Is CBI being run by PMO or BJP HQ: Trinamool

Statement by Derek O’Brien, National Spokesperson and Chief Whip in Rajya Sabha:

January 12, 2015, 2:00 PM

The nasty ploy of using CBI as a political tool by BJP continues. They could not fight us politically in Bengal in Lok Sabha elections, so now these dirty tactics months before corporation elections. We will fight them – strongly, politically.

This is blatant vindictiveness. The so-called summons have not yet reached and BJP honchos are already giving bytes. Is the CBI being run by Narendra Modi’s office? Or by Amit Shah at BJP HQ?

This is a deliberate bid to try and finish all regional parties and they are doing this against many states. Trinamool functioned almost as the main Opposition party in Parliament. By doing this the BJP hopes to silence us. This devious strategy of theirs will not succeed, because, we do not succumb. We fight politically.

Press conference by Partha Chatterjee, Secretary General of the party, at Trinamool Bhavan:

January 12, 2015, 4:00 PM

CBI has become a frontal office for BJP. People will hit the streets against the political vindictiveness by BJP. Party workers, supporters and common people will protest against BJP’s misuse of CBI in every block of the State. We urge our workers not to indulge in road-blockade and bandh politics. We will protest politically against BJP.

 

জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের বিবৃতি

১২ই জানুয়ারী, ২০১৫, দুপুর ২টো 

বিজেপি সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ক্রমাগত ব্যাবহার করে যাচ্ছে। বাংলায় বিজেপি লোকসভা নির্বাচনে  রাজনৈতিক ভাবে পরাজিত হয়েছিল। সেই জন্য পুরসভা নির্বাচনের এক মাস আগে থেকে তারা এই নোংরা কৌশল নিয়েছে। আমরা ওঁদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়ব।

একটা ভয়ঙ্কর প্রতিহিংসার খেলা চলছে। সমন এসে পৌঁছানোর আগেই বিজেপির দলীয় মুখপাত্ররা বাইট দিতে শুরু করেছেন।

সিবিআই কি নরেন্দ্র মোদির দপ্তরের নির্দেশেই চলছে? নাকি বিজেপির অমিত সাহের নির্দেশে? খুব নিপুণভাবে সমস্ত আঞ্চলিক দলগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর অন্যান্য রাজ্যেও তারা একই জিনিস করে চলেছে।

তৃণমূলই সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। এই সব করে ওরা আমাদের মুখ বন্ধ করতে পারবে না। এদের এই ভ্রান্ত কৌশল কখনই সফল হবে না। আমরা কখনই হেরে যাব না। রাজনৈতিকভাবে আন্দোলন আমরা চালিয়ে যাব।

মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের বক্তব্যঃ

১২ই জানুয়ারী, ২০১৫, বিকেল ৪টা 

সিবিআই বিজেপির ফ্রন্টাল অফিসে পরিণত হয়েছে। জনগণই বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ করবে।

সিবিআইকে এইভাবে অপব্যাবহারের বিরুদ্ধে দলের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ব্লকে ব্লকে প্রতিবাদ জানাবে।

আমরা আমাদের দলীয় কর্মীদের অনুরোধ করবো তারা যেন রাস্তা অবরোধ এবং বন্ধের রাজনীতি থেকে বিরত থাকেন।

 

BJP doing vendetta politics, arrest politically motivated: TMC

Statement by Subrata Mukherjee:

  • Even before Amit Shah came to Kolkata, it was decided CBI would arrest Madan Mitra.
  • This arrest is politically motivated. BJP is doing politics of vindictiveness.
  • How can the Government and Assembly Speaker be kept in dark before arresting a Cabinet Minister.
  • We are exploring all options. We may bring a Privilege Motion.
  • We will counter BJP’s politics of vindictiveness politically. We will rock Parliament if necessary.

 

Statement by Partha Chatterjee:

  • We will organise a rally tomorrow at 1 PM at the base of Gostha Pal statue at Maidan with all sportspersons.