WB Govt plans ropeway service at Buxa Fort in north Bengal

The West Bengal Tourism Department, in a bid to attract tourists, is planning to set up the fourth ropeway in the State, between Rajabhatkhawa village and Buxa Fort in Kalchini block, Alipurduar district. It will be the second ropeway service for tourists in north Bengal, after the one in Darjeeling.

In recent times, the Tourism Department has taken initiatives to set up ropeways in Mukutmanipur in Birbhum district and in the Ayodhya Hills in Purulia district, the latter a part of Jangalmahal.

Once the ropeway service connecting Buxa Fort becomes functional, 14 villages in that area will be befitted from the increased tourist footfalls.

Incidentally, the historic Buxa Fort has been attracting much more tourists after road networks were revamped by the present Government.

 

পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর উত্তরবঙ্গের বক্সা ফোর্টে রোপওয়ে চালু করছে

অযোধ্যা, মুকুটমণিপুর, দার্জিলিং পাহাড়ের পর এবার রাজ্যের চতুর্থ রোপওয়ে তৈরি হতে চলেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বক্সাতে৷ পর্যটনে নতুন দিশা আনতে এবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বক্সা ফোর্টে চালু হচ্ছে রোপওয়ে।

এই রোপওয়ের মাধ্যমে রাজাভাতখাওয়া গ্রামকে বক্সা ফোর্টের সঙ্গে যুক্ত করবে।

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের সান্তলাবাড়ি থেকে বক্সা কোর্ট পর্যন্ত রাস্তারও আমূল সংস্কার ও বক্সা কোর্টের ঠিক পাশেই পর্যটকদের থাকার জন্য আধুনিক লজ নির্মাণ হবে৷ এ কথা জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷

সম্প্রতি রাজ্য পর্যটন বিভাগ জঙ্গলমহলের মধ্যে মুকুটমণিপুর এবং অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করার জন্য উদ্যোগ নিয়েছে।

একবার এই রোপওয়ে চালু হয়ে গেলে ১৪টি গ্রাম সহ এলাকার সকলে এবং পর্যটকরা যথেষ্ট উপকৃত হবে।

উল্লেখ্য,বর্তমান সরকার সড়ক পথ তৈরি করার পর বক্সা ফোর্ট তার ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে।