After forming a separate development board for the transgender people in the State, the Bengal Government is coming up with the exhibition store Sneho Nir. Dedicated to the transgender people, the store at Gokhale Road near Rabindra Sadan will exhibit and sell products made by transgender Self Help Groups (SHG) across the State.
Sneho Nir, opening this Pujas, offer various product including handicrafts, food, junk jewellery and several other handmade products.
There are plans to offer online purchase of the products once the flagship store gains popularity. Besides exhibiting and selling homemade products, Sneho Nir will also provide counselling to women who are victims of social violence.
রূপান্তরকামীদের জন্য মুখ্যমন্ত্রীর পুজোর উপহার “স্নেহনীড়”
আগেই রূপান্তরকামীদের জন্য পৃথক একটি উন্নয়ন বোর্ড গঠন করেছিল। এবার তাদের জন্য একটি প্রদর্শনী কেন্দ্র ‘স্নেহনীড়’ এর আয়োজন করছে রাজ্য সরকার।
রাজ্যের সকল রূপান্তরকামী স্বনির্ভরগোষ্ঠীগুলোর তৈরি জিনিসপত্রের বিপণন কেন্দ্র “স্নেহনীড়” খুলবে রবীন্দ্র সদনের কাছে গোখেল রোডে। শুধু রুপান্তরকামী নয়, সমাজে পিছিয়ে পড়া মহিলাদের তৈরি জিনিসও পাওয়া যাবে এখানে।
এই পুজোয় হস্তশিল্প, খাদ্যদ্রব্য, জাঙ্ক জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে খুলবে “স্নেহনীড়”। সকল দ্রব্যের দাম হবে সকলের আয়ত্তের মধ্যে।
“স্নেহনীড়” জনপ্রিয়তা অর্জন করলে, এই সকল দ্রব্য থাবা বসাবে অনলাইনের বাজারেও। প্রদর্শন ও বিক্রীর পাশাপাশি এই “স্নেহনীড়” সামাজিক শোষণ ও হিংসার স্বীকার মহিলাদের কাউন্সেলিং করবে। কেউ হাতের কাজ শেখার প্রশিক্ষণ চায়, তাও প্রদান করবে “স্নেহনীড়”। এর ফলে আরও অনেক মহিলা স্বনির্ভর হতে পারবেন।
Source: 365 Din