Mamata celebrates Mother Teresa’s sainthood with the poorest-of-the-poor

“Our soil is for unity, we stand for unity,” chief minister Mamata Banerjee said on Friday. She couldn’t have found a more opportune moment, nor a better place for airing the message of peace. It was the Bengal government’s celebration of thanksgiving for St Teresa of Kolkata, in association with the Missionaries of Charity. The venue was Shanti Dan, destitutes home set up by Mother Teresa, where the chief minister wished to celebrate the canonization of “St Teresa of Calcutta” with the poorest of the poor.

She reiterated that in times of political and religious intolerance as this, complete communal harmony prevailed in Bengal. “This (our state) is like a joint family, somebody may be Sikh, or Muslim, or Christian or a Hindu. (For everyone), humanity comes first. “Javed (Khan) is a Muslim, Derek a Christian…they are all here to attend this function.”

“It’s my privilege to be at Shanti Dan today. We went to Vatican and there Mother became saint Mother. Now, she’s St Teresa, but she’s Mother for all.” The audience, who included destitutes, specially-abled men, women and children, cheered on.

During her speech, the chief minister recalled her meeting with Saint Teresa, during a communal unrest, at Loreto Sealdah. “I was moving on the road, and Mother was the only other person, who was also moving, alone, keeping a watchful eye that night. I am lucky to have met her, get her blessings.”

 

মাদারের আদর্শে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার সেন্ট টেরেসাকে ধন্যবাদ জানানোর জন্য মাদার টেরেসার তৈরী করা শান্তিদানে রাজ্য সরকার ও মিশনারিজ অফ চ্যারিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একটা যৌথ পরিবার৷ এটাই আমাদের বিশ্বাস৷ মানবিকতাই আমাদের ধর্ম৷ সবাইকে ভালোবাসাই আমাদের কাজ৷ মাদার টেরেসা এই সত্য মেনে নিয়েই কাজ করতেন৷ আমাদেরও সেটাই ধর্ম৷”

তাঁর কথায় এই বার্তা সকলকে জানানোর জন্য এর থেকে ভালো সুযোগ ও স্থান তিনি আর পাবেন না। উক্ত সভায় মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো হয় ওনার সন্ত উপাধি লাভের জন্য।

মুখ্যমন্ত্রী জানান সারা দেশব্যাপী এই রাজনৈতিক ও ধার্মিক অসহিষ্ণুতার সময়েও আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। তিনি বলেন “আমাদের রাজ্য একটি যৌথ পরিবারের মতো, হয়ত কেউ শিখ, কেউ মুসলিম, কেউ খ্রিষ্টান, কেউ হিন্দু। কিন্তু সকলের কাছেই মানবতা সবার আগে। জাভেদ খান একজন মুসলিম, ডেরেক একজন খ্রিষ্টান, কিন্তু দুজনেই সমান আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত।”

“এই শান্তিদানে আসতে পেরে আমি গর্বিত। আমি ভাটিক্যানেও গেছিলাম যেখানে মাদার টেরেসাকে ‘সেন্ট’ আখ্যা দেওয়া হয়। তিনি সন্ত হলেও সকলের কাছে তিনি মাদার হয়েই থাকবেন।” এই বক্তব্য শুনে সভায় উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কোনো এক দাঙ্গার সময় শিয়ালদহ লরেটো স্কুলে মাদার টেরেসার সঙ্গে করা এক সাক্ষাতের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। “পরিস্থিতির ওপর নজর রাখতে আমি সারা রাস্তায় ঘুরছিলাম, ওদিকে মাদারও একা রাস্তায় ঘুরছিলেন পরিস্থিতির ওপর নজর রাখতে। ভাগ্যক্রমে ওনার সঙ্গে দেখা হয় এবং আমি ওনার আশীর্বাদ লাভ করি।”

 

Mamata Banerjee arrives in Rome to attend Mother Teresa’s canonisation

Chief Minister Mamata Banerjee reached Rome on Friday night; she is on an eight-day tour of Italy and Germany.

