The Chief Minister Mamata Banerjee-led Bengal Government is soon going to launch a new scheme to make the poor women of the Sundarbans region self-sufficient. The Sundarini Scheme will give the local products of the region like cow milk, ghee, chicken and duck eggs, honey, the rare dudhsar variety of rice and moong dal a stepping stone to enter competitive markets.
The State Government has already initiated steps to bring the scheme to fruition. For a start, the milk union of the region is being reorganised. A cooperative society has already been started, comprising women from five blocks of the region. The women deposit the milk drawn from their domestic cows at a designated centre. The amount earned per person ranges from Rs 3,000 to Rs 25,000, depending on the number of cows. The money is deposited in the women’s accounts every 10 days.
The government plans to scientifically package various local edible products and make them available at various places in the state.
To make the scheme popular, well-known television actress, Arshiya Mukherjee, protagonist of the soap, ‘Bhutu’, has been roped in as the brand ambassador.
Source: Bartaman
সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করছে ‘সুন্দরিনী’ প্রকল্প
সুন্দরবনের মহিলাদের পালন করা দেশি গরুর দুধ, গাওয়া ঘি, মুরগী ও হাঁসের ডিম, মধু, হারিয়ে যাওয়া দুধসর চাল ও মুগ ডালকে প্রতিযোগিতার বাজারে নিয়ে আসছে মুখ্যমন্ত্রীর ‘সুন্দরিনী’ প্রকল্প। সুন্দরবনের গরীব মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেইমত পরিকল্পনা নিয়ে সুন্দরবনের মিল্ক ইউনিয়নকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার।
পাঁচটি ব্লকের মহিলাদের নিয়ে শুরু হয়েছে সমবায়। এখানে মহিলারা তাঁদের পালিত গরুর দুধ সংগ্রহ করে সেন্টারে দিয়ে যান। দশদিন অন্তর সেই টাকা সদস্যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। গোরুর সংখ্যা অনুসারে তিন থেকে পঁচিশ হাজার টাকা আয় হচ্ছে তাঁদের। সকলের প্রচেষ্টায় সুন্দরিনী এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।
এক উপভোক্তার বক্তব্য অনুযায়ী, সত্যি সুন্দরবনের দেশি গোরুর দুধ, তা থেকে তৈরি ঘি, সেখানকার হাঁসও মুরগীর ডিম, খাঁটি মধু, দুধসর চাল এসব জিনিষ এখনও বাজারে পাওয়া যেতে পারে, ভাবতে পারি নি। পরে জানলাম, এই খাঁটি পণ্যকে বিজ্ঞানসম্মতভাবে প্যাকেট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।
এই ‘সুন্দরিনী’ প্রকল্পের জনপ্রিয়তাকে আরও এককাঠি বাড়াতে ব্র্যান্ড অ্যামবাসাডর বাছা হয়েছে বাংলার জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ‘ভুতু’ তথা আরশিয়া মুখোপাধ্যায়’কে।