Bengal has created a record in thalassaemia testing – 6.5 lakh people have been tested in the last four years. This data was recently revealed by the State Health Department.
There are 21 thalassaemia-testing centres in the State, where anyone can go and have themselves tested. As an encouraging sign, more and more people from all walks of life are coming forward to have themselves tested for the presence of the disease.
Basically, there are three categories of people who come for testing – couples wanting to get married, couples planning to have children and couples who already have a thalassaemia-affected child and don’t want to have another such.
Doctors also hold regular thalassaemia awareness and testing camps in schools and colleges all over the State.
There are 25,000 thalassaemia-affected people in the State.
থ্যালাসেমিয়া পরীক্ষায় এবার রেকর্ড গড়ল বাংলা
থ্যালাসেমিয়া পরীক্ষায় এবার রেকর্ড গড়ল বাংলা। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গেছে গত ৪ বছরে সাড়ে ছয় লাখের থ্যালাসেমিয়া পরীক্ষা হয়েছে বাংলায়।
কলকাতা ও জেলা মিলিয়ে বর্তমানে রাজ্যের ২১টি জায়গায় থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। সেখানে এসে বহু মানুষ থ্যালাসেমিয়া পরীক্ষা করিয়ে যাচ্ছেন।
মূলত তিন ধরনের মানুষ আসছেন। এক, বিয়ে হতে চলা দম্পতি, সন্তান গ্রহণের কথা ভাবা দম্পতি এবং একটি সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ায় দ্বিতীয়বার যাতে সে ভুল না হয়, সেকথা ভেবে সচেতন হওয়া স্বামী-স্ত্রী।
স্কুল কলেজ সহ সমগ্র রাজ্য জুড়ে সর্বস্তরে সচেতনতা বাড়াতে বিভিন্ন রকম প্রচার চালাচ্ছেন ডাক্তাররা।
বর্তমানে সরকারী হিসাব অনুযায়ী, রাজ্যে ২৫ হাজার থ্যালাসেমিয়া রোগী আছে।