Mamata Banerjee pens Durga Puja theme song

Mamata Banerjee has penned the theme song for the Durga Puja 2015 organized by Suruchi Sangha.

Despite her busy schedule, Didi always takes time out to write and paint. She has penned over 50 books till date and her latest book will be released at Kolkata Book Fair, 2017. She had also penned the theme song for Suruchi Sangha in 2016.

The song “Prithibi Ektai Desh” talks about universal brotherhood, harmony and peace.

The music for the song was composed by Jeet Ganguly and sung by Palak Muchhal. The video has been directed by Kaushik Ganguly with creative inputs by Churni Ganguly.

 

Wishing you all Happy Sharodiya!

Lyrics:

Ei prithibir ek ey mati ek ey akash batash

Simana theke simana chariye eki praner bikash

Sneher shikore ek ey je sur bhalobasar gane

Ek ey manush ek ey jibon ek ey sur proti prane.

Esho moner dorja kholo,

Esho ek hoye aalo jwalo.

Amar chokher taray biswa hashe, thonte ek ey bhasa

Sob drishti ek hoye jay amar bhalobasay.

Sob desh ey je sobari desh tofat sudhu naame

Ei prithibi ektai desh, bhatritwer taane.

 

 

দুর্গা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গতবছরের ন্যায় এবারেও সুরুচি সংঘের দুর্গা পুজোর থিম সং লিখলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নানা ব্যস্ততার মধ্যেও দিদি লেখান এবং ছবি আঁকেন। আজ অবধি ওনার ৫০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ওনার লেখা নতুন বই বেরোবে ২০১৭সালের বইমেলায়।

এই থিম সংটির শীর্ষক হল ‘পৃথিবী একটাই দেশ’ – এই গানের মাধ্যমে দিদি বিশ্ব ভাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন।

গানটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী এবং গেয়েছেন পালক মুচ্চল। ভিডিওটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী এবং বিশেষ উপদেষ্টা চূর্ণী গাঙ্গুলীর।

 

সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

 

কথা:

এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস

সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ

স্নেহের শিকড়ে একই যে সুর ভালোবাসার গানে

একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে

এসো মনের দরজা খোলো

এসো এক হয়ে আলো জ্বালো

আমার চোখের তারায় বিশ্ব হাসে ঠোঁটে একই ভাষা

সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসায়

সব দেশই যে সবারই দেশ তফাৎ শুধুই নামে

এই পৃথিবী একটাই দেশ ভাতৃত্বের টানে।

Mamata Banerjee launches Trinamool’s music video for Bengal Polls

Mamata Banerjee launched a music video today as a part of Trinamool’s campaign for upcoming Assembly election. The YouTube link of the music video was ‘shared’ by her on her Facebook page.

The video has been directed by Anindya Chatterjee and the song has been written and composed by Anupam Roy.

It has been sung by Anupam Roy, Srikanta Acharya, Somlata, Pratik Chowdhury, Rupankar Bagchi, Lopamudra Mitra and Ujjayini Mukherjee.

On her Facebook page, Mamata Banerjee wrote:

“I am very happy to share with the new music video “The Trinamool Song” for the forthcoming West Bengal Assembly Elections. Please enjoy.”

Here is the link to the music video: https://goo.gl/Lv3b5M

 

 বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তৃণমূলের একটি নতুন মিউজিক ভিডিও তৈরি করেছে।

এই মিউজিক ভিডিওটি আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তৃণমূলের ইউটিউব পেজেও ভিডিওটি দেখতে পারবেন সাধারণ মানুষ।

গানটির গীতিকার ও সুরকার অনুপম রায় ও গেয়েছেন অনুপম রায়, শ্রীকান্ত আচার্য, সোমলতা, প্রতীক চৌধুরীর সঙ্গে রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র এবং উজ্জয়িনী মুখার্জি।

এই ভিডিওটির পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন:

“আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে: https://goo.gl/Lv3b5M