Nuns of The Missionaries of Charity and representatives of Archbishop of Kolkata greeted her at Rome airport.

She will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses.

 

রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ইতালি ও জার্মানি সফর করবেন তিনি।

রোম এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানমিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসীনীরা এবং কলকাতার আর্চবিশপের প্রতিনিধিরা।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন।

 

 

Mamata Banerjee leaves for 8-day tour of Italy, Germany

Chief Minister Mamata Banerjee today left for an eight-day tour of Italy and Germany. This is her first foreign trip after coming to power for the second time.

Mamata Banerjee will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. This is of great significance, looking ahead to the Bengal Global Business Summit scheduled on January 20, 2017.

The Chief Minister is being accompanied by a 12-member of official delegation and 29 industrialists. The official delegation includes, among others, MPs Sudip Bandopadhyay and Derek O’Brien, and the CM’s secretary Gautam Sanyal. A team of senior editors of English and vernacular dailies are also accompanying her.

 

Mamata Banerjee’s Facebook post:

 

আট দিনের ইতালি ও জার্মানি সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে আট দিনের ইতালি ও জার্মানি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন। ২০১৭ সালের ২০ জানুয়ারির বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে এই সাক্ষা९ খুবই তা९পর্যপূর্ণ।

১২ জনের একটি সরকারি প্রতিনিধি দল এবং ২৯ জন শিল্পপতি মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গী।

এই সফরে তাঁর সঙ্গে থাকছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন। এছাড়া থাকছেন মুখ্যমন্ত্রীরসেক্রেটারি গৌতম স্যান্যাল। এছাড়া সাংবাদিকদের একটি দলও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

 

 

WB CM unveils a statue of Mother Teresa in Kolkata

A life size bronze statue of Mother Teresa was unveiled on her 106th birth anniversary by West Bengal Chief Minister Mamata Banerjee at Archbishop’s House in Park Street. The inauguration of the statue comes ahead of her Canonisation on September 4th. Referring it as a land mark day, she said, “It’s a historic moment for all of us.”

The CM said, “I am excited to be a part of the event in Rome. I don’t need a first row seat. I will not go there as a part of State delegation but will be a member of Missionaries of Charity. I will sit with them and witness the moment when Mother will be announced as Saint”.

Remembering her moments with Mother Teresa, Mamata Banerjee said, “I feel lucky and fortunate for having met Mother on several occasions. I specially remember two of my encounters with her. Missionary of Charity had an institution in Mathpukur area in Kolkata. Some hooligans were using their power to encroach the institute. I got a call at 11pm at night, it was Mother on the line saying, Mamata can you come. I went sat there with my people for whole night. We were successful to save the institute. It was like a big victory for me as Mother was happy,” she said.

Revisiting her memories when she and Mother had worked together during 1992 riots the chief minister said, “I along with mother had seen the ugly face of riots in Bengal in 1992. The situation was highly intensified, when Mother saw me on road she had asked me, how I was out on the road when the situation was so intensified. She herself was there on the street serving the people yet she asked me if I was fine. I remember so many incidents that touched my heart and made me a better human being.”

 

কলকাতায় মাদার টেরেসার মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

মাদার টেরেসার জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে আর্চবিশপের বাড়িতে মাদার টেরেসার মূর্তি উন্মোচন করলেন।

মুখ্যমন্ত্রী বলেন, “১৯৯২ দাঙ্গার সময় উনি পথে নেমে মানুষের জন্য কাজ করেছিলেন। সমাজের দরিদ্র, নিপীড়িত মানুষের জন্য কাজ করতেন মাদার।”

“মাদারের দূরদর্শিতার জন্য মানুষ ওনাকে মনে রাখবেন,” বলেন মুখ্যমন্ত্রী।

আগামী ৪ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে ক্যাথলিক চার্চে মাদার টেরেসাকে ‘সন্ত’ উপাধি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার এক প্রতিনিধি দল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

মাদার টেরেসা স্মরণে নন্দনে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ২৩টি ফিল্ম এখানে দেখানো হবে। ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।