WB CM invites industry captains for Bengal Global Business Summit 2016

West Bengal Chief Minister Mamata Banerjee was present at the annual Bijoya Sammilani where she invited the industry captains of the State to be a part of the Bengal Global Business Summit to be held in January 8 and 9, 2016.

At the programme, the West Bengal Chief Minister also urged the foreign investors to invest in the State. The Chief Minister, on her visit to UK and Bhutan had already invited the industrialists to attend the Business Summit.

The 2015 Global Business Summit was a huge success. The proposed investment was of a mind-boggling Rs 2.43 lakh crore. Also, investments were not only sought and received for brick-and-mortar industries but for the crucial human resource development sector. The two-day event drew nearly a 1000 delegates, from across India and 20 other countries.

Speaking on the recent political events, she opines that shed desired for a stronger federal structure of the country.

বাংলাই ডেস্টিনি এই সত্য আজ আমরা প্রমাণ করতে পেরেছি: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

এবারে পশ্চিমবাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিনিধি দলকে নিয়ে আমরা ব্রিটিশ সরকারের আমন্ত্রণে ইউকে-তে বাংলার কোন ব্যবসায় কীভাবে বিনিয়োগ হতে পারে তার জন্য তিনদিনের সফরে লন্ডন গিয়েছিলাম। আমাদের প্রতিনিধি দলে সরকারী অফিসাররাও ছিলেন। অনেক চেম্বার্সের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন। সঙ্গে ছিলেন অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকও।

আমরা সবাই একটাই পরিবার, মানে পশ্চিমবাংলার এক একান্নবর্তী পরিবার হিসেবে সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়েও সবার সঙ্গে সবার যোগাযোগ এমন একটা আন্তরিক সম্পর্ক তইরি করেছিল যে নিজেরা সবাই তার জন্য গর্ববোধ করতাম।

রবিবার সকালে কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি, ওখান থেকে লন্ডন, আমাদের ভারতীয় ঘড়ি অনুযায়ী যখন হোটেলে পৌঁছালাম তখন প্রায় রাত ১২-৩০, যার যার লাগেজ নিয়ে ঘরে। পরের দিন সকাল থেকে সব মিটিং শুরু, অনেকগুলো মিটিং ছিল আবার সরকারী আধিকারিকদের ও বাণিজ্যিক প্রতিনিধিদের।

সেইসব মিটিং করবার আগে সকালবেলায় পথ পরিক্রমা করতে শুরু করলাম অনেকে মিলে। প্রায় ১ ঘণ্টা পথ চলে সবাই মিলে গেলাম একটা কাফে শপ-এ। বাইরে দোকানে বসে একসঙ্গে চা-কফি, বিস্কুট বা অন্যান্য টুকিটাকি খেতে কিন্তু বেশ মজাই লাগছিল। তখন কিন্তু আর কোনটায় কত ক্যালোরি সেটা প্রায় কেউই আর ভাবছিল না। তবে একজনকে লক্ষ করেছি তিনি কফি খেলেও অত মোটা কুকিগুলো থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তিনি একজন বিজনেসম্যান। বাদবাকি আমি সঙ্গে অমিতদা, অনির্বাণ, কিংশুক, বিশ্ব, সাহেব সেজে দেবাশিস ভট্ট ও পার্থ, উ९সব, রুদ্র অশোক, মায়াঙ্করা। মন দিয়েই আমরা রাস্তার ধারে দোকানে আড্ডা মারতে মারতে কফি খাচ্ছিলাম। আর দোকানটা ছিল একবারে আমাদের উল্টোদিকে। তাই একসঙ্গে বসে রাস্তার ধারের দোকানে কখন যে সময় অত দ্রুত কেটে গেছিল, তা প্রায় বুঝে উঠতেই পারিনি। যদিও সময় আমাদের তাড়া করে যাচ্ছিল যে আমাদের মিটিং আছে।

তাই ইচ্ছে না থাকলেও তখনকার মতো আড্ডা ভেঙ্গে চলে গেলাম স্নান করতে।

চটপট স্নান সেরেই আবার পরের মিটিংয়ে বসে পড়লাম। লাঞ্চ? না, ওটা আমার জীবন থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছে। তাই দিনের ভেতর ২/৩ বার চা, বিস্কুট খেলেই লাঞ্চ-এর কাজ চলে যায়।

আর লন্দনে যে আড়াই দিন এযাত্রায় ছিলাম, তাতে দিন/রাত মিলিয়ে আহার বলতে স্যান্ডউইচ জুটেছে, খুব খিদে পেলে রাতে চিকেন স্যান্ডউইচ।

