After Flipkart, Bengal’s Tantuja sarees now available on Amazon

Tantuja sarees will now be available on the multinational online shopping store Amazon. The State Micro Industries Minister Swapan Debanth on Tuesday inaugurated the system at Tantuja Bhavan.

Tantuja had earlier tied up with Flipkart and had sold products worth Rs 50 lakhs in a year.

Tantuja – the State Handloom Weavers Society, continued to be in profit successively for the third year. Starting with a modest profit of Rs 25 lakh in 2013-14 after a gap of 40 years it went on to make an operational profit of Rs. 2.5 crore in 2014-15. In 2015-16 it reached a new high of an operational profit of Rs.3.30 crore against a business turnover of Rs.123 crore.

West Bengal Chief minister Mamata Banerjee had taken huge initiatives to boost Bengal’s tant industry and the weavers. The Tant Sathi scheme has also been launched for the weavers. As a result, the newer platforms have been a blessing to them.

 

Image Courtesy: Bartaman 

 

ফ্লিপকার্টের পর এবার আমাজনেও পাওয়া যাবে তন্তুজ শাড়ি

ফ্লিপকার্টের পর এবার থেকে বহুজাতিক অনলাইন শপিং পোর্টাল অ্যামাজনেও মিলবে তন্তুজের শাড়ি। ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ মঙ্গলবার সল্টলেকের তন্তুজ ভবনে এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামাজনের আধিকারিকরাও।

এক বছরে ফ্লিপকার্ট থেকে তন্তুজর ব্যবসা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।

তন্তুজ – স্টেট হ্যান্ডলুম ওয়েভার সোস্যাইটি গত তিন বছর ধরে লাভের মুখ দেখছে। ৪০ বছর পর ২০১৩-১৪ আর্থিক বর্ষে লাভের পরিমাণ ২৫ লক্ষ টাকা। ২০১৪-১৫ আর্থিক বর্ষে লাভের পরিমাণ ২.৫ কোটি টাকা। ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই লাভের পরিমাণ পৌঁছেছে ৩.৩০ কোটি টাকা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পের উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁতিদের জন্য চালু করা হয়েছে ‘তাঁতি সাথী’ প্রকল্প।

Tantuja bags national award

Tantuja, a West Bengal Government undertaking that sells handloom and handicraft products, has won a national award from the Central Government.

The award of Rs 1.5 lakh will be given in Varanasi on the occasion of National Handloom Day on August 7, 2016.

Tantuja, the state handloom weavers society, continues to be in profit successfully for the third year, after a turnover and facelift was made on the initiative of West Bengal Chief Minister Mamata Banerjee.

 

জাতীয় পুরস্কার পেল তন্তুজ

তন্তুজ পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাচীন তাঁত ও হস্তশিল্প । এবার জাতীয় পুরস্কার পাচ্ছে তন্তুজ।

২০১৫ সালের কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় পুরস্কার পেয়েছে এই সংস্থা। আগামী ৭ই আগস্ট জাতীয় তাঁত দিবস উপলক্ষে বারাণসীতে আয়োজিত হওয়া একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার বাবদ দেড় লক্ষ টাকা এবং একটি তাম্রপত্র স্মারক পাবে রাজ্য সরকার। কৃষি কর্মণ এবং নির্মল বাংলা প্রকল্পের পর বস্ত্র বিষয়ক ক্ষেত্রেও সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার।

Thanks to Mamata Banerjee’s policies, Manjusha earns profit for the first time in 37 years

For the first time since its inception, Manjusha, the State’s handicrafts development corporation, has made an operational profit, amounting to Rs 3.87 crore, during the fiscal year 2015-16. The corporation also witnessed its highest-ever business turnover during this fiscal, amounting to Rs 46.75 crore.

After the change of guard in the State, Chief Minister Mamata Banerjee had taken up a series of programmes to give a facelift to micro, small and medium scale enterprises (MSME) in the State. Special emphasis was laid on Manjusha and Tantuja (the State’s handloom weavers’ co-operative). Steps were taken to ensure better management of the quality of products, creation of a wider product base, better management of the organisations and setting up of e-commerce facilities.

