম্পূর্ণ ভর্তি ৬ চাকার ট্রাক/বাসের ভার বহনে সক্ষম একটি এল সি টি ভেসেলেরও উদ্বোধন করবেন যার নাম এম ভি সকাল। ২৫০ টি আসনের ৫টি ইস্পাতের জলযান এবং ১০০টি আসনের ১টি ইস্পাতের দ্বিতল জলযানেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া নদীপথে ২৬টি জেটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৯টি জেটি ও কলকাতার ৩ টি জেটি নির্মাণ কাজের শুভ সূচনাও করেন তিনি।