যাইহোক, প্রথম দিনের সভা মানে অফিসিয়াল সভা শেষ করতে করতেই আমাদের বাকিংহাম প্যালেসে যাবার জন্য আমন্ত্রণ এসে গেল। ছোটবেলা থেকেই এই রাজপ্রাসাদের কাহিনি বারবার শুনতে শুনতে আর ঐতিহাসিক একটা হেরিটেজের সাক্ষী হয়ে থাকার জন্য ভেতরে যাওয়ার ইচ্ছা তো একটাই ছিলই, তারপরে আবার যুবরাজ অ্যান্ডরুর আমন্ত্রণ। আমি আমার চিফ সেক্রেটারি, দেব আর সঙ্গে গৌতমদা ও উজ্জ্বলও ছিল। যুবরাজ আমাদের আভ্যর্থনা জানালেন। আমি তো প্রথমে যুবরাজকে বুঝতেই পারিনি, কারণ এত সহজভাবে একেবারে সাধারণভাবে তিনি দরজার সামনে থেকে আমাদের ভেতরে ডেকে নিয়ে গেলেন যে প্রথমে হয়তো রাজবাড়ির কোনও অফিসার ভেবে ভুল করেই ফেলেছিলাম। পড়ে যখন আমাদের বসতে বলা হল, তখন বসা দেখে বুঝলাম তিনিই যুবরাজ। এরপর শুরু হল আলাপচারিতা। যুবরাজ আমাদের কাছ থেকে বাংলায় ইনভেস্টমেন্ট করার কোথায় কোথায় সুযোগ আছে তার সবটাই জেনে নিলেন। তাঁদের অনেক প্রশ্ন, প্রশ্নের মধ্যেও আবার অনেক বাস্তব প্রশ্নও, যে আপনাদের যে এত সামাজিক স্কিম চলে সাধারণ মানুষের জন্য ‘কন্যাশ্রী’ থেকে ‘শিক্ষাশ্রী’, ‘যুবশ্রী’ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কাজ সে কাজগুলোর জন্য অর্থ আসে কোথা থেকে? এসব কাজের টাকা তো রাজকোষ থেকেই আসে। তবে তাতে তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে টাকা আসবে কোথা থেকে, এর জন্য কি আলাদা কোন তহবিল জনগণের থেকে বর্ধিত কর নিয়ে করেন কিনা? এসব নানারকম প্রশ্নের উত্তর যেমন তিনি জানতে চেয়েছিলেন, তেমনি কী করে জনগণের স্কিম-এর টাকা আর ইনভেস্ট দুটো একসঙ্গে করা যায়।

সব প্রশ্ন শুনে আমি ‘যুবরাজ’কে বললাম যে, দেখুন ৩৪ বছর একটানা বাম সরকার থাকার ফলে আর অর্থনৈতিক একটা দেনাগ্রস্ত, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া প্রায় একটা সরকারের দায়িত্ব নিয়ে অতি দ্রুততার সঙ্গে, কাজের গতি এনে ও বিভিন্নভাবে অর্থনৈতিক সংস্কার করে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টার মধ্য দিয়ে অর্থনৈতিক পুনরুজ্জীবন থেকে শুরু করে বাংলার একটা উন্নয়ন প্রক্রিয়া চালাতে শুরু করেছি, এক রাজ্য যা অর্থ পায় সরকার চালানোর জন্য, তা যদি আমাদের সরকারের রাজকোষে থাকত, তবে তো অনেক ভাল কাজ আমরা আরও, আরও করতে পারতাম।

কিন্তু অর্থভাণ্ডার শূন্য থাকায় এবং দেনার টাকা শোধ করতে করতে আমাদের প্রায় প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যেতে হয়, কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ বন্ধ তো হয়নি, উপরন্তু, এই চার বছরে অনেক পরিকাঠামো আমাদের সরকার তৈরি করেছে। যার ফলে প্রচুর কর্মসংস্থান হয়েছে ও হচ্ছে। এই চার বছরে শুধু উচ্চশিক্ষায় তিন লক্ষ আসন বেড়েছে, ১৩ টা নতুন বিশ্ববিদ্যালয়, ৪৫ টা কলেজ, ৪১টা মাল্টিসুপার হসপিটাল, ৩০০টা এস এন এস ইউ ইউনিট, শিশু চিকি९সায় এক বহুমুখী চিকি९সার ব্যবস্থা, বিনা পয়সায় গ্রামে, জেলাতে চিকি९সার ব্যবস্থা, ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার-সহ ৩০০০ জন ১৮ বছর বয়স পর্যন্ত বিনা পয়সায় হার্ট-এর বিভিন্ন অপারেশন করা-সহ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, বিশ্ববাংলা-সহ অনেক অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। অনেক পরিকাঠামো, হাসপাতাল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কলেজ প্রায় ২০০-র মতো কিষান বাজার, পলিটেকনিক কলেজ থেকে আই টি আই সর্বস্তরে তৈরি করার প্রচেষ্টায় অনেক নতুন পরিকাঠামো যেমন বেড়েছে, তেমনই কর্মসংস্থানের সুযোগ এসেছে।

