Keeping in line with Chief Minister Mamata Banerjee’s vision of making education ‘all-inclusive,’ the State Education Department has asked schools to make certain arrangements and provisions for the benefit of specially-abled students studying together with other students.
In schools meant exclusively for specially-abled students, these provisions and arrangements were already there but this is for the first time that all schools have been asked to make these provisions and grant certain relaxations to these students following the guidelines laid down by the Education Department.
Certain provisions were there earlier too, but now several new ones have been made a part of the guidelines, like language paper selection, seating arrangements, etc., that will encourage these children to attend schools with other students. Previously it was at the discretion of the schools to make arrangements for such students, but now proper guidelines have been drafted to make the provisions to look after their special needs uniform across the State.
রাজ্যের স্কুলগুলিকে প্রতিবন্ধী-বান্ধব করার পরিকল্পনা সরকারের
“সবার জন্য শিক্ষা” মমতা ব্যানার্জী এই পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য রাজ্যের স্কুলগুলিকে প্রতিবন্ধী-বান্ধব করা যাতে তারা অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে স্কুলে পড়াশোনা করতে পারে শিক্ষা দপ্তর তার নির্দেশ দিয়েছে সব স্কুলগুলিকে।
ইতিমধ্যেই স্কুলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এইসব বিধি-ব্যবস্থা আগে থেকেই ছিল। কিন্তু এই প্রথম বার সব স্কুলগুলিকে এইধরনের বিধি ব্যবস্থা এবং এইসব বিশেষ ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট ছাড় দেওয়ার নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দপ্তর থেকে।
ইতিপূর্বে বেশকিছু নির্দিষ্ট বিধিব্যবস্থা ছিল। কিন্তু বেশ কিছু নতুন পদ্ধতি যোগ করা হয়েছে নতুন নির্দেশিকায়। ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ, ঠিকমতো বসার ব্যবস্থা এবং আর অনেক নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে এর ফলে শিশুরা স্কুলে আসতে এবং বাকি শিক্ষার্থীদের সঙ্গে থাকতে আরও বেশি আগ্রহী হবে। বিশেষ চাহিদার সঙ্গে এইসব ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়গুলির আলাদা ব্যবস্থা করার বিবেচনা ইতিপূর্বে অনিশ্চিত ছিল।