Manjusha was established in 1978. Over the past 37 years, this is the first time that the corporation has witnessed a profit, and it does not include any subsidy by the Government.

Tantuja has been churning out profits for the last three consecutive years. During 2015-16, it made a profit of Rs 3.3 crore, when the total business turnover stood at Rs 123 crore.

The introduction of the Biswa Bangla brand has set a mark and has helped immensely in the marketing of handicrafts and handloom products. It has resulted in a sharp increase in the demand for products made by artisans from different parts of the State.

 

৩৭ বছর পর লাভের মুখ দেখল মঞ্জুষা

এই প্রথমবার ৩৭ বছর বাদে ২০১৫-১৬ আর্থিক বছরে মঞ্জুষা ৩ কোটি ৮৭ লক্ষ টাকা লাভ করে। এই বছরেই মঞ্জুষার মোট বিক্রির পরিমান ছিল ৪৬ কোটি ৭৫ লক্ষ টাকা।

২০১১ সালে মুখ্যমন্ত্রী প্রথমবার ক্ষমতায় এসেই তাঁত শিল্পের অগ্রগতির বিষয়ে উদ্যোগী হন। গত পাঁচ বছরে মঞ্জুষা ও তন্তুজ আর্থিকভাবে বিশাল লাভবান হয়। জিনিসের গুনুগতমান ভাল করা, সংগঠনের ভাল ব্যবস্থাপনা এবং ই-কমার্স সুবিধা নিশ্চিত করার জন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।

মঞ্জুষা স্থাপিত হয় ১৯৭৮ সালে। গত ৩৭ বছরে সরকারি ভর্তুকির ওপর নির্ভর করেই ছিল সংস্থাটি। ২০১৫-১৬ আর্থিক বছরে মঞ্জুষার লাভের পরিমাণ ৩ কোটি ৮৭ লক্ষ টাকা।

২০১৫-১৬ আর্থিক বছরে তন্তুজের লাভের পরিমান ছিল ২ কোটি ৫০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আর্থিক বছরে তন্তুজের লাভের পরিমান ছিল ২৫ লক্ষ টাকা সেখান থেকে ৩কোটি ৩০ লক্ষ টাকা লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে তন্তুজ।

পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা ব্র্যান্ড হস্তশিল্প ও তাঁত পণ্য বিপণনে অত্যন্ত সাহায্য করেছে। এর ফলে রাজ্যের বিভিন্ন অংশে এইসব পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

 

Bengal handloom now on doorsteps

Now at a click of a mouse or a gentle tap on your smart phone you can choose a Jamdani, Tangail, handloom or silk printed saree from Tantuja.

Customers can go online shopping at Flipkart without jostling through the Puja crowd. With an increase in online shopping, the West Bengal State Handloom Weavers Co-operative Society Limited also decided to go online with its handloom sarees.

Its premiun brand Tantuja’s Jamdani, printed silk, handloom sarees, self designed sarees of various ranges are available on online stores like Flipkart.

Chief Minister Mamata Banerjee has always encouraged the growth of MSME. To showcase West Bengal’s handloom in other states and in London she has opened Biswa Bangla brand stores.

She has also instructed MSME minister Swapan Debnath to revive Muslin, an almost decaying fine handloom.

“The customers can avoid Puja rush and make their choice of sarees online. They will receive the delivery at their doorstep,” the minister said.

He said, “We are in the business for the past three and a half months and have made a business of Rs.10.5 lakh. Through stores like Flipkart it has become easier for NRIs and Bengali families living in other states to get Bengal handlooms at their doorstep”.

Rs 120 crore compensation to flood-affected tant weavers

West Bengal Government will provide compensation to the tune of Rs 120 crore to all the flood-affected tant weavers in the State.

The post-flood review has found out that the tant weavers of the south Bengal have suffered immense loss. The State Government had launched the programme Tant Sathi recently. Rs 120 crore has now been allotted to Tant Sathi for the compensation to the tant weavers.

Tant is one of the most popular products from the State and has been receiving international acclaims for centuries.

The State Government organization Tantuja, which was a ‘sick’ organization and driven to the brink by the past Government, had made a turnaround under the present Government and has made a profit of Rs 1.98 crore this year.