In a first-of-its-kind initiative, the Backward Class Welfare Department (BCW) will set up hostels exclusively for tribal boys and girls taking training in sports. The sports which have been identified and in which training will be given, to tribal boys and girls, include chess, football, athletics and archery.
It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee had taken up schemes to provide training to SC and ST students and the youth to make them self-reliant.
These hostels will have all relevant facilities like gymnasiums, cafeteria, rooms for trainees, lobbies, Wi-Fi facilities and well-stocked libraries. One each will be built in Siliguri and Jalpaiguri, and two in Kolkata. The accommodation will be free of cost. Tribal boys and girls displaying potential will be selected from across the districts and brought to the hostels to be housed in.
The BCW Department has already begun the talent hunt. Around 1,000 tribal boys and girls studying in classes from V to IX are being given coaching in chess to find out their potential for the sport. The department will take six to seven months to complete the talent hunt. The formal coaching will commence after that. The trainees will be provided with all modern facilities.
আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলায় প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়ছে রাজ্য সরকার
আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলায় প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়ছে রাজ্য সরকার। যেসকল খেলায় তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তাও নির্দিষ্ট করা হয়েছে – দাবা, ফুটবল, তিরন্দাজি ও অ্যাথলেটিক্স।
২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প নিয়েছেন যাতে তপসিলি জাতি ও উপজাতির ছাত্র-যুবরা স্বনির্ভর হতে পারে।
এই হোস্টেলগুলিতে থাকবে ১০০ জন প্রশিক্ষক, জিম, ক্যাফেটেরিয়া, প্রশিক্ষকদের কক্ষ, লবি ও একটি গ্রন্থাগার। পাওয়া যাবে ওয়াই ফাই পরিষেবা।
হোস্টেলগুলি হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে; আরও দুটি হবে কলকাতায়।আবাসিকরা এখানে বিনামুল্যে থাকতে পারবে। বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের আনা হবে এই হোস্টেলগুলিতে।
অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই প্রতিভাদের নির্বাচন শুরু করে দিয়েছে। ১০০০ জন আদিবাসী ছেলে মেয়েকে দাবা খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় থেকে সাত মাসের মধ্যেই এই প্রতিভার সন্ধান সম্পন্ন হবে।