ইন্ডাস্ট্রিও নতুন করে অনেক হচ্ছে ও হবে। আর রেলমন্ত্রী থাকাকালে প্রায় ১০/১২ টা বড় রেল-এর কোম্পানি আমি বাংলায় আগেও করেছি। সুতরাং এগুলো তো হচ্ছে- পরিকল্পনা করেই। কারণ গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি অনেকগুলো দায়বদ্ধতা থাকে। যে দায়বদ্ধতা শুধুমাত্র ব্যবসায়িক নয় টা সামাজিকও। সামাজিক কর্তব্য পালন করতে না জানলে, ‘গণজন’ যারা অর্থা९ ‘জনগণ’ যারা, তাদের হয়ে কাজ কে করবে।

আর ‘উন্নয়ন’ তখনই হয় প্রকৃত অর্থে, যখন উন্নয়নটা সত্যি-সত্যিই জনগণের নিকট পৌঁছতে পারে। যারা অনেক বড় বড় রাষ্ট্র তাদের তো সোশ্যাল সিকিউরিটি আছে। তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে নিজেদেরও তৈরি করে নিয়েছে। আর আমাদের দেশে ‘সোশ্যাল সিকিউরিটি স্কিম’ না থাকার ফলে, সামাজিক দায়বদ্ধতা আমাদের অনেক বেশি। আর গরিব মানুষ যতক্ষণ নিজে নিজ পায়ে দাঁড়াতে না পারবে ততদিন এ কাজ আমাদের করে যেতেই হবে। তবে এর জন্য শিল্প কেন থেমে থাকবে? আর ইনভেস্টমেন্ট কেন থেমে থাকবে?

কৃষি চলবে, শিল্পও চলবে। শিল্প মানে তো শুধু ইট-সিমেন্ট আর লোহার কংক্রিটের জঙ্গল নয়, শিল্পে মানে বহুমুখী শিল্পও জগতের চাহিদা ও প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। বড় শিল্পও বলতে আগে শুধু বড় বড় প্ল্যান্ট বোঝাত, এখন তো ক্ষুদ্র শিল্পের বাজার বিশ্ব অর্থনীতির দখল করে নিয়েছে। সুতরাং আইটি থেকে ম্যানুফ্যাকচারিং প্রয়োজনের প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করতে হবে। আর বাংলাই এর জন্য উপযুক্ত জায়গা কারণ বাংলার মেধা সারা বিশ্বের বিশ্বসেরা মেধা, বাংলার স্ট্যান্ডার্ড অফ লিভিং অন্য জায়গার তুলনায় অনেকটাই সস্তা। বাংলার ট্যুরিজম শিল্পও পাহার-নদী-সমুদ্র-জঙ্গল দিয়ে ঘেরা পৃথিবীর এক অনন্য-অনন্যা যা সারা বিশ্বকে আকর্ষণ করে।

বাংলার শিক্ষা ও সংস্কৃতি সারা বিশ্বকে পথ দেখায় এবং বাংলা হচ্ছে লুক ইস্ট পলিসির বড় গেটওয়ে। বাংলাদেশ, নেপাল, ভুটান-সহ নর্থ-ইস্ট ও ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে। এছাড়া অনেক এশিয়ান কান্ট্রিরও গেটওয়ে।

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ? একেবারে প্রতিবেশী। বিমানে আধঘণ্টা, রেল-বাসেও যুক্ত।

নেপাল ঠিক তাই।

ভুটান একেবারে পাশে। কলকাতা থেকে সিঙ্গাপুর দু-আড়াই ঘণ্টা বিমানে। ব্যাংকক- দু’ঘণ্টা। মায়ানমার সড়কপথে খুব শীঘ্রই যাওয়া যাবে।

ব্যাংকক থেকে বাংলাদেশ-নেপাল-ভুটান সড়কপথে যাতায়াত করবার জন্য এডিবির সাহায্যে অনেক রাস্তার কাজ আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে দিয়েছি।

বাস শুরু হয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটানও একই পথের পথিক।

মাত্র ২ ঘণ্টায় চিন দেশের অনেকাংশে পৌঁছানো যায়।

সুতরাং বাংলাতেও ইনভেস্ট করলে এশিয়ার অনেক কান্ট্রিতে সে বিজনেসের সুফল ওঠানো জেতে পারে। আর এসব প্লাস পয়েন্ট আছে বলেই ব্রিটিশ সরকারের আমন্ত্রণে আমাদের লন্ডনে আসা। আমাদের আবেদন আগেও আমরা সিঙ্গাপুরে পৌঁছেছিলাম। আর এবারে লন্ডনে।

