Bengal Chief Minister Mamata Banerjee today distributed bicycles under Sabuj Sathi project among the students of class IX in Siliguri.
During the event the Chief Minister said that the youths and students of today will build a new society in future; they will make Bengal the best.
“We want the students to stand on their feet in future. Never allow negative thoughts to fill your minds,” she told students at the rally.
The Chief Minister added, “35 lakh girls have been registered under Kanyashree. It is the No. 1 project for empowerment of girl child. We have increased the financial assistance under Sikkhashree scheme. We have allocated Rs 200 Cr for a merit cum means scholarship named after Swami Vivekananda.”
The BCW department has taken up a unique scheme to train up to 3000 local youths belonging to SC and ST to maintain and repair the bicycles that had been distributed. This will help them to become financially self reliant.
The Chief Minister hoped the current generation of students will produce more stalwarts like Rabindranth, Netaji or Acharya Jagadish Chandra Bose.
ছাত্র-যুবরাই বাংলাকে সেরা বানাবেঃ মুখ্যমন্ত্রী
আজ শিলিগুড়িতে সবুজ সাথী প্রকল্পের অধীনে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে শিলিগুড়ি মার্গারেট সিস্টার নিবেদিতা হাই স্কুলের ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকার পরিচালিত স্কুলগুলির নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এই প্রকল্পের অধীনে ৮০০ কোটি টাকা খরচ করে মোট ৪০ লক্ষ সাইকেল দেওয়ার পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ২৫০০০ সাইকেল বিতরণ করেছে।
এদিন প্রায় ১০০০০ সাইকেল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। শিলিগুড়ি মহকুমায় মোট ১৮৫৪৬ সাইকেল বিতরণ করা হবে। পুজোর আগেই যতটা সম্ভব সাইকেল বিতরণ করা হবে।
সভা মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন আজকের ছাত্র ও যুবসমাজ আগামীদিনের সমাজকে তৈরি করবে, তারাই বাংলাকে বিশ্বসেরা তৈরি করবে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা চাই ছাত্রছাত্রীরা নিজেদের পায়ে দাঁড়াক। তারা যেন কখনোও মনে খারাপ চিন্তাকে দানা বাঁধতে না দেয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রায় ৩৫ লক্ষ ছাত্রী কনাশ্রী প্রকল্পে আওতাভুক্ত হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য এটি দেশের এক নম্বর প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্পে আমরা আর্থিক অনুদান বৃদ্ধি করেছি। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত স্কলারশিপে জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ২০০ কোটি টাকা”।
অনগ্রসর কল্যাণ বিভাগ প্রায় ৩০০০ তপসিলি জাতি ও উপজাতির যুবকদের জন্য একটি প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে, এর মাধ্যমে তাদের বাইসাইকেল সারানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা সম্ভব হবে।
তিনি আশা করেন, বর্তমান ছাত্র সম্প্রদায় থেকে আরেকজন নেতাজি, রবীন্দ্রনাথ, আচার্য জগদীশ চন্দ্র বসু উঠে আসবে।