An app, which will promptly give the flood updates of the state, is set to take the state’s flood management system to a new high. The state irrigation and waterways department has developed the smart phone application and it is all set to be inaugurated.
Earlier, the department had developed a system – Soft Requirement Specification (SRS) which enables the administration to instantly take a stock of flood situations in districts on a real time basis. The system, which has been incorporated in the department’s website, is now transferred to a mobile app.
With the use of new app, the dissemination of flood related information will be easier. It will just take some minutes of update the flood information from the spot.
বন্যা সম্পর্কিত সবরকম আপডেট পেতে অ্যাপ চালু করল রাজ্য সরকার
উচ্চ পর্যায়ের বন্যা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন চালু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যা অবিলম্বে রাজ্যের সব জায়গার বন্যা সংক্রান্ত সব আপডেট দেবে। রাজ্য সেচ ও জলপথ বিভাগ এই স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে এবং এটি শীঘ্রই উদ্বোধন করা হবে।
আগেও এই দপ্তর একটি প্রক্রিয়া তৈরি করেছিল – সেটি হল SRS (Soft Requirement Specification)। এর মাধ্যমে অবিলম্বে বন্যা পরিস্থিতি সম্পর্কিত সব তথ্য পাওয়া যেত। এই প্রক্রিয়াটি দপ্তরের ওয়েবসাইটে আগেই সংযোজিত ছিল, বর্তমানে সেটিকেই অ্যাপে পরিবর্তন করা হল।
এই অ্যাপের মাধ্যমে এখন বন্যা সংক্রান্ত সব রকম তথ্য খুব সহজেই পাওয়া যাবে। নির্দিষ্ট এলাকা থেকে খুব সহজেই কিছু মিনিটের মধ্যেই মানুষের কাছে আপডেট পৌঁছে যাবে।