আপনাদের সঙ্গে তো কলকাতার একটা সম্পর্ক আগে থেকেই আছে। ব্রিটেন তো একসময় ভারতবর্ষে রাজ করতে গিয়ে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল আর বিখ্যাত কবিতার লাইন যা আজ মনে করিয়ে দেয়, যে “বণিকের মানদণ্ড, দেখা দিল রাজদণ্ড রুপে” তা তো সবার জানা।

যদি বিজনেসে পোটেনশিয়ালিটি না থাকে, তবে কেন কল্কাতাকে সেদিন আপনারা অবিভক্ত ভারতবর্ষের রাজধানী হিসেবে চিহ্নিত করেছিলেন? সুতরাং আপনাদের বাংলায় আস্তে আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের হাতে তৈরি করা ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা হাওড়া ব্রিজ।

আপনারা আসুন গঙ্গার তীর ধরে সৌন্দর্যকে উপলব্ধি করুন আর এডুকেশন, রিয়্যালিটি, ট্যুরিজম হেরিটেজ ইত্যাদি ব্যাপারে আপনারা নজর দিয়ে ও আমাদের সঙ্গে ব্যবসা করলে আমরা খুশিই হব। প্রায় ঘণ্টাখানেক আলোচনার মধ্যে দিয়ে খুব ভালো কথাবার্তা হল। আলোচনায় রাজপরিবার খুব খুশি।

এরপর যুবরাজের স্ত্রী স্যারা এলেন। ১৯১২ সালে মধ্যমগ্রামের অলকাদিদের একটা এনজিও প্রতিষ্ঠানের আমন্ত্রণে তাঁরা এসেছিলেন। তাই আলোচনার পর চা-তে মিলিত হলাম আরও কিছু বিশিষ্ট মানুষজনের সঙ্গে। লর্ডসের স্পিকার ‘স্যারা’ থেকে আরও অনেক ব্রিটিশ গুরুত্বপূর্ণ বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানও হল।

চা খেয়ে এবার ফিরে আসার পালা।

ফিরে আসার সময়ও ব্রিটেন যুবরাজের সৌজন্য বিশেষভাবে লক্ষ করলাম। একেবারে শেষপ্রান্তে রাজবাড়ির প্রবেশদ্বার পর্যন্ত তিনি আমাদের এগিয়ে দিলেন।

আমরা যে দুদিন অখানে ছিলাম, তখন লক্ষ করতাম ওই ‘বাকিংহাম প্যালেস’-এর বাইরেটা দেখবার জন্য বিরাট এক জনসংখ্যা অপেক্ষা করেন। সর্বদা তাঁরা ওই বাইরের প্রবেশদ্বারের থেকেও যে রাস্তার ধারে প্রধান সড়ক আছে সেই সড়ক ধরে কোলাপসিবল বৃহ९ গেটের পাশে ফুটপাত সংলগ্ন অঞ্চল দেখেই রাজকথায় কথিত একেবারে বাকিংহাম প্যালেস দেখবার আনন্দে মাতোয়ারা থাকেন। আমরা যখন রাজপ্রাসাদের বাইরে বেরিয়েছিলাম তখন লক্ষ করছিলাম জনগণের অর্থা९ বিভিন্ন দেশের ভ্রমনার্থীদের কৌতূহল জাগছিল হয়তো আমাদের দেখে, কারণ তখন তাঁরা বাইরে আর আমরা ভেতরে।

ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ব্রিটিশ সরকারের, সরকারী দফতর, সরকারী আমন্ত্রণে লোকার্নো সুইট-এ সেখানে ইন্ডিয়ার দায়িত্বে থাকা ব্রিটিশ মন্ত্রী ম্যাডাম প্যাটেল-এর সঙ্গে দেখা হল। তার পর আমরা এলাম সরকারী সৌজন্যে লোকার্নো সুইটের ব্যবসায়িক প্রতিনিধিদের সভায়। সেখানে আমাদের শিল্প প্রতিনিধি দল ও ব্রিটিশ প্রতিনিধিদলের উপস্থিতিতে ব্রিটিশ সরকারের পক্ষে তাঁদের মন্ত্রী মহোদয়া ম্যাডাম প্যাটেল ও ইন্দো–ইউকে রিলেশন নিয়ে অনেকক্ষণ আলোচনাসভা ও বক্তৃতা শুনতে হয়েছিল।

