Bengal Govt launches pension for 3 lakh people deprived by Centre

More than three lakh people, who are likely to lose their pension because new guidelines issued by Centre, have found a helping hand in the West Bengal Government. The State government is launching a special pension scheme for them, funds for which will be completely provided by the Bengal government. Around 3.25 lakh people will be benefitted.

Under National Social Assistance Programme, several crores of people receive financial aid from the government. Senior citizens, widows, disabled people mainly receive assistance. Bengal’s ‘quota’ in this programme is 21.31 lakh. However, the number of eligible people is 23.4 lakh. The State’s repeated requests for increasing the quota have fallen on deaf ears. Moreover, as per the new guidelines by Centre, 1.15 lakh people in rural areas would lose these pensions.

The Bengal Government has instructed all Panchayats to make a list of the people who are losing their pension, and enrol them under the special pension scheme as soon as possible, so that they continue to receive their aid.

 

কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত সওয়া তিন লক্ষ দুঃস্থর জন্য ‘বাংলার বিশেষ ভাতা প্রকল্প’ চালু করল রাজ্য

 

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার জেরে পেনশন প্রকল্প থেকে বঞ্চিত সওয়া তিন লক্ষ বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য ‘বাংলার বিশেষ ভাতা প্রকল্প’ চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন। প্রকল্পের পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।

ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে দেশের বেশ কয়েক কোটি মানুষ ভাতা পান। মূলত দরিদ্র শ্রেণীর মানুষকে ন্যূনতম আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প। এই প্রকল্পগুলিতে প্রবীণ দরিদ্র নাগরিক, অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা দেওয়া হয়।

এই তিনটি স্কিমে রাজ্যের কোটা রয়েছে ২১ লক্ষ ৩১ হাজার। কিন্তু রাজ্যে এই স্কিমের আওতাভুক্ত হওয়ার যোগ্য মানুষের সংখ্যা ২৩ লক্ষ ৪০ হাজার। রাজ্যের আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের কাছে বার বার রাজ্যের কোটা বাড়ানোর আবেদন জানালেও কর্ণপাত করেনি কেন্দ্র। উল্টে প্রায় দু’মাস আগে তাদের দেওয়া নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গ্রামীণ এলাকার ১ লক্ষ ১৫ হাজার মানুষ এই ভাতা প্রকল্প থেকে বাদ যাচ্ছে।

প্রতিটি জেলার পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ভাতা প্রকল্প থেকে বাদ যাওয়া বাসিন্দাদের ব্লকভিত্তিক তালিকা প্রস্তুত করে বাংলার বিশেষ ভাতা প্রকল্পে তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। যাতে এক মাসের জন্যও তাঁরা ভাতা

Abhishek Banerjee appeals to the youth to help people in bank queues

Abhishek Banerjee on Sunday appealed to everyone, specially the younger generation to assist the elderly, physically challenged, pregnant women, labourers, farmers and workers in bank queues.

He wrote: “I urge everyone, especially the younger generation and all brothers and sisters of our state, to do our bit in assisting the elderly, the physically challenged, pregnant women, labourers, farmers, workers and all those who are very worried and do not know how to fill bank forms and physically lack the strength to stand in long queues.

Please reach out and help them. Let us help each other irrespective of caste, creed, religion and political affinity. Try and make drinking water arrangements outside ATMs and bank branches with the consent and approval central/state/local authorities. There’s no bigger religion in the world than HUMANITY.

Let’s rise up and do our bit for a better tomorrow.”

 

মানুষের পাশে থাকার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে বিশেষভাবে তরুণ প্রজন্মকে মানুষের পাশে থাকার আবেদন জানান। বৃদ্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, গর্ভবতী নারী ব্যাংক লাইনে দাঁড়িয়ে কৃষক ও শ্রমিকদের সহায়তা করার আবেদন জানান তরুণ প্রজন্মকে।

তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের যুবসমাজকে, যে তারা যেন জাতি, ধর্ম, রাজনৈতিক মতভেদ অগ্রাহ্য করে বয়স্কদের, প্রতিবন্ধিদের, গর্ভবতী মহিলাদের, শ্রমিকদের, চাষীদের এবং বাকি সকলকে যাদের লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই কিংবা যাদের ব্যাঙ্ক ফর্ম ভরার পদ্ধতি জানা নেই, উপযুক্ত সাহায্য করে। ওদেরকে এটিএম-র এবং ব্যঙ্কের বাইরে, উপযুক্ত প্রশাসনিক সম্মতি নিয়ে, পানীয় জলের সুব্যাবস্থা রাখার আর্জি জানাচ্ছি। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় আর কোনো ধর্ম নেই।

চলুন আমরা সবাই মিলে এক সুন্দরতর ভবিষ্যত গড়ার চেষ্টা করি।”

 

 

 

HIDCO to set up a habitat for senior citizens in New Town

West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to set up a habitat for senior citizens in New Town. This is for the first time when such a step has been taken by a state government agency.

