Bengal Govt developing ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba

The Bengal Tourism Department has chalked out an elaborate plan to develop the ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba in North Bengal. The new tourist facilities that the hub entails would possibly be introduced before Durga Puja this year.

As a part of the initiative, visitors can take part in boating along the River Teesta. Another attraction would be hot air balloon rides. People visiting the area can also take a stroll inside the Saraswatipur tea garden. There would also be facilities like a jungle safari by car.

These announcements were made recently by the State Tourism Minister, after he held a high-level meeting to accelerate the process with representatives from 12 Departments.

The Minister also said there are plans to introduce houseboats in Gajoldoba and Mirik. Watching birds while riding on a boat can be a favourite pastime of the tourists. Plans are also afoot to start an elephant safari.

It may be mentioned that around 52 overseas delegates from 30 countries have already visited Bhorer Alo, the dream tourism hotspot being developed by the State Government in Gajoldoba, in January to get a first-hand experience of the unique eco-tourism project.

 

 

গাজলডোবায় সেজে উঠছে ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্র

গাজলডোবায় ‘ভোরের আলো’ সেজে উঠছে জোরকদমে। তৈরী হয়েছে ৬টি সরকারি কটেজ। আরও ২০টির কাজ চলছে। কিছুদিনের মধ্যে ওই কটেজগুলিও থাকার জন্য খুলে দেওয়া হবে।

এরই মধ্যে আবার নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা। তিস্তা থেকে মংপো পর্যন্ত রাফটিংয়ের কথা ভাবা হচ্ছে। তিস্তা সেচখালে প্যাডেলিং বোট নামানো হবে। তিস্তার কোলে এখন স্থানীয় স্তরে নৌকাবিহারের ব্যবস্থা রয়েছে। সেই নৌকাগুলি পর্যটন দপ্তর সাজিয়ে দেবে। রঙিন ছাউনি দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে। প্রকল্প এলাকার পাশে দেড় একর জায়গায় করা হবে ১০ শয্যার আপৎকালীন হাসপাতাল।

এ ছাড়া হচ্ছে হেলিপ্যাড। রয়েছে আরও বহু বিনোদনের আয়োজন। যেমন হট এয়ার বেলুন। গাজলডোবা থেকে সরস্বতীপুর চা–বাগান পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গল সাফারি, হাতি সাফারির পথ করবে বন দপ্তর। গাজলডোবায় তিস্তার ওপর হচ্ছে আরেকটি সেতু। ১০০ কোটি টাকায় তৈরী হবে ওই সেতুটি। সেচ দপ্তর এই সেতুটি তৈরী করবে। এপ্রিলেই এই সেতুর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল গাজলডোবার এই পর্যটন হাব। তিনি এর নাম দিয়েছেন ‘ভোরের আলো’। একদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল, একদিকে তিস্তা সেচখাল, তিস্তায় বিশাল বাঁধ এবং জলাধার। উত্তরে তাকালেই হিমালয়, কাঞ্চনজঙ্ঘা।

স্থায়ী থানা হচ্ছে গাজলডোবায়। প্রকল্প এলাকায় অর্কিড পার্ক করা হবে। দুটি হাউসবোট আনা হবে। একটি রাখা হবে মিরিকের লেকে। গাজলডোবায় ফুড অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউট খোলা হচ্ছে। ভবিষ্যতে এখানে হোটেল ম্যানেজমেন্টের ধাঁচে কোর্স চালু হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখানে ভারতের সেরা পর্যটন হাব করতে। তারই রূপায়ণ হচ্ছে।

Source: Millennium Post

Tourism Hub to come up in Tiger Hill

Bengal Chief Minister Mamata Banerjee today marked the setting up of a Tourism Hub at Tiger Hill in Darjeeling. The Hub will be a boost to people of the area with more and more tourists being attracted to the place, famous for observing sunrise. Once this Hub is complete, people of the Hills living in the surrounding areas will be financially benefited, directly or indirectly.

The Bengal Government under Mamata Banerjee has provided primary focus on the tourism industry. New infrastructure has been created and as a result, the state has gain an increase in revenue through the increasing number 0f footfalls by the tourists, national and international.

The Bengal Chief Minister is on a visit to the Hills. On Monday, she held a meeting in Mirik and today she will be holding the State Cabinet meeting in the Hills for the first time.