এ সভা আয়োজন করেছিলেন ইউকেবিসি।

সভা খুব সাফল্যের সঙ্গে হওয়ার পর আমাদের কয়েকজন এবং ব্রিটিশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কয়েকজনকে ডিনারে আমন্ত্রণ করেছিলেন ম্যাডাম প্যাস্ট্রিসিয়া। সেটাও প্রায় আলোচনার মধ্যে দিয়ে ঘণ্টা দুয়েক চলল। শেষ হল তাঁদের ঘড়ির ১১টায় অর্থা९ আমাদের ঘড়ির সময় তখন ৪/৪.৩০ বাজে।

ফিরে আসার পড়ে স্নান করে রেদি হতে হতে আমাদের ঘড়ির সময়ে ঘুম? না তার দেখাই মেলে না, একেবারে নৈব নৈব চ ।

সকাল হতেই হুজুগ সবার, টেমস নদীর পাড় ধরে লন্ডন কেমন সেজেছে চলুন দেখে আসি। ব্যস শুরু হল হাঁটা। চলতে চলতে শুরু হয়েছিল ৪০ জনকে নিয়ে আর শেষ যখন হল তখন ওই পাঁচ-সাতজন। ১০/১২ কিমি হেঁটে হোটেল থেকে একেবারে লন্ডন ব্রিজ, ওখান থেকে আবার হেঁটে পায়ে পায়ে হোটেল। প্রায় দুঘণ্টা হনটনের পর হোটেলে ফেরা। তার পরেই বেরোলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে।

একসঙ্গে বাসে উঠে এই দুটো কাজ করে আবার পায়ে হেঁটে হোটেলে ফেরা, তার পরই ওখানে থাকাকালীন যে দুঃসংবাদ আমাদের ভীষণভাবে মর্মাহত করেছিল, যে এ পি জে আবদুল কালাম আর নেই। সেই মানুষটির স্মৃতিতে শ্রদ্ধা প্রদর্শন, তারপর আবার রাত ৮ টায় সবার এক জায়গায় মিট টুগেদার ছিল, সেখানে যাওয়া।

পরের দিন যেদিন আমরা সকালে উঠেই পেলাম প্রাকৃতিক দুর্যোগের সংবাদ, আর সঙ্গে সঙ্গে ফিরে আসার ব্যবস্থা করতে ওই রাস্তাতেই হাঁটতে হাঁটতে হাইড পার্কের পাশ ধরে প্রায় ওই দেড়-দুঘণ্টা ভাবনা-চিন্তা করে কিছু প্রোগ্রাম কাটছাঁট করার ব্যবস্থা করলাম।

আগের দিন দুপুরে হোটেলে এসেছিলেন স্বরাজ পোল। তিনি তাঁর বাড়িতে যেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

তাই হাইড পার্ক থেকে ফিরে আমরা স্বরাজ পল-এর বাড়িতে গেলাম। তাঁর অসুস্থ স্ত্রী আমাকে একবার দেখতে ইচ্ছা প্রকাশ করেছিলেন শুনেছিলাম তাই তাঁকে দেখতে গেলাম আর এই সুযোগে ওখানকার কয়েকজন লর্ড ও শিল্পপতিদের সঙ্গে আমাদের আর একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে সভা অনুষ্ঠিত হয়। অনেক সাংবাদিক বন্ধুরাও আমন্ত্রিত ছিলেন সেখানে। অখানে মিটিং শেষ করেই এয়ারপোর্টের পথে ফিরে আসার জন্য।

এমনিতেই বাইরে আসা-যাওয়া হয় না। তাঁর ওপর যদি পাঁচদিনের প্রোগ্রাম দুদিনে করতে হয়, তবে তাতে কাজের চাপ অনেক বেশি পড়ে যায় তা বলাইবাহুল্য। ঘুম আর খাওয়া? ও দুটো প্রায় চা-কফি-স্যান্ডউইচ আর নিদ্রাহীন কাজের মধ্যেই কেটে গিয়েছে বলতে পারেন।

তবে সব ভাল যার শেষ ভাল। আমাদের সবাই পশ্চিমবঙ্গ পরিবারের হয়ে ঐক্যবদ্ধভাবেই সব কাজটা আমরা ওই দুদিনেই লন্ডনে করতে পেরেছি এত আন্তরিকতার সঙ্গে যে প্রতিটা মুহূর্তই কিন্তু আশার আলো মুখে হাসি ও ভবিষ্যতের ডেস্টিনি বাংলাই এটা প্রমাণ করতে আমরা ১০০/১০০ সফল হয়েছি। থ্যাঙ্ক টু আওয়ার ফুল টিম। কৃতজ্ঞতা বাংলার মা-মাটি মানুষকে।

 

New Town set to be a ‘Smarter’ City, thanks to WB CM

New Town is all set to be a ‘Smarter’ City, thanks to the initiative taken up by West Bengal Chief Minister Mamata Banerjee.

