Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

People have not forgotten the violence during Left rule: Didi in Howrah

Mamata Banerjee addressed four massive rallies today in Jagatballavpur, Amta, Uluberia and Sankrail in Howrah district today.At Amta the victims of Kandua were also present. In 1991, there wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

She has been holding three rallies daily, crisscrossing the State despite sweltering heat.

In all her rallies, she attacked the Congress and the CPI(M) for entering into an ideology-less alliance. She also attacked the BJP for insulting Bengal.

She also spoke of the developmental work done by her Government for the minority communities.

“We spent Rs 300 crore to build the Aliah University in Rajarhat. We gave 20 acres of land. Rs. 100 crores were spent to build the Haj Tower in Rajarhat. 59,000 students belonging to minority communities have got chance to pursue higher education in one year,” she said.

Didi added, “More than 1 crore students belonging to minority communities have received scholarships; this is the highest in India. Under the Kanyashree scheme, 33 lakh girls are receiving allowances, irrespective of which community they belong to. We are distributing rice at Rs2/kg and providing free healthcare. We have distributed around 25 lakh cycles under the Sabuj Sathi scheme. We will distribute 15 lakh more soon.”

She also said that when results of the elections will be declared, it will be Trinamool all the way. “CPI(M)-Congress-BJP will be decimated democratically after the election results on May 19,” the Chairperson added.

Slamming the Opposition for continued slander campaign, Mamata Banerjee said their only work from dusk to dawn is to abuse her and insult Bengal. She challenged the opposition to compete with her on the plank of development.

Citing that the sources of 82.5% of Congress’ income, 73% of BJP’s income and 53% of CPI(M)’s income are unknown, Mamata Banerjee said the Opposition should not point fingers at Trinamool.

বাম আমলের হিংসাত্মক রাজনীতি মানুষ আজও ভোলেনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হাওড়া জেলার জগ९বল্লভপুর, আমতা, উলুবেড়িয়া ও সাঁকরাইলে ৪টি বিশাল জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় আজ দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।
তীব্র তাপদাহকে উপেক্ষা করেও তিনি বাংলার জেলায়ে জেলায়ে গিয়ে মানুষের কাছে বক্তৃতা রেখে চলেছেন। আজ সবকটি জনসভাতেই তিনি প্রবলভাবে আক্রমণ করেন কংগ্রেস-সিপিএম-এর আদর্শহীন জোটকে। তিনি বিজেপিরও কড়া ভাষায় নিন্দা করেন বাংলাকে অবমাননা করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন সরকারের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা উন্নয়নমূলক কাজ। তিনি বলেন “৩০০ কোটি টাকা ব্যয়ে রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি আমরা। সরকার এজন্য ২০ একর জমি দিয়েছে। রাজারহাটে হাজ টাওয়ার তৈরী হয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে। এক বছরের মধ্যে ৫৯ হাজার সংখ্যালঘু  ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।”
দিদি আরো বলেন, “১ কোটিরও বেশি সংখ্যালঘু  ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছেন এ  রাজ্যে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। কন্যাশ্রী প্রকল্পে ৩৩ লক্ষ ছাত্রীরা অনুদান পাচ্ছেন জাতিধর্ম নির্বিশেষে। ২ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে এবং সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা এখন পাওয়া যাচ্ছে বিনামূল্যে। সবুজ সাথী প্রকল্পে প্রায় ২৫ লক্ষ সাইকেল প্রদান করেছি আমরা এবং আরো ১৫ লক্ষ প্রদান করা হবে খুব শীঘ্রই”।
তিনি বলেন যে যখন ভোটের ফলাফল বেরোবে দিকে দিকে শুধু থাকবে তৃণমূল। তিনি আরো বলেন, “১৯শে মে-র পর সিপিএম-কংগ্রেস-বিজেপি চোখে সরষে ফুল দেখবে।”
বিরোধীদের অপপ্রচারের নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সকাল থেকে সন্ধ্যা অবধি ওদের একমাত্র কাজ হল তাঁর বিষয়ে কটুক্তি করা ও বাংলাকে অপমান করা।  তিনি বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন উন্নয়নের নিরিখে তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কড়া বার্তা দিয়ে বলেন যে তৃণমূলের দিকে আঙ্গুল তোলা তাদের শোভা পায় না কারণ কংগ্রেসের আয়-এর ৮২.৫%, বিজেপির আয়-এর ৭৩% এবং সিপিএম-এর আয়-এর ৫৩%-র উৎস একেবারেই গোপন এখন অবধি।

Bengal’s Integrated Textile Development project to attract around Rs 37,000 crore

The West Bengal Government is hoping to attract around Rs 37,000 crore in the state through 10 Textile Clusters or Parks under Integrated Textile Development project over the next three years.

The project, on PPP model, will provide employment to 6-10 lakh people and incur a total investment of Rs 37,000 crore. The infrastructure, development and expenditure part of these projects will be about Rs 9,159 crore.

These parks, involving hosiery, ready-made garments and knitting, will come up at Barasat, Bankura, Metiabruz, Uluberia, Salt Lake, among other places. Most of the investments will be from private sector.

Meanwhile, six artisans from Bengal will be able to showcase their produce in France in a project under the supervision of UNESCO.

WB Government receives proposals for 13 new townships

The West Bengal Government has received proposals for approval of 13 new townships across the state. Keeping in mind the various needs of the people, these proposals have come to build the townships under various themes like health, education, entertainment, handicrafts and even for senior citizens etc. These townships will have all basic facilities from healthcare, education and various other needs for day to day life.

The proposals have been received from all local entrepreneurs and the sites selected by them are Sonarpur, Baruipur, Barasat, Howrah, Domjur etc. The State Government is also promoting other areas in the state like Baharampur, Uluberia, Chinsura, Chandannagar, Duttapukur, Asansol, Durgapur, Siliguri, Maldah etc.  For these areas, the Government is thinking of giving special packages and the matter is now under the consideration of Urban Development Minister.

The new 13 proposals will be built on land measuring 50 to 185 acres and is expected to get their go ahead in the next Cabinet meeting.

From the very beginning the West Bengal Government had made it very clear the interested investors have to procure land on their own and the Government will also not handover any of its land located in various prime localities.

The two important criteria to be maintained while building these townships as set by the West Bengal Government are 25% of the housing facility should be reserved for the financially weaker section of the society and another 25% have to be invested in economic development projects.

Bengal receives investment proposal worth Rs 1000 crore for Plastic Park

West Bengal Government has received a proposal to set up a Rs 1000 crore Plastic Park in the State.

A 50 acre plot in Uluberia has been earmarked for a new plastic park in PPP model in collaboration with the MSME Department of the State Government.

At the moment the plastic market in the country is worth Rs 1.7 lakh crores with a growth rate of 14%. Keeping in view of such a huge demand, the Plastic Federation is eager to invest and the WB Government is ready to provide all help. Uluberia is well connected with National Highway and has good infra-structure facilities.

The state already has  two such parks in operation; one in Sankrail, Howrah in collaboration with WBIDC which has about 42 manufacturing units in operation and the second in Kharagpur Industrial Estate.

 

Image is a representative one