This 14-minute film showcases the stories of the people of Bengal and represents the true value of development achieved in the State.
Nandita Das, a bright young student from Nadia, can now travel to her school easily thanks to the cycle she received under Sabuj Sathi. Kanchan Rang is part of Anandadhara with 10,000 other women in Bishnupur and received goats, chickens and ducks to sustain her livelihood. She is a happy woman today and takes pride in providing for the education of her sons and daughter. Kazi Abu Sajjad, a farmer from Hooghly, is happy that farming activities have become more productive with the help of the new machines he received.
These are only a few stories in this film. Watch the video to know more stories from Nadia, South 24 Parganas, Kolkata and Hooghly.
Watch this episode to know more about #RealBengal Real Stories
বাংলার সাধারণ মানুষদের নিয়ে একটি ১৪ মিনিটের ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির সঞ্চালনায় রয়েছেন জুন মালিয়া।
নন্দিতা দাস নদিয়ার এক স্কুল ছাত্রী, এখন সে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে খুব সহজেই স্কুলে যেতে পারছে। কাঞ্চন রং আনন্দধারা গ্রুপের সঙ্গে যুক্ত যে গ্রুপে প্রায় ১০০০০ মহিলা কাজ করে। আর একজন মহিলা যিনি বিষ্ণুপুরে থাকেন তিনি ছাগল, মুরগী, হাঁস এসব পেয়েছেন। এসব পেয়ে আজ তিনি খুব ভালোভাবে তার জীবনযাপন করছেন। আজ তিনি খুব খুশি এবং এখন তিনি তার ছেলেমেয়েদের পড়াশোনা শেখাতে পারছেন। কাজি আবু সাজ্জাদ হুগলি জেলার এক কৃষক এখন কৃষিকাজের জন্য মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পেয়ে আজ তাদের চাষবাসের অনেক সুবিধা হয়েছে। বাংলার মানুষের জীবন-যাপনের মান এখন অনেক উন্নত হয়েছে। আজ সমগ্র বাংলা হাসছে।
এগুলো এই ফিল্মের কয়েকটি কাহিনী। নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা এবং হুগলির আরও কাহিনী জানার জন্য ভিডিওটি দেখুন।