The West Bengal Chief Minister had paved the way behind this initiative during her recent visit to London. The Future City Catapult, an UK-based group had signed MoU with the West Bengal Government. The representatives of the British firm are already in the city.

Water supply, solid waste management, environment, IT aided services and other such amenities are the basics of the Smart City concept. The State wants to make New Town an educational hub besides the destination for health services, IT services and financial services. This is the primary reason for which the assistance of the UK-based organization is being taken.

The State Government now desires to build a Futurist City at New Town and is making all efforts to make this possible.

UK and KMC jointly conduct workshop on environment sensitisation

A British minister met a few councillors of Kolkata Municipal Corporation in Kankurgachhi on Tuesday to sensitise them on environment-related issues.

Desmond Swayne, minister of state for international development, visited the Kolkata Municipal Corporation’s community centre where councillors of Borough III were present.

The UK government and the KMC had signed a memorandum of understanding when Prime Minister David Cameron visited the city in 2013.

An important component of the effort to build a more environment-friendly city is to make the councillors, who are public representatives at the lowest level of governance, aware of the threats and challenges facing the city.

The councillors were told about the importance of separating biodegradable and non-degradable waste at source and the hazards of eating from thermocol plates. They were also told how plastic items clog drains and cause waterlogging during the monsoon.

Swayne said he was proud of the partnership between the UK government and the KMC.

Mayor Sovan Chatterjee, environment minister Sudarshan Ghosh Dastidar and British deputy high commissioner Scott Furssedonn-Wood were present at the programme.

Kolkata eyes UNESCO’s ‘City of Literature’ tag

In a bid to make Kolkata the first UNESCO City of Literature in India, the state has decided to work with Norwich, the first city in England to bag the title.

During West Bengal Chief Minister Ms Mamata Banerjee’s recent trip to England, West Bengal representatives met the officials of Writers’ Centre Norwich (WCN), hoping to learn from Norwich’s success. The two cities are also thinking of working together on a literary project, Writing Places.

Norwich won the honour in 2012, and the literary mark of excellence is shared by a select few cities around the world, including Edinburgh (Scotland), Melbourne (Australia), Iowa City (US), Dublin (Ireland), Reykjavík (Iceland ), Kraków (Poland), Heidel berg (Germany), Granada (Spain) and Prague (Czech Republic).

Making Kolkata ‘City of Literature’

Kolkata is the cultural capital of the country and we want our city to become a member of the prestigious group. The State I&CA Dept will work in close coordination with Norwich officials. Representatives from both the cities will visit the two places for exchange of ideas. Norwich officials have accepted Bengal’s proposal and are chalking out the plan.

Arts Council England has made a funding of £26,900 for an innovative literary project, Writing Places. Under the project, the initial funding is made for a scheme called, Creative City Alliance Scheme, in which the city’s top literary organizations will hold meetings, conferences and seminars both in Norwich and Kolkata.

In these workshops and seminars, literary personal ties from the two cities will exchange their ideas, which will help establish literary links between Norwich and Kolkata which in turn will the city to make a constructive effort in moving a step forward towards achieving this prestigious recognition.

The delegation visited Writers’ Centre Norwich at Dragon Hall, the University of East Anglia’s creative writing department, met representatives from the Norwich-based British Centre for Literary Translation, and visited the South Asian Decorative Arts and Crafts Collection.

Bengal shines in London, thanks to the initiatives of WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee truncated her visit to London by a day because of the natural calamities in Bengal. That did not stop the 5-day visit to UK from being a success.

As the Chief Minister had said before leaving on July 25, this visit helped a lot in dispelling myths about West Bengal and gave the State an image-makeover.

 

MoUs signed

The delegation to the UK clinched 21 MoUs with the UK in the fields of industry, health, education and urban development.

The agreements were signed during a bilateral meeting with Britain’s Minister of State for Employment and British Prime Minister David Cameron’s Indian Diaspora champion Priti Patel at a reception hosted at the Foreign and Commonwealth Office (FCO) in London on July 26.

 

Image 4

WB CM with delegates at the British Foreign Office

 

“This is a landmark visit… These MoUs will help bring the UK and West Bengal ever closer, and unleash the potential of our relationship,” Patel said in her address.

“If you say London is the (financial) capital of the world, I say Bengal is the human capital of the world,” WB CM said in her address.

Click her for details

Come to Bengal, Ride the growth

Speaking at a gathering of British and Indian business delegates, organised by the UK India Business Council (UKIBC), the Finance and Industries Minister Dr Amit Mitra assured British investors that the government has taken steps to bring down the labour strikes to zero levels, as it made a strong case for attracting investments.

“We are setting up systems in place. There has been a radical shift since 2010-11, when 7.6 lakh work days were lost [due to labour strikes]. By 2013, the number of working days lost came down to zero. It takes time for mind-sets to change but please come to Bengal and we can assure very clear worker management processes,” he said.

