As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.
The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.
The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.
The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.
পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।
‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।
অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।
শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।
Source: Anandabazar Patrika