#RealBengal Real Stories: New film on south Bengal

This 14-minute film showcases the stories of the people of Bengal and represents the true value of development achieved in the State.

Nandita Das, a bright young student from Nadia, can now travel to her school easily thanks to the cycle she received under Sabuj Sathi. Kanchan Rang is part of Anandadhara with 10,000 other women in Bishnupur and received goats, chickens and ducks to sustain her livelihood. She is a happy woman today and takes pride in providing for the education of her sons and daughter. Kazi Abu Sajjad, a farmer from Hooghly, is happy that farming activities have become more productive with the help of the new machines he received.

These are only a few stories in this film. Watch the video to know more stories from Nadia, South 24 Parganas, Kolkata and Hooghly.

Watch this episode to know more about #RealBengal Real Stories

 

বাংলার সাধারণ মানুষদের নিয়ে একটি ১৪ মিনিটের ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির সঞ্চালনায় রয়েছেন জুন মালিয়া।

নন্দিতা দাস নদিয়ার এক স্কুল ছাত্রী, এখন সে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে খুব সহজেই স্কুলে যেতে পারছে। কাঞ্চন রং আনন্দধারা গ্রুপের সঙ্গে যুক্ত যে গ্রুপে প্রায় ১০০০০ মহিলা কাজ করে। আর একজন মহিলা যিনি বিষ্ণুপুরে থাকেন তিনি ছাগল, মুরগী, হাঁস এসব পেয়েছেন। এসব পেয়ে আজ তিনি খুব ভালোভাবে তার জীবনযাপন করছেন। আজ তিনি খুব খুশি এবং এখন তিনি তার ছেলেমেয়েদের পড়াশোনা শেখাতে পারছেন। কাজি আবু সাজ্জাদ হুগলি জেলার এক কৃষক এখন কৃষিকাজের জন্য মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পেয়ে আজ তাদের চাষবাসের অনেক সুবিধা হয়েছে। বাংলার মানুষের জীবন-যাপনের মান এখন অনেক উন্নত হয়েছে। আজ সমগ্র বাংলা হাসছে।

এগুলো এই ফিল্মের কয়েকটি কাহিনী। নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা এবং হুগলির আরও কাহিনী জানার জন্য ভিডিওটি দেখুন।

#RealBengal Real Stories – How Pooja Mahali moved a step closer to fulfilling her dream

Trinamool Chairperson Ms Mamata Banerjee today shared the first story out of a series of 40 new short films that highlight the development and growth Bengal has witnessed over the last four and a half years.

The series is called #Real Bengal Real Stories and features genuine tales from real people.

“This series of short films is a shining testimony of how dreams have been fulfilled in our state,” she wrote on her Facebook page.

One such story will be shared every day on her Facebook page.

The first story of the series is about Pooja Mahali from Alipurduar. It was her dream to pursue higher education in Hindi medium. She is closer to achieving her dream because of the new Hindi College set up in Banarhat.

“With Didi’s blessings, we are smiling and entire Bengal is smiling,” Pooja says in the short film.

Click here to watch the film.

 

পূজা মাহালির স্বপ্নপূরণের কাহিনী

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ফেসবুক পেজে একটি ‘শর্ট ফিল্ম’ শেয়ার করেন। গত সাড়ে পাঁচ বছরে পশ্চিমবঙ্গে যে বিপুল উন্নয়ন ও প্রগতি হয়েছে তা তুলে ধরতে ৪০টি এমন ভিডিওর একটি ‘সিরিজ’ তৈরী করা হয়েছে।

#প্রকৃতবাংলা প্রকৃত কাহিনী শীর্ষক এই সিরিজের কাহিনী গুলো সবই প্রকৃত মানুষের। “এই সিরিজটি বাংলার মানুষের স্বপ্নপূরণের প্রমাণ,” ফেসবুক পেজে লেখেন জননেত্রী। প্রত্যেক দিন ওনার ফেসবুক পেজে এরকম একটি করে ভিডিও প্রকাশিত হবে।

এই সিরিজের প্রথম কাহিনীটি আলিপুরদুয়ার জেলার বাসিন্দা পূজা মাহালির। পূজার স্বপ্ন ছিল হিন্দী ভাষাতে আরও পড়াশোনা করার। বানারহাটে যে নতুন হিন্দী কলেজ সস্থাপিত হয়েছে তার ফলে পূজা নিজের স্বপ্নপূরণের দিকে এক ধাপ এগিয়ে গেছেন।

“দিদির আশীর্বাদে আমরাও হাসছি, সারা বাংলাও হাসছে,” ভিডিওতে মন্তব্য পূজার।

পুরো ভিডিওটি দেখুন এখানে

#RealBengal Real Stories

New series of short films: how good governance has changed people’s lives

Over the last four and a half years there has been unprecedented growth and development across West Bengal. From Darjeeling to Jangalmahal, Cooch Behar to Kakdwip, Sagar to Sitalkuchi – people are smiling.

Presenting #RealBengal Real Stories. True stories of how good governance has changed people’s lives. Real people share their stories in this new series.

These stories were easy to find, thanks to four and a half years of good governance and hard work.

From teenage girls to housewives, from doctors and entrepreneurs to senior citizens, from women who have been empowered through self-help groups to folk artistes who have got due recognition, from farmers who have increased their productivity to Kolkatans who have more reasons to cheer…

This series of short films is true testimony of how dreams have been fulfilled in #RealBengal.

One new film will be posted every day. Here is the first film: https://goo.gl/ZzV7x5

 

#প্রকৃতবাংলা প্রকৃত কাহিনী

সুশাসনের ফলে মানুষের জীবনে আসা পরিবর্তনের কাহিনী তুলে ধরতে একটি নতুন ভিডিও সিরিজ

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব এক উন্নয়নের জোয়ার এসছে। দার্জিলিং থেকে জঙ্গলমহল, কোচবিহার থেকে কাকদ্বীপ, সাগর থেকে শীতলকুচি – বাংলার মানুষ হাসছে।

এই কাহিনীগুলো খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ সাড়ে চার বছরের সুশাসন ও কঠোর পরিশ্রমের ফলে এরকম নিদর্শন রাজ্যে রয়েছে ভুরি ভুরি।

ছাত্রী থেকে গৃহবধু, ডাক্তার-উদ্যোগপতি থেকে বর্ষীয়ান নাগরিক, স্বনির্ভর গোষ্ঠীর দৌলতে স্বাবলম্বী হওয়া মহিলা থেকে নিজেদের প্রাপ্য সম্মান প্রাপক লোকশিল্পীরা, বর্ধিত উত্পাদনের ফলে খুশি কৃষক থেকে কলকাতাবাসীরা যাদের এখন খুশি হওয়ার কারণ বেড়েছে …

এই সিরিজটি বাংলার মানুষের স্বপ্নপূরণের প্রমাণ।

আজ থেকে রোজ প্রকাশিত হবে একটি করে কাহিনী। আজকের কাহিনীটি দেখুন এখানে: https://goo.gl/ZzV7x5