Singur experienced a developmental wave under Didi

Singur has seen a wave of developmental change since Mamata Banerjee became the Chief Minister of Bengal. One of the first things that the Trinamool Government under Mamata Banerjee did was to take up the legal processes to return the acquired land to the farmers who were forced to give up their lands.

In the meantime, Didi stood beside the farmers and arranged supply of subsidized food grains, rice @Rs 2/Kg for the Singur farmers who had lost their lands.

Now, Singur has changed from what it used to be in 2008. There are no kaccha roads in Singur anymore – they’ve all been metalled. The cycle distribution scheme, Sabuj Sathi has done wonder for school enrollment in the area.

Developmental initiatives for Singur:

  • Tapasi Malik Farmers’ Market was inaugurated at Singur in March, 2014
  • At present there are 8 outlets of Sufal Bangla, out of which one is in Singur
  • A new government degree college with a new building has been set up in Singur
  • Recently a bridge has been constructed over river Julapia, numerous such other bridges and rural reads have been constructed
  • Local primary health centres and ICDs centres have been reorganized
  • Water supply projects taken up and developed
  • Students and youths have been brought under schemes like Kanyashree and Yuvashree

 

দিদির হাত ধরে উন্নয়নের জোয়ার সিঙ্গুরে

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সিঙ্গুরের পুরো চিত্রটাই বদলে গেছে। সিঙ্গুরের কৃষকরা যাতে তাদের জমি ফেরত পায় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারই প্রথম আইনি ব্যবস্থা নিয়েছিল।

এর মধ্যে, মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকদের জন্য ২ টাকা কেজি দরে খাদ্যশস্যের ব্যবস্থা করেছেন।

২০০৮ সালে সিঙ্গুর যা ছিল তার এখন আমূল পরিবর্তন ঘটেছে, উন্নয়নের জোয়ার এসেছে সিঙ্গুরে। সিঙ্গুরের বেশিরভাগ রাস্তাই এখন পাকা। এলাকার ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করা হয়েছে।

 

সিঙ্গুরের জন্য উন্নয়নমূলক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়।
  • বর্তমানে সুফল বাংলার ৮টি আউটলেট রয়েছে যার মধ্যে একটি সিঙ্গুরে অবস্থিত।
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে।
  • সম্প্রতি জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া অন্যান্য সেতুও নির্মাণ করা হয়েছে।
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে।
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।
  • ছাত্র এবং যুবকদের কন্যাশ্রী এবং যুবশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Mamata Banerjee poised to redeem Singur promise

The countdown has begun for the historic moment on Wednesday, when Chief Minister Mamata Banerjee will hand over ‘parchas’ and compensation cheques to Singur farmers – less than 15 days after the Supreme Court quashed the acquisition of over 900 acre of land.

The state government will hand over ‘parchas’ to 9,117 farmers that establish their ownership over their pieces of land and distribute cheques among 800 farmers who had not taken compensation earlier protesting against the acquisition of land by the erstwhile Left Front government for Tata’s Nano project.

Lakhs of people will pour in to Singur from different parts of the state to celebrate with farmers, who will be getting back their rights after a decade-long struggle.

A 4,000 sq feet dais has already been set up near the spot where Mamata Banerjee carried out her dharna. Giant screens have been be set up at various places in the area to help people watch the handing over ceremony.

 

আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন

আজ সিঙ্গুরের স্বপ্নপূরণ৷ আজ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিজয় উৎসব৷ আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন৷

বাজেমেলিয়া, জয়মোল্লা, শানাপাড়া, বেড়াবেড়ি, গোপালনগর, খাসেরভেড়ি গ্রামে আর অরন্ধন নয়, আজ থেকে শুরু নবান্ন৷ হারানো সবুজ ধানের খেতে আবার লাঙল নিয়ে নামার স্বপ্নপূরণ৷ বিকেল চারটেয় ঐতিহাসিক জনসভায় কৃষকদের হাতে জমির পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ আর তার সঙ্গে দশ বছর ধরে চলা সিঙ্গুর আন্দোলনের পরিসমাপ্তি৷

