She may be away but her heart is in Bengal. In the midst of her busy schedule at Munich in Germany to showcase Bengal as an investment destination, Chief Minister Mamata Banerjee did not forget her responsibility in managing coordination with her cabinet colleagues in Kolkata in view of the flood threat in the state in the backdrop of heavy rain in the last 24 hours.
The Chief Minister called up State irrigation minister Rajib Banerjee on Tuesday morning from Munich and instructed him to interact with Damodar Valley Corporation (DVC) authorities to prevent excessive water release from DVC dams in the state that might worsen the situation.
Within minutes of the Chief Minister’s call from Munich the entire state secretariat of Nabanna got transformed into a virtual war room. The Minister instructed officials of his department to ensure constant watch on the river embankments round the clock till the time the flood threat is completely averted.
“The situation is not that alarming yet. But we are maintaining constant vigil. Now, everything will depend on how far DVC cooperates by showing restraint about water release,” the Minister said.
Besides the state irrigation department, the state disaster management department was also kept on high alert. Department officials were instructed to ensure that different rescue teams be ready for emergency. Relief items like tarpaulin, dry food and medicines have been kept ready in adequate amount, confirmed an officer of the state disaster management department. Leave for the staff and officers of both the state irrigation and disaster management departments have been cancelled till further orders.
জার্মানিতে বসেও বাংলার বন্যার খবর নিলেন মুখ্যমন্ত্রী
সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর মন সারাক্ষণ বাংলাতেই পড়ে থাকে, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জার্মানির মিউনিখে শিল্প সম্মেলনে ব্যস্ত কর্মসূচীর মধ্যেও তিনি তাঁর দাওিত্ব ভুলে যাননি। প্রতিনিয়ত তিনি গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যা সংক্রান্ত সব রকম পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং কলকাতার মন্ত্রীসভার সব মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সব খোঁজ-খবর নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মিউনিখ থেকে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসির) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।
মিউনিখ থেকে মুখ্যমন্ত্রীর ফোন আসার কিছু সময়ের মধ্যেই জেলা শাসক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বন্যা সংক্রান্ত সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, “পরিস্থিতি এখনোও তেমন ভয়ংকর নয়। কিন্তু আমরা প্রতিনিয়ত সতর্ক থাকছি। ডিভিসি কতটা জল ছাড়ছে তাঁর ওপর পরিস্থিতি নির্ভর করছে”।
রাজ্যের সেচ বিভাগের পাশাপাশি, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও উচ্চ সতর্ক ব্যবস্থায় বজায় রাখছে। বিভাগের কর্মকর্তারা বিভিন্ন উদ্ধারকারী দলগুলিকে সবরকম জরুরী অবস্থার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত পরিমানে ত্রিপল, শুকনো খাবার ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।