Bengal to create multiple solar parks

The West Bengal government has decided to create multiple small solar parks.

“We are planning for solar park totalling 500 MW,” State Power Minister Shobhondeb Chatterjee said on the sidelines of an interactive session with the Calcutta Chamber of Commerce.

About five acres of land was required for 1 MW of Solar power, the minister said. The minister said the state government would continue to focus on renewable energy.

The minister said 100 per cent electrification was already complete in 11 districts and by March 2017, work would be complete for the entire state.

He was confident that the 1,000 MW Turga hydel power project would take off shortly once environmental clearances were in place.

 

বাংলায় ছোট ছোট সোলার পার্ক গড়বে রাজ্য সরকার

বাংলাজুড়ে গোড়া হবে বহু সোলার পার্ক, জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আমরা মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অনেকগুলি ছোট ছোট সোলার পার্ক তৈরী করতে চলেছি, বলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

১ মেগাওয়াটের একটি সোলার পার্ক করতে আনুমানিক ৫ একর জমি লাগবে। বিদ্যুৎ মন্ত্রী ও জানান যে রাজ্য সরকার নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বদ্ধ পরিকর।

তিনি আরও জানান যে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই রাজ্যের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। তিনি আশাপ্রকাশ করেন যে ১০০০ মেগাওয়াটের তুর্গা হাইডেল পাওয়ার প্রকল্প খুব শিগগিরি শুরু হয়ে যাবে।