Bengal Govt to provide space to set up banks in rural areas

The Bengal government will help by providing basic infrastructure like space to set up banks in villages where they are yet to be established, the state Finance Minister Dr Amit Mitra has said.

Dr Mitra held a meeting with the top brass of all banks and chambers of commerce at Nabanna on Monday. Senior officials of the state government were also present at the meeting in which district magistrates gave their views on the matter through a video conference. Chief Minister Mamata Banerjee had expressed her concerns over the issue of villages in Bengal without banks while presiding over an administrative review meeting in Howrah on Friday. She had also expressed her wish to be present at the Finance minister’s meeting but couldn’t as she had to leave for Delhi before it was conducted.

Dr Mitra said that it was decided in the meeting that the state government will be providing basic infrastructure to set up banks. The government will provide space of around 300 to 400 square feet in panchayats and other office buildings where branches of nationalised banks could be set up. The first issue that came up at the meeting was that there are around 706 gram panchayats and 359 villages with a population exceeding 5,000 that do not have any bank.

The district magistrates have been asked to file a report stating the availability of space in such villages that can be given to banks to set up their branches. A detailed report on this issue has to be submitted within the next 15 days. The Chief Minister had recently also expressed concerns that farmers were not getting loans despite having Kisan Credit Cards (KCC). Both the issues came up during the meeting held at the state Secretariat on Monday. A decision has been taken to take the necessary steps to ensure that loans are sanctioned to KCC card holders.

At present, farmers having KCC are entitled to loans of Rs 37,091 and a new target has been set to give them a loan of Rs 50,000. Each of the SHGs gets loans of Rs 1.48 lakh. In 2016-17, a target was set to give a loan of Rs 3,263 crore to SHGs but Rs 3,417 crore was instead given as loan to the SHGs. In Monday’s meeting, issues like the Artisan Credit Card and the setting up of more micro ATMs and ATMs in rural areas have also been discussed.

 

রাজ্যের সব গ্রামে ব্যাঙ্ক তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের সমস্ত গ্রামেই এবার ব্যাঙ্ক গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার।  সোমবার এই মর্মে অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,গ্রামাঞ্চলে ব্যাঙ্ক গড়ে তুলতে রাজ্য সরকার ৩০০ থেকে ৪০০ স্কোয়ার ফুট করে জায়গা দেবে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা করতে।

রাজ্যের যে ৭০৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্ক নেই ,সেখানে ব্যাঙ্ক গড়ে তুলতে গেলে কি ধরণের পরিকাঠামোর প্রয়োজন তারই বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের। এছাড়া ও আর ও যে ৩৫৯ টি গ্রাম চিহ্নিত হয়েছে ,যেখানে জনসংখ্যা ৫ হাজারের বেশি ও আশপাশের ৫ কিলোমিটাররে মধ্যে কোনও ব্যাঙ্ক নেই সেই সমস্ত জায়গার রিপোর্ট আগামী ১০দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের।

গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকার সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রামের সাধারণ মানুষের এই বাস্তব সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের কাছে। গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকায় জন্য গ্রামের কৃষকদের কৃষাণ ক্রেডিট  কার্ডে ঋণ পেতে বা স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাঙ্ক ঋনের টাকা পেতে প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনকি ক্ষুদ্র ও কুঠির শিল্পে সরকারি ঋনের টাকা পাওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবারই অর্থমন্ত্রী অমিত মিত্র সমস্ত বণিকসভার প্রতিনিধি ,একাধিক ব্যাঙ্কের প্রতিনিধি ও রাজ্যের সমস্ত দফতরের সচিব ও প্রধান সচিবদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল করা হয়েছিল।

রাজ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বতেও কিষান ক্রেডিট কার্ড ,স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋন প্রদান বা ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যের সাফল্য চোখে পড়ার মতো।

 

 

Bengal Govt to provide tabs to SHGs for paddy procurement

State Food and Supplies department has decided to provide tabs to various Self Help Groups through whom the department would procure paddy.

