Trinamool Congress recognised as national party

After winning two consecutive Assembly polls in West Bengal, Mamata Banerjee on Friday added yet another feather to her cap with Trinamool Congress being extended the national party status by the Election Commission.

The Election Commission said the Trinamool Congress has satisfied one of the conditions mentioned in the Election Symbols (Reservation and Allotment) Order, 1968 to be recognised as a national party — having been recognised as a State party in at least four States.

It is a recognised State party in West Bengal, Manipur, Tripura and Arunachal Pradesh.

 

জাতীয় দলের স্বীকৃতি পেল তৃণমূল

জাতীয় দলের স্বীকৃতি পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হল এই স্বীকৃতি৷

যে দল জাতীয় দলের মর্যাদা পাওয়ার দাবি জানায়, অন্তত ৪টি রাজ্যে লোকসভায় তাদের আসন থাকতে হবে৷ এই মুহূর্তে বাংলা ছাড়া ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল প্রদেশে প্রতিনিধিত্ব রয়েছে তৃণমূলের৷ আর তাই এল নির্বাচন কমিশনের এই স্বীকৃতি৷

এই স্বীকৃতি পাওয়ার পর রোম থেকে উচ্ছসিত টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

Reacting to the news, Mamata Banerjee tweeted from Rome: