Debabrata Bandyopadhyay’s statement: My comments were misinterpreted

Statement by D Bandyopadhyay, Rajya Sabha MP:

I am a soldier of Trinamool Congress and a committed party worker. I joined Trinamool inspired by Mamata Banerjee’s honesty and organisational capabilities.

My statement has been misinterpreted. I did not mean it. All I said was that dissenting voices were normal in any democratic party.

Those of us who come from non-political background need to be extra careful in the future in what we say because our general statements are being misconstrued.

I had never meant that the leadership was slack or immune to it. I have the highest regards for Mamata Banerjee and Trinamool. I will be a member of the party till my last breath.

There is no question of my leaving the party… I am 100%… 500% with Trinamool.

রাজ্যসভা সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:

আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং দলের একনিষ্ঠ কর্মী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা ও সাংগঠনিক ক্ষমতায় উদ্বুদ্ধ হয়ে আমি তৃণমূলে যোগদান করি।

আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। আমি যা বলতে চেয়েছি তা হল একটি গণতান্ত্রিক দলে নানা মতাধিকারী থাকতেই পারে। আমি আমার বক্তব্য সব দলের জন্যই বলেছি।

আমরা যারা রাজনীতির বাইরে থেকে এসছি, তাদের ভবিষ্যতে কোনো বক্তব্য রাখার আগে সাবধান হওয়া উচিত কারণ আমাদের সাধারণ বিবৃতিরও ভুল ব্যাখ্যা হচ্ছে।

আমি দলের নেতৃত্বের দিকে আমি কোনো আঙ্গুল তুলিনি। আমি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তৃণমূলে থাকব।

আমার দল ছাড়ার কোনো প্রশ্নই ওঠেনা। আমি ১০০%  কেন, ৫০০% তৃণমূলের সাথে আছি।

BJP Burdwan rally a big flop show: Partha Chatterjee

Partha Chatterjee, Secretary General, All India Trinamool Congress, today addressed a press conference at Trinamool Bhavan.

Here is what he said:

  • Today’s BJP rally at Bardhaman was a flop-show. Main speaker’s speech lasted only a few minutes.
  • People who have no capacity to bloom shapla, are talking of lotus blooming in Bengal.
  • I hope Amit babu has understood it is difficult for lotus to bloom in Bengal.
  • The political culture of Bengal has no place for bad utterances like “Bhaag Bhaag”.
  • Mamata Banerjee has a long history of struggle and people’s movements in Bengal. BJP has no such history.
  • BJP’s campaign is based on only propaganda. They want to uproot TMC from power through missed calls.
  • If Rahul Sinha cared about Bengal, he would speak out against Center’s negligence towards the State.
  • The way Mr Rahul Sinha used the name of a particular community, in a derogatory manner, is deplorable.