State Food and Supplies Minister announced the scheme at a programme in Nadia. He said that around 10,000 Self Help Groups would be engaged from whom the state government would procure paddy at a price fixed by the government. Each Self Help Group would be given a tab so that the work can be done more smoothly.

He said that the matter relating to the procurement of paddy would be decided in the block or district level. Various blocks would shift the responsibility to the mouza level where these Self Help Groups would manage various issues.

One Self Help Group will be assigned to take care of three mouzas. One person in the Self Help Group will have the responsibilities to collect all the paddies from the mouza. Then they will inform the department which will take the paddies from them through the rice mills. Around Rs 32 per quintal paddy would be given as the wage to the Self Help Groups as commission.

 

 

ধান সংগ্রহ করতে স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেবে রাজ্য সরকার

ধান সংগ্রহ করতে এবার স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেবে রাজ্য খাদ্য সরবরাহ দপ্তর।কাজ আরও সহজ করতে  তাদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য সরবরাহ দপ্তর।

নদিয়ায় একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী। তিনি জানান, প্রায় দশ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের এই কাজে নিয়োজিত করা হবে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে একটি করে ট্যাব দেওয়া হবে যাতে তারা আরও সহজে কাজ করতে পারে।

তিনি বলেন, ধান সংগ্রহ করার বিষয়টি ব্লক বা জেলা পর্যায়ে সিদ্ধান্ত হবে। বিভিন্ন ব্লক এই দায়িত্ব মৌজাগুলিকে দিয়ে দিয়েছে যেখানে স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন বিষয় দেখাশোনা করে।

এক একটি স্বনির্ভর গোষ্ঠী ৩টি মৌজা পরিচালনার দায়িত্বে থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে একজন মৌজা থেকে ধান সংগ্রহের দায়িত্বে থাকবে। তারপর তারা দপ্তরকে জানিয়ে দেবে। চাল কলের মাধ্যমে দপ্তর সেই ধান সংগ্রহ করবে। প্রতি কুইন্টাল ধান ৩২ টাকা কমিশন হিসেবে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।

 

 

 

 

State Govt to bring self-help groups under insurance coverage

The State Co-operation Department is all set to bring self-help groups under insurance coverage to ensure their financial security in case there is any untoward incident. Different steps were taken on the inspiration of Chief Minister Mamata Banerjee to promote the work of the Self Help Groups in Bengal.

Interestingly, 95 per cent of the loan which was given to the Self Help Groups has been recovered in the last financial year. There are around 1.95 lakh Self Help Groups registered with the state co-operation department. If everything goes as planned, the task of the bringing them under the security coverage will be done in the current fiscal.

With the Chief Minister’s initiative to introduce Biswa Bangla brand to promote the goods manufactured by the small scale enterprises and Self Help Groups in the state, the business of the groups have sustained growth in the past five years.

Unlike the erstwhile Left Front government that had just set up some stalls in government offices and complexes to promote the produce of the Self Help Groups, Mamata Banerjee government had taken major steps for promotion of the same not only in the local market but in other states and abroad.

 

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য কোঅপারেটিভ দফতর এবার যেকোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনতে চলেছে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যে ঋণ দেওয়া হয়েছিল বিগত আর্থিক বছরে তার ৯৫ শতাংশই ফেরত পাওয়া গেছে। আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই মুহূর্তে রাজ্য কোঅপারেটিভ দফতরে নথিভুক্ত। সব কিছু ঠিকঠাক চললে এই বীমার অন্তর্ভুক্ত করার কাজটি চলতি আর্থিক বছরের মধ্যেই সম্পন্ন হবে।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরী হস্তশিল্প বিশ্ব বাংলার মাধ্যমে বিগত ৫ বছরে সারা বিশ্বে ব্যাবসায় সাফল্যের মুখ দেখেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্য এবং বিদেশেও ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার জন্য বিপণন কেন্দ্র খুলে দিয়েছে মমতা বন্দোপাধ্যায় পরিচালিত সরকার।

 

City livelihood centres launched to help urban poor, self-help groups

In a bid to generate employment opportunities and uplift the livelihood of the underprivileged people in the urban parts, the state government has decided to set up city livelihood centres (CLC) or Nagar Jibika Kendra.