দুর্গাপুজোর আগেই এক অন্য পুজোর ছবি গোটা সিঙ্গুরজুড়ে৷ অতি উৎসাহীদের স্লোগান৷ চিৎকার আবেগমথিতদের৷ তৈরি উৎসবের মঞ্চও৷ মূল মঞ্চ ৯০x৩২ ফুট৷ উচ্চতায় সাড়ে সাত ফুট৷ পিছনের দিকে থাকছে ৪৮x৮ ফুট, উচ্চতায় ৯ ফুটের আরও একটি মঞ্চ৷ এককথায় নজিরবিহীন আয়োজন৷ আমন্ত্রিত সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই,  এছাড়াও গোটা তৃণমূল পরিবার, মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক থেকে জনপ্রতিনিধি৷ সব পথ আজ মিশবে বিজয় উৎসবে৷ অনুমান লক্ষাধিক মানুষ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে যাচ্ছেন সিঙ্গুরে৷

অনশন থেকে সত্যাগ্রহ, এই সিঙ্গুরের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন মমতা৷ ২০১১ সালে বামফ্রণ্ট সরকারকে পরাজিত করার পর ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকের জমি ফেরত দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ এমনকী, এ বছর দ্বিতীয়বার জয়ের পরও মমতা আদালতে ঝুলে থাকা সিঙ্গুর মামলা নিয়ে বলেছিলেন, ‘‘একটাই কাজ আমার বাকি, বিশ্বাস করি সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাবেনই৷” তাঁর বিশ্বাস ছিল, মামলায় তাঁরা জিতবেনই৷ বাস্তবে তা-ই হয়েছে৷ আজ সুপ্রিম কোর্টের রায় মেনে তিনি নিজে কৃষকদের হাতে তাঁদের হারানো জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন এবং তা চাষযোগ্য করেই৷

বুধবার তাই এক অন্য ভোরের সাক্ষী হতে তৈরি সিঙ্গুর৷

Bengal CM to distribute land deeds and cheques among farmers on Singur Diwas

Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference at Nabanna today, ahead of the Singur Diwas rally on Wednesday.

In its judgement, the Supreme Court had ordered that the land in Singur, which was with the Tatas, be returned to the original owners. In accordance with that, over the last few days, the State Government has been working on a war footing to complete the land survey to identify which portion belongs to whom, and return them in good time.

During the press conference, Chief Minister Mamata Banerjee said that survey work on 620 acres, which is around one-third of the total area to be surveyed, would be completed by tomorrow. She added that on Wednesday, 800 people will be given out cheques in accordance with their land holdings and 9,117 people would be given out land deeds, from the venue of the meeting.

The Chief Minister said that the land parcels to be returned comprise prime agricultural land, and they would be used for the purpose of farming.

There has been substantial progress in the land survey work during the last 10 days, and all the work would be completed soon.

 

সিঙ্গুর দিবসে কৃষকদের হাতে চেক ও জমির দলিল তুলে দেবেন মুখ্যমন্ত্রী

আজ সিঙ্গুর নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১০ দিনে সিঙ্গুরে জমি সমীক্ষার কাজ ভাল হয়েছে। আগামীকাল ৬২০ একর জমি চিহ্নিতকরণ ও সমীক্ষার কাজ শেষ হব। সুপ্রিম কোর্টের রায় মেনেই কাজ করা হচ্ছে। সন্তোষজনক কাজ হয়েছে”।

আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, “আগামী ১৪ তারিখ ৮০০ জন কৃষককে ক্ষতিপূরণের চেক দেওয়া হবে এবং ৯১১৭ জনকে জমির দলিল আর পড়চা দেওয়া হবে”।

জমি যতদিন না চাষের উপযোগী হচ্ছে ততদিন সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।জমি চাষযোগ্য করতে বেশ কিছু প্যাকেজ দেবে রাজ্য সরকার।