Bengal Govt launches Digital Bangla Outreach Campaign

The Department of Information Technology & Electronics, Govt. of West has launched Digital Bangla Outreach Campaign.

The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The Van will also conduct Street Plays at various citizen interface points such as Tathya Mitra Kendra (CSCs), Gram Panchayats, Schools, Colleges, etc highlighting the e-services and their benefits.

Presently, there are various services available in electronic mode and the citizens of West Bengal especially in rural areas are not fully aware of these e-services and its delivery channels.

The campaign is aimed at bringing more awareness among the public by engaging them during the campaign with activities like quiz, games, skit play, etc.

This initiative is expected to bring better and continuous citizen engagement by connecting the service provider and the service seeker which will encourage participation, exchange of ideas and flow of conversation to share information and make citizens a partner in decision making.

In West Bengal, two campaign vans will be deployed over a period of eight months to cover 19 districts and Kolkata Municipal Corporation areas.

 

 

‘ডিজিটাল বেঙ্গল’ প্রকল্প চালু করল রাজ্য সরকার

রাজ্য সরকারের উদ্যোগে নতুন প্রকল্প ‘ডিজিটাল বেঙ্গল’ চালু করল তথ্য ও প্রযুক্তি দপ্তর। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে তথ্য প্রযুক্তির উপকারিতা বোঝাতে এই নতুন পদক্ষেপ রাজ্য সরকারের।

তথ্য প্রযুক্তি পরিষেবা পৌছাতে ২ টি মোবাইল ভ্যান চালু করা হবে। ই-গভর্ন্যান্স , জন্ম-মৃত্যুর শংসাপত্র, কন্যাশ্রী ও সরকারী স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলিও জানা যাবে এর মাধ্যমে। রাজ্যের ব্লক স্তর পর্যন্ত পউছাবে এই মোবাইল ভ্যানগুলি।

গ্রামীণ প্রত্যন্ত এলাকার মানুষকে এর সুবিধা বোঝাতে এই ভ্যানেই থাকবে ইন্টারনেট পরিষেবা। স্কুল, কলেজ, পঞ্চায়েতের মত জায়গাগুলিতে এই ভ্যান গিয়ে দাঁড়ালে মানুষ নিজেই এই পরিষেবা পরখ করে দেখতে পারবেন। এর ফলে তারা যেমন ইন্টারনেট ব্যবহারের উপযোগী হয়ে উঠবেন তেমনই সরকারের বিভিন্ন সুবিধামূলক প্রকল্পের কথাও জানতে পারবেন।

বর্তমানে রাজ্য সরকারের অনেক পরিষেবা অনলাইনে দেওয়া হয়, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ এই বিষয়টি নিয়ে মোটেই ওয়াকিবহাল নয়।

ক্যুইজ, গেমস ইত্যাদির মাধমে প্রচারের লক্ষ্য হল সাধারণ মানুষকে এই বিষয়ে আরও বেশি করে ওয়াকিবহাল করা।

তথ্যপ্রযুক্তি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আগামী আট মাস ধরে ২টি ভ্যান কলকাতা সহ অন্যান্য ১৯ টি জেলায় চলবে।