Click her for details

 

thames

WB CM taking a walk by the Thames

 

Letter from the UK PM

UK PM David Cameron, who could not be in London because of a foreign visit, sent a letter to West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Monday apologising for his absence. “I wish you a successful and rewarding visit which will help forge the close ties between UK and Bengal,” reads an excerpt from the letter.

“My message for the British PM is that he must visit Kolkata again soon and see that it is truly the gateway to the east,” WB CM said in response to the letter.

Click here for details

Reception at Buckingham Palace

Mamata Banerjee on Monday became the first chief minister from an Indian state to get an official reception at Buckingham Palace, Britain’s most iconic address. Prince Andrew hosted an evening tea for the Chief Minister at the house of the monarch.

 

bucking 4

WB CM at Buckingham Palace with Prince Andrew

 

The Chief Minister had a 40-minute one-on-one interview with Prince Andrew, who described her as “a very dynamic leader, leading a dynamic government, sowing the transformation of Bengal”. The prince, it was learnt, has gifted the chief minister a bag with motifs of Buckingham Palace on it.

Click here for details

WB CM wins hearts at Asia House, UK

The West Bengal Chief Minister invited the members of Asia House, London – the probable investors – to come and scout the State for exploring investment opportunities.

She received a standing ovation from the members of the Asia House who admitted that they were mesmerised by her speech and were glad to know about the investment opportunities in Bengal.

 

mamatastoryB

WB CM at Asia House, London

 

“The state is undergoing a major deregulation drive to make doing business in the state easier, faster and more transparent. Upgrading social infrastructure is running parallel to strengthening industrial infrastructure. Attractive incentive packages and regulations have also been introduced to attract investment,” said a note on the Asia House website.

Click her for details

The London trip got a lot of praise from the media too. Here is an article praising the initiatives of Mamata Banerjee to attract investments for Bengal.

Bengal’s best foot forward with Mamata’s London trip

Didi’s London Trip

  • Mamata Banerjee attended an interactive private dinner with UK investors
  • Discussions focused on how to increase UK investment in West Bengal were held
  • UK businessmen voiced their concerns about labour issues, urban development, speed of clearances and approvals
  • MoUs were signed with the University of Cambridge, East Anglia and SOAS

 

The death of India’s much-loved former President APJ Abdul Kalam truncated West Bengal Chief Minister Mamata Banerjee’s 4-day programme in London. As a mark of respect all public engagements were cancelled.

Mamata Banerjee left London last night, a day ahead of schedule as ‘the possibility of a cyclone’ hitting Bengal loomed.

22 MOU were signed, which covered four areas: industry, healthcare, education and smart cities.

The first day saw 250 people at the business seminar in the afternoon. It was an interactive discussion with the UK and West Bengal businesses asking and answering the questions that emerged.

Those present say businessmen from Bengal did a great job selling the state. Both business and the state government sent out the same positive message. Businessmen from the UK voiced their concerns about labour issues, urban development, speed of clearances and approvals. Their fears were brushed aside by businessmen from Bengal, who assured them that ‘bandhs’ or forced closures were now a thing of the past and this government was serious about business.

 

Image 2

West Bengal Chief Minister Mamata Banerjee with UK Minister of State for Education Priti Patel

 

That evening, the event at the Foreign Office was also over-subscribed. The UK Minister of State for Education, Priti Patel, who had met Banerjee in 2013 when she visited Kolkata with the British Prime Minister David Cameron, welcomed her to London and offered continued partnership. The Chief Minister responded with a speech that drew applause, “London is the world’s financial capital, and West Bengal is the world’s human capital.”

One of those present at the meeting says, “It was very personal, showing her love of Bengal and her belief that the UK is the right partner, not least because we have such a strong shared cultural and historical connection.”

 

Wooing UK Investors

 

Image 3

  MoUs and other business documents between UK and Bengal were signed

 

Mamata Banerjee also attended an interactive private dinner with UK investors, hosted by Patricia Hewitt, Chair of the UK India Business Council. It gave the Chief Minister and select members of her team an opportunity to closely interact with UK investors. Banerjee had a proposition for each of the UK businesses that attended. A plan was drawn up to further develop these relationships.

Interestingly, a potential British investor was heard saying at the dinner that night, “Until today, West Bengal was not a priority area in India for us, but it is now.”

Kevin McCole, UK India Business Council’s Chief Operating Officer points out:

“Although the shortened programme meant there was only one full day of activity, it was a hugely impactful day. The Chief Minister, by bringing such a strong business delegation, has set the bar high for other Indian states looking to attract investors. And the highly interactive nature of the business conference – no speeches and no powerpoint – has redrawn the model for how these events are delivered. UK investors were impressed by her can-do attitude. They were also impressed by the message the Chief Minister gave in her speech at the evening event. It was full of passion, compassion, humility and humour.”

