Tourists visiting the Hills this April or May will get to walk through the original forest area of Darjeeling.. The wildlife division is set to revive four popular trekking routes that have now become mostly unused.
An initiative of chief minister Mamata Banerjee, the wildlife division is working on a project to renovate the Nature Interpretation Center (NIC) at Tiger Hill and revive the four trekking paths.
The trekking routes to be revived are:
- 5.5 km Tiger Hill-Rambhi path, which is one of the oldest of the region,
- 7 km Tiger Hill-Chatakpur,
- 6 km 3rd Mile-Dabaipani and
- Keventer’s Road-Tiger Hill, butterfly trail.
The routes offer birding experience and, if lucky, one can catch glimpses of wild animals too. The wildlife division has started training locals as guides to help tourists with the trails that will officially be open to the public from May.
রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিঙে পুনরুজ্জীবিত হতে চলেছে ট্রেকিং
পর্যটকদের জন্য সুখবর। এবছরের মে মাস থেকে দার্জিলিঙে থাকছে নতুন চমক। এবার থেকে পর্যটকরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে পারবেন। বন্যপ্রাণ বিভাগ ৪টি প্রায় অবলুপ্ত ট্রেকিং রুটকে পুনরুজ্জীবিত করতে চলেছেন।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বন্যপ্রাণ বিভাগ টাইগার হিলের নেচার ইন্টারপ্রিটেশান সেন্টারের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে।
যে ৪টি ট্রেকিং রুট নতুন করে চালু হবে সেগুলি হলঃ-
- ৫.৫ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-রাম্ভি পথ
- ৭ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-চতকপুর
- ৬ কিঃ মিঃ দীর্ঘ থার্ড মাইল-ডাবাইপানি
- কেভেন্টার্স রোড-টাইগার হিল বাটারফ্লাই ট্রেল
এই রুটগুলিতে নানারকম পাখির পাশাপাশি বন্য প্রাণীরও দেখা মিলতে পারে। বন্যপ্রাণ বিভাগ ইতিমধ্যেই স্থানীয় লোকজনদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে যাতে মে মাসে আনুষ্ঠানিকভাবে রুটগুলি চালু হলে তারা পর্যটকদের জন্য গাইডের কাজ করতে পারে।