A census for tigers and other animals across Bengal will begin this November, to be conducted by the West Bengal Forest Department.
The department recently concluded its elephant census, whose report concluded that there are 490 of the pachyderms in the northern region of the state and 200 in the southern region. Counting of both elephants and tigers is carried out every four years, while for other animals it is done once in two years in the state.
The reason for this census is that the Forest Department believes that there are more tigers and other animals like deer (naturally, since they form the primary prey base of the tiger) than that enumerated under the protocols set up by the Centre.
This programme has been developed by the Forest Department with the help of the Global Tiger Forum and the National Tiger Conservation Authority.
রাজ্য সরকারের উদ্যোগে বাঘের শুমারি শুরু হবে নভেম্বরে
রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে আগামী নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাঘ ও অন্যান্য প্রাণীর গণনা শুরু করা হবে।
এই দপ্তর সদ্য হাতির গণনা সম্পন্ন করেছে। রিপোর্টে দেখা গেছে উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৪৯০ ও দক্ষিণবঙ্গে হাতির সংখ্যা ২০০। প্রতি চার বছরে হাতি ও বাঘের গণনা করা হয়। অন্যান্য প্রাণীদের গণনা করা হয় প্রতি দুই বছরে।
রাজ্য সরকার এই গণনাটি করবে গ্লোবাল টাইগার ফোরাম ও ন্যাশানাল টাইগার কন্সারভেশন অথরিটি’র সহযোগিতায়।
Source: The Indian Express