Bengal Chief Minister Mamata Banerjee has named the project as Snehadiya. The foundation stone would be laid next week. Mackintosh Burn has been entrusted to construct the building which will come up on 1 acre of land situated opposite Swapno Bhor senior citizen’s park whose name has also been given by the Chief Minister. Altogether 102 rooms will be constructed along with a guest house comprising six rooms.

The time to complete the project is three years. It has been decided that 75 per cent of the price paid on entry will be refunded to the occupant or the heirs in case of a vacancy.  The cost of food and maintenance will be charged on a monthly basis.

This will be for the first time when a hydro therapy unit will be set up for the occupants.

As many elderly people suffer from Arthritis, knee related problems and joint pains, hydro therapy could be of great help as it reduces the pain and helps to regain muscular strength. It also helps to release stress and generates overall well being. Some good gymnasiums in the city have set up hydro therapy units for the members. .

The occupants are automatically eligible to be members of Swapno Bhor and use its library, games as well as take part in cultural activities.

It may be mentioned that Swapno Bhor, the senior citizen’s park is the one of its kind in the state. The two storey building houses a library, cafeteria, games room and an auditorium where cultural programmes and discussions of various topics are frequently held. There is a lush green lawn which is a special attraction and is being used by the morning walkers.

 

নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিডকো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হিডকো নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম কোন রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির নাম রেখেছেন ‘স্নেহাদীয়া’।

আগামী সপ্তাহে এই প্রকল্পটির শিলান্যাস হবে। ম্যাকিনটোশ বার্ন কোম্পানি এক একর জমির ওপর এই প্রকল্পটির নির্মাণের দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘স্বপ্নভোর’ নামক প্রবীণ নাগরিকদের জন্য করা পার্কটির বিপরীতে এটি গড়ে উঠবে। সব মিলিয়ে ১০২টি ঘর থাকবে এই প্রকল্পতে, অতিথিদের জন্য ৬টি ঘর রাখা হয়েছে।

এই প্রকল্পটি শেষ করতে সময়সীমা ধার্য করা হয়েছে তিন বছর। এখানে যারা থাকবেন, সেই সকল আবাসিকরা যখন তাদের ঘর খালি করে দেবেন, তখন তাদের জমা দেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত পাবেন। তাদের খাওয়া ও বাড়িটির রক্ষণাবেক্ষনের খরচ প্রতি মাসে নেওয়া হবে। এখানে আবাসিকদের জন্য হাইড্রো থেরাপির বন্দোবস্ত থাকবে, এই সুবিধাটিও একেবারে নতুন।

অনেক প্রবীণ নাগরিকরাই বাত ও অন্যান্য নানারকম ব্যাথার স্বীকার হয়ে থাকেন, হাইড্রো থেরাপির মাধ্যমে সেইসব রোগের অনেকটাই উপশম হবে বলে আশা করা যায়। এখানকার আবাসিকরা সরাসরিভাবে স্বপ্নভোর পার্কটির সদস্যপদ লাভ করবেন ও সেখাকার লাইব্রেরি ব্যবহার করতে পারবেন ও ওখানকার সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত বলা যেতে পারে, স্বপ্নভোর পার্কটি একেবারে অনন্য। এখানে একটি দ্বিতল বাড়িতে লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, গেমস রুম ও প্রেক্ষাগৃহ বর্তমান। এই প্রেক্ষাগৃহে প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হয়ে থাকে। এখানে বাড়িটির বাইরে চারপাশে একটি সবুজ চত্বর আছে, যেটি এখানকার মুখ্য আকর্ষণ, এখানে প্রাতঃভ্রমণকারী প্রতিদিন ভ্রমণ করতে আসেন।

 

Toll-free helpline for senior citizens in Bengal soon

A toll-free helpline will soon be introduced by the West Bengal government to provide assistance to senior citizens on the issues of health, legal and security.

“Senior citizens will be able to communicate using this toll-free number when they need any assistance be it on health issues or when there is any robbery at their houses,” state Women and Child Welfare Minister Shashi Panja said.

“There are several senior citizens who are not getting their pension on time…We have to look into that. We are also considering if senior citizens can be given any subsidy in ration or whether there can be a separate counter for them at hospitals or at places where they need to visit every month,” the minister said.

Stating that the state government is also planning to conduct counselling sessions for the elderly people to take care of their mental fitness. The state was also mulling over making legal assistance free for the community if needed, she said.

“The government is also thinking of training persons on Geriatric Care Management on whom the elderly persons can rely,” she said.

“We have prepared a draft on the entire matter and are waiting to send it to the Cabinet for its green signal,” she said.