 

পর্যটন হাব হবে টাইগার হিলে

বুধবার টাইগার হিল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চালু হয়া প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখার পাশাপাশি নিজের হাতে চারাগাছও রোপণ করেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি ঘোষণা করেন পর্যটন হাব হবে টাইগার হিলে । এই হাবটি তৈরী হলে শুধু যে উত্তরবঙ্গ বা রাজ্যের পর্যটন শিল্পে রাজ্যের আয় বাড়বে তাই নয়, পাশাপাশি আর্থিক সচ্ছলতা পাবে মিরিকবাসি ও পাহাড়ের অন্যান্য মানুষ জন যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই পর্যটন শিল্পে জড়িত।

২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই সমগ্র পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের মাধ্যমে এসেছে প্রচুর রাজস্ব ও পাশাপাশি দেশী ও বিদেশী পর্যটকের সংখ্যাও এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সদ্যসমাপ্ত মিরিকে পৌর নির্বাচনে বোর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস।

ঠিক তার পরেই মুখ্যমন্ত্রী মিরিকে যান পাহাড়বাসীকে অভিনন্দন জানাতে। গত সোমবার তিনি মিরিকে জনসভা করেন ও মিরিকের উন্নয়নের জন্যও বহু কর্মসূচীর কথা ঘোষণা করেন। পাশাপাশি মিরিকবাসীকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে  জোর দেন পর্যটন শিল্পে।

 

 

Jangalmahal to become a major tourism hub

After being known for long as a Maoist hotbed, Jangalmahal in Bengal is finally trying to shed off its ill-repute by promoting the unexplored locales as tourist attractions. The Bengal Government is creating tourism packages covering the Jangalmahal circuit, that includes areas of Paschim Medinipur, Purulia and Bankura districts, by not only putting up infrastructural facilities like cable cars, heritage hotels and lodges but also inviting private investors to be a part of the endeavour.

The development of the tourism circuit would take off with Jhargram and the heritage spots around the area. “We have our detailed project report ready. The project would involve investments to the tune of Rs65 crores which are awaited for approvals from the central government,” said the State Tourism Department principal secretary.

The West Bengal Tourism Development Corporation (WBTDC) has already started overnight packages which take tourists around unexplored areas of Jhargram. The places include Belpahari, Khagra Falls, Kakrajhor, Laljal and others.

WBTDC is also promoting trekking and other adventure tourism in Kakrajhor. There are places in Jhargram like Rameshwar Mandir, the banks of the river Subarnarekha and Tapavan, which is Rishi Valmiki’s burial place, which have not been promoted.

The tourists are put up at the year-old Jhargram lodge and given access to the Jahrgram Rajbari. The package comes with a discount on accommodation.

Alongside the tourist lodge that has 22 cottages, and is been expanded, WBTDC is also putting up another eight tourist facilitation centres, each of which would consist of a cafeteria, restrooms and four rooms for boarding. There’s more in the pipeline for the area. Negotiation with the owners of Chilkigarh Rajbari is on for developing a heritage hotel project at the royal palace, located 15 km from Jhargram. It will soon become a palace resort with 10 rooms for guests.

 

গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হতে চলেছে জঙ্গলমহল 

বহু বছর ধরে মাওবাদীদের অবাধ বিচরণভূমি হিসেবে পরিচিত জঙ্গলমহল ক্রমে তার ওই বদনাম মুছে নিজেকে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি দিতে তৈরী হয়ে গেলো । পর্যটনের জন্য জঙ্গলমহল প্যাকেজ তৈরী হয়েছে যার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রাজ্য সরকার যে শুধুমাত্র পরিকাঠামোগত সুযোগ সুবিধের বন্দোবস্ত করছে যেমন কেবল কার, ঐতিহ্যবাহী হোটেল তাই নয়, সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকেও সদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

রাজ্য পর্যটন দপ্তরের মুখ্য সচিব জানান, ঝাড়গ্রাম ও তার পার্শবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র তৈরী হতে চলেছে। এই প্রকল্পের বিশদ রিপোর্টও তৈরী হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই ৬৫ কোটি টাকার এই প্রকল্পটি শুরু হয়ে যাবে।

রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্যাকেজ শুরু করে দিয়েছে যেখানে পর্যটকরা জঙ্গলমহলের নেদেখা সব জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যার মধ্যে আছে বেলপাহাড়ি, খাগড়া ঝর্ণা, কাঁকড়াঝড়, লালজাল প্রমুখ স্থান।

পরিবহন দপ্তর কাঁকড়াঝড় অঞ্চলে ট্রেকিং ও অন্যান্য নানারকম এডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত করছে। রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদীর তীর, ঋষি বাল্মীকির সমাধিস্থল তপোবন এসব অঞ্চলকেও দর্শকদের সামনে তুলে ধরা হবে। পরিবহন দপ্তর এইসব ঐতিহাসিক স্থান গুলিকে চিহ্নিত ও জনপ্রিয় করে তলায় লেগে রয়েছে।

পর্যটকদের জন্য ঝাড়গ্রাম লজে থাকার ব্যবস্থা করা হচ্ছে ও তারা ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার সুযোগ পাবে ও তাদের ডিসকাউন্ট দেওয়া হবে।