 

There was also a focused round table, led by the Industries Secretary and the West Bengal Industrial Development Corporation (WBIDC), Managing Director on the mining and natural resources sector. Ten current and potential UK investors held a discussion, which focused on how to increase UK investment into the state. Among the subjects discussed, was the need to create a UK-WB public private partnership mining engineering training institute, another was modifications to the Government of India’s public procurement processes to make it more commercially viable for companies to set up in India to service the market.

 

MoUs with UK Universities

 

Image 4

Exchanges on investment and other collaborations between United Kingdom and Bengal were held

 

On the education front too, there was a sense of satisfaction. MoUs were signed with the University of Cambridge, East Anglia and SOAS . Presidency University’s Vice Chancellor Anuradha Lohia was overwhelmed with the support she received from the state government, “Our CM would like to make Bengal an education hub and create a huge resource of skilled manpower.”

“Mamata di’s ability to connect with every member of the delegation was exemplary. She was constantly chatting with all of us during the flight, looking after everyone’s food and comfort while conducting her business. She is an amazing walker.She walked constantly at Kolkata and Delhi airports. She walked 10 to 12 kms every morning, often leaving her companions trailing far behind. Inexhaustible, full of affection, energetic and enthusiastic.”

 

Once she returns, the Chief Minister and her team will have to work doubly hard.

“The stage has now been set for more UK investments in Bengal. But it will require follow up by both parties, and we hope that a further delegation from West Bengal in the autumn will generate a strong return delegation to Kolkata for the investors summit in January.”

 

Bengal certainly seems to have put its best foot forward. Now it needs to take brisk steps and regain lost ground.

 

(The writer, Payal Mohanka, is a Kolkata-based senior journalist. The article was first published on The Quint, July 30, 2015)

A musical museum to come up soon in Bengal

One of Asia’s biggest museums on musical instruments will soon come up in Bengal. Mamata Banerjee and her delegation have tied up with Britain’s iconic Horniman Museum to set up a museum of musical instruments in Bengal.

Horniman has the world’s most exhaustive collection of instruments from across the world. It houses over 8,000 objects made to produce sound.

The oldest is a pair of bone clappers in the form of human hands made in Egypt around 3,500 years ago. Electric guitars and synthesizers are among the most recently acquired.

Bengal Finance Minister Dr Amit Mitra said on Wednesday they “discussed the plan to set up a musical instrument in Kolkata. This museum will house a large collection of musical instruments from Bengal. The state’s efforts to pre serve folk art and its musical instruments in Bengal were shared with the museum. The musical instruments gallery at Biswa Bangla Haat in Rajarhat could be the starting point of this collaboration.”

 

Image: Horniman Museum in London (source)

WB CM wins hearts of investors at Asia House, London

The West Bengal Chief Minister invited the members of Asia House, London – the probable investors – to come and scout the State for exploring investment opportunities. She asserted that during the last four years, the infrastructure in the State has become business-friendly in comparison to the past years.

West Bengal Chief Minister Mamata Banerjee highlighted the economic advantages of West Bengal and investment opportunities in the state during a private briefing held at Asia House.

The topics discussed included infrastructure development in the state, incentives for foreign businesses to invest, the state’s relationship with the Centre, efforts to cut bureaucracy and tackle corruption, the state’s workforce and West Bengal’s historic ties with the UK.

“I am not from a business background, I am a street fighter. You know better, Bengal is ready for investment. Perception of Bengal has to change and is changing. That is why I am here in London to meet you,” the West Bengal Chief Minister said at the meet.

She received a standing ovation from the members of the Asia House who admitted that they were mesmerised by her speech and were glad to know about the investment opportunities in Bengal.

The Corporate members represented at the table included Anglo American, KPMG, Barclays, Nikkei, BP, PA Consulting, PwC and Standard Chartered. The private briefing was held in partnership with KPMG.

Prominent UK industrialist keen to set up sports car hub in Bengal

Prominent UK investor Lord Swraj Paul-led Caparo Group may set up a compact sports car manufacturing unit in the state.

With West Bengal Chief Minister Ms Mamata Banerjee by his side, Lord Paul said on Wednesday that his company is looking forward to integrating its auto ancillary business. Currently the group is working on the design of a low-end sports car for the Indian and Asian market.

The Caparo group has business interests in the manufacturing and marketing of car bodies, steel sheets and other auto engineering products. “This project is currently at the R&D stage. We have entrusted British Formula One giant McLaren with its design. If all goes well, India would be the place where I plan to set up its manufacturing base,” Paul said.

When asked, if Bengal would be his preferred choice, Paul replied: “West Bengal would certainly have the first rights of refusal.”