With the setting up of the CLCs, members of self help groups (SHGs) will get information that will help them in marketing their products in a better way and as a result increase the chances of getting better prices for their products.
At the same time, unemployed youths in different districts can visit the CLCs in their respective areas to get job related information.
In the first phase, 28 such centres will come up at different places including Asansol in Burdwan; Krishnanagar, Nawadip and Kalyani in Nadia; Madhayamgram, Naihati, Barrackpore, Bongaon, Barasat, Basirhat, Kamarhati and Bhatpara in North 24 Parganas; Chinsurah, Uttarpara and Serampore in Hooghly; Haldia and Tamralipta in East Midnapore; Alipurduar; Englishbazar in Malda; Bankura and Uluberia in Howrah; Behrampore in Murshidabad; Kharagpur in West Midnapore; Purulia; and Jalpaiguri.
The centres will come up under the West Bengal State Urban Livelihood Mission.

দরিদ্র ও স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করার জন্য চালু হবে নগর জীবিকা কেন্দ্র

কর্মসংস্থানের সুযোগ তৈরী করার জন্য এবং গ্রামীণ অঞ্চলের সব রকম সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানুষের জীবিকা উন্নয়নের জন্য, রাজ্য সরকার সিটি লাইভলিহুড সেন্টার বা নগর জীবিকা কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সিটি লাইভলিহুড সেন্টার তৈরির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর (SHGs) সদস্যরা প্রয়োজনীয় তথ্য পাবেন যার মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্যদ্রব্য বাজারজাত করতে পারবেন এবং এর ফলস্বরূপ তাদের পণ্যের জন্য ভালো দাম পাবার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

একই সময়ে, বিভিন্ন জেলায় বেকার যুবকরা তাদের নিজ নিজ এলাকার সিটি লাইভলিহুড সেন্টার পরিদর্শন করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন।

প্রথম দফায়, বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন স্থানে ২৮ টি কেন্দ্র তৈরি হবে; কৃষ্ণনগর, নবদ্বীপ ও নদীয়াতে কল্যাণী; মধ্যমগ্রাম, নৈহাটি, ব্যারাকপুর, বনগাঁ, বারাসত, বসিরহাট, কামারহাটি ও উত্তর ২৪ পরগনা ভাটপাড়ায়; চুঁচুড়া, উত্তরপাড়া ও হুগলির মধ্যে শ্রীরামপুর; হলদিয়া ও পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত; আলিপুরদুয়ার; মালদহের ইংলিশবাজার; বাঁকুড়া এবং হাওড়ার উলুবেড়িয়া; মুর্শিদাবাদের বহরমপুর; পশ্চিম মেদিনীপুরের খড়গপুর; পুরুলিয়া ও জলপাইগুড়ি।

এই কেন্দ্রগুলি ওয়েস্ট বেঙ্গল আরবান লাইভলিহুড মিশনের অধীনে আসবে কেন্দ্রগুলি।

 

 

‘Muktidhara’ scheme for self-help groups to be launched in Nadia today

West Bengal Government has launched a new project “Muktidhara” for the overall development of the self-help groups on the initiative of Chief Minister Ms Mamata Banerjee. The project will be launched officially in Nadia district today at Krishnanagar by the State Consumer Affairs Minister Sadhan Pandey.

The Muktidhara project has been initiated to bring permanency in earning a livelihood, drive away poverty and financial improvement through Self Help Groups and Self-employment schemes.

The scheme aims to empower the financially backward classes, especially women and increase the family earnings, thus developing the means of livelihood. The project started off in the districts of Purulia and Paschim Medinipur and met with much success.

The self-help groups are being encouraged to produce lac, nuts, vegetables, create apiaries, make plates from sal leaves, produce puffed rice, and take up domestication and rearing of poultry, black Bengal goat, pigs and other dairy animals. Those SHGs registered under the scheme will be given training. In the first step, the SHGs are being given a loan to the tune of Rs 1.25 lakhs.

The project will soon be launched in all the districts of the State.