Bengal CM launches Shreshtarghya – a cooperative for journalists in north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee today launched a unique cooperative for the journalists of north Bengal, at Siliguri. She has christened the cooperative as Shreshtarghya.

The Chief Minister handed over the land documents for the Siliguri Journalists’ Club. She has allotted 5 kathas of land for the SJC at Kawakhali in the outskirts of Siliguri.

West Bengal Government  has already announced a health insurance scheme for journalists. The scheme has been named Mabhoi by the Chief Minister herself. The formal name of the scheme is West Bengal Health Scheme for Journalists, 2016. The scheme is applicable for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired.

The Chief Minister will then visit Kalimpong where a number of Government programmes are lined up for the next day.

 

মুখ্যমন্ত্রীর হাতে আজ সূচনা হল ‘শ্রেষ্টার্ঘ্য’-র

উত্তরবঙ্গের সাংবাদিকদের জন্য সুখবর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় একটি অনন্য সমবায়ের সূচনা হল আজ শিলিগুড়িতে, মমতা বন্দোপাধ্যায় যার নাম রেখেছেন “শ্রেষ্টার্ঘ্য”।

শিলিগুড়ি থেকে অনতিদূরে একটি পাঁচ কাঠা জমির দলিল তিনি আজ উত্তরবঙ্গের সাংবাদিকদের হাতে তুলে দেন; এখানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব তৈরী করা হবে।

ইতিপূর্বেই সরকার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমার কথা ঘোষণা করেন, যে উদ্যোগটির নামকরণ করা হয়েছে মাভৈ। এই প্রকল্পটির সরকারি নাম অবশ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্টস, ২০১৬। ৬৫ বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত ও অবসরপ্রাপ্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত সাংবাদিকরা এই প্রকল্পের আওতায় পড়বেন।

এরপর মুখ্যমন্ত্রী কালিম্পঙ যাবেন যেখানে কাল তিনি একগুচ্ছ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।

Mamata Banerjee to go on third north Bengal visit

Bengal Chief Minister Mamata Banerjee will set out for her three-day tour of north Bengal on Wednesday.

This is the third time Mamata Banerjee will be visiting north Bengal, after Trinamool Congress came to power for the second time with a land slide victory in the Assembly election in May.

The Chief Minister will attend a programme at Siliguri where she will be distributing bicycles among school goers under the Sabuj Sathi project.

After attending the programme in Siliguri, she will go to Kalimpong, and will be attending two separate programmes of the Tamang Board and Lepcha Board.

The people of Siliguri and Kalimpong are very eager to welcome the Chief Minister.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তিন দিনের সফরে তিনি শিলিগুড়ি ও কালিম্পঙে যাবেন।

উনি বুধবার বিকেলবেলা শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে তিনি স্কুলপড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল বিলি করবেন। তারপর তিনি কালিম্পঙ যাবেন।

কালিম্পঙে তিনি তামাং ও লেপ্চা বোর্ডের অনুষ্ঠানে অংশ নেবেন। শিলিগুড়ি ও কালিম্পঙের মানুষরা মুখ্যমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।