West Bengal to observe Raksha Bandhan as Sanskriti Divas

West Bengal Government has decided to celebrate Raksha Bandhan festival as ‘Sanskriti Divas’.

On the initiative of the Chief Minister Mamata Banerjee, the State Youth Affairs Department will organise programmes in every block of the state.

Incidentally, the history behind this festival dates back to the year 1905 when the British Empire decided to divide Bengal province. During that time Rabindranath Tagore arranged a ceremony to celebrate Raksha Bandhan to strengthen the bond of love and togetherness between the Hindus and the Muslims of Bengal and fight against the British Empire unitedly.

West Bengal Government under Mamata Banerjee values the culture of unity and brotherhood in Bengal and always works towards maintaining the spirit of fraternity and solidarity amongst communities.

 

Image source 

 

বাংলা জুড়ে সংস্কৃতি দিবস হিসেবে পালিত হবে রাখি উৎসব

পশ্চিমবঙ্গ সরকার রাখি উৎসব ‘সংস্কৃতি উৎসব’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, রাজ্য যুবকল্যাণ বিভাগ রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে অনুষ্ঠানের আয়োজন করেছে।

উল্লেখ্য, রাখি উৎসবকে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয়। সেই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে হিন্দু ও বাংলার মুসলমানদের মধ্যে একতা প্রতিষ্ঠা করার জন্য এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সরকার একতা এবং বাংলায় ভ্রাতৃত্বের সংস্কৃতিকে মর্যাদা দিয়েছে এবং সবসময় সংহতি বজায় রাখার চেষ্টা করছে।