infrastructure bengal

All Bengal villages to be illuminated by March 2017, says Power Minister

All Bengal villages will have power by March 2017. In a reply to a question in Assembly on Wednesday, the state power minister Sovandeb Chattopadhyay said the work on 100 per cent electrification in the state would be complete by March 2017.

He said the work of 100 per cent electrification in 11 districts was complete. In these 11 districts, all places will now be illuminated after sunset.

Overall 98 per cent of the task is complete in the state. The remaining two per cent would also be completed by the end of the current financial year, Chattopadhyay said.

“Power cut has become a thing of the past since 2012-13,” Chattopadhyay said adding that Chief Minister Mamata Banerjee had dreamed of a state where there would be power supply to each and every household. Moreover, there should be no power cuts. The situation has improved a lot in the past five and half years and it would improve further.

 

২০১৭ র মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী

২০১৭ সালের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুতায়নের ১০০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।

১১টি জেলার কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ১১ টি জেলার সব জায়গা সূর্যাস্তের পরও আলোকিত থাকবে।

রাজ্যের প্রায় ৯৮% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি ২ শতাংশ কাজ চলতি আর্থিক বছরেই শেষ হয়ে যাবে, জানান মন্ত্রী।

তিনি জানান, ২০১২-২০১৩ সাল থেকে লোডশেডিং এখন অতীত হয়ে গেছে। রাজ্যের কোথাও কোন লোডশেডিং হবে না এবং রাজ্যের প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। গত পাঁচ বছরের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে।

State will have no load-shedding this Puja season: Bengal Power Minister

The festive season will see no load-shedding in Bengal, said State Power Minister Sobhandeb Chatterjee, on Sunday. The State Power department is all prepared to light the city and villages in the festival season.

“We are a power surplus state now. We are ready with the infrastructure of zero power cuts during Durga Puja. There should not be any problem,” the Minister said.

West Bengal has recorded surplus power. West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has surplus power, measuring around 1,000 MW, informed the Minister.

The Minister also added that the State can sell the power to other states and distribute the power to national power grid (Power Grid Corporation of India Limited). The State produces around 30,000 million units. The State either banks the surplus power outside or sells it to power exchanges.

The Government has also been developing a power bank. With the addition of new power units the total power generation in Bengal will get a boost and the state will be able to supply surplus power to other states.

 

 

পুজোয় রাজ্যে লোডশেডিং হবে না: বিদ্যু९ মন্ত্রী

এ বছর পুজোর সময় কোনো বিদ্যু९-ঘাটতি হবে না। মাননীয় বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এ কথা জানান। উত্সবের দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলকে আলোকিত রাখতে প্রস্তুত রাজ্য বিদ্যু९ পর্ষদ।

“আমাদের রাজ্যে এই মুহুর্তে অতিরিক্ত বিদ্যু९ মজুদ আছে, আমাদের এখন যা পরিকাঠামো আছে, তাতে কোনো বিদ্যু९ ঘাটতি হবে না ও কোনো ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না” জানালেন মন্ত্রী।

তিনি আরো জানান, রাজ্যের কাছে অতিরিক্ত বিদ্যু९ মজুত আছে, রাজ্য বিদ্যু९ পর্ষদ প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যু९ তার ভাঁড়ারে বাঁচিয়ে রেখেছে।

তিনি বলেন, রাজ্য এখন অন্যান্য রাজ্যকে বিদ্যু९ বিক্রি করতে পারে বা national power grid (Power Grid Corporation of India Limited) কে বিদ্যু९ বিলি করতে পারে। রাজ্য মোটামুটি ৩০ হাজার মিলিয়ন ইউনিট বিদ্যু९ তৈরী করে, বেশি হলে  তারা বাইরের বিদ্যু९ ব্যাঙ্কে তা জমা করে বা বিক্রি করে।

রাজ্য বিদ্যু९ ব্যাঙ্ক তৈরীর কাজ শুরু করে দিয়েছে। নতুন কেন্দ্রগুলি তৈরী হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিদ্যু९ উ९পাদন বাড়বে ও অতিরিক্ত বিদ্যু९ অন্যান্য রাজ্যকে বিক্রি করতে সক্ষম হবে।