The rhinos of Bengal will soon get two new homes in the northern part of the state. Owing to “excess“ population of the one-horned rhino in two national parks of north Bengal – Jaldapara and Gorumara – the State is planning to relocate a few animals to two new locations.
State Forest Mnister said they have identified two areas in Buxa Tiger Reserve and Cooch Behar’s Patlakhawa, which can be developed as rhino reserves. The state is waiting for a clearance from the Centre before finalizing the plan.
“We have more than 255 rhinos in Jaldapara and Gorumara. The number is more than the carrying capacity of both parks. Hence, we are planning to relocate a few rhinos,“ the minister said.
While Jaldapara is home to about 200 of these rhinos, Gorumara has more than 50 of them.
গণ্ডারদের থাকার জন্য দুটি নতুন জায়গা তৈরির পরিকল্পনা করছে বন বিভাগ
রাজ্যের উত্তর অংশে গণ্ডারদের জন্য শীঘ্রই দুটি থাকার জায়গা তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গের জলদাপাড়া এবং গোরুমারায় একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে রাজ্যের বনদপ্তর তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যের বন মন্ত্রী বলেন, তারা বক্সা টাইগার রিজার্ভ এবং কোচবিহারের পাতলাখাওয়ায় দুটি জায়গা চিহ্নিত করেছে, যেখানে গণ্ডার সংরক্ষণ করা সম্ভব হবে। রাজ্য এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার আগে এখন কেন্দ্রের অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
মন্ত্রী বলেন, “জলদাপাড়া এবং গোরুমারায় ২৫৫ টি গণ্ডার রয়েছে। এলাকা অনুযায়ী গণ্ডারের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেজন্য আমরা গণ্ডারগুলিকে স্থানান্তরিত করার পরিকল্পনা করেছি”।
জলদাপাড়ায় গণ্ডারের সংখ্যা ২০০ হলে গোরুমারার গণ্ডারের সংখ্যা আরও ৫০টি বেশি।