Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।