Bengal Government is organising state-wide programmes to observe ‘Sanskriti Dibas’ on the occasion of Raksha Bandhan.
The State Youth Services and Sports Department is hosting the programme following the directions of Chief Minister Mamata Banerjee. In 1905, Rabindranath Tagore had observed Raksha Bandhan as a mark of unity between Hindus and Muslims when the British decided to divide Bengal.
‘Sanskriti Dibas’ is being observed in 341 Blocks, 117 municipalities, six Municipal Corporations and in all the 144 wards of the Kolkata Municipal Corporation (KMC).
It may be mentioned here that Chief Minister Mamata Banerjee has time and again spread the message of unity and harmony at various public meetings; she has urged people to uphold the spirit of Bengal which stands for peace, progress and prosperity.
রাজ্য জুড়ে রাখী বন্ধন উৎসবকে ‘সংস্কৃতি দিবস’ হিসেবে উদযাপন করছে বাংলা
গত ২১ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার শহীদমঞ্চে রাখী পূর্ণিমার দিনটিকে সংস্কৃতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেই মত রাজ্যের সর্বত্র একযোগে আজ এই উৎসব পালিত হবে।
রাজ্য যুব ও ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এই অনুষ্ঠানের আয়োজন করছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন ব্রিটিশরা। সেই সিদ্ধান্তের প্রতিবাদে হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার্থে রাখী বন্ধন অনুষ্ঠান পালন করেন কবিগুরু।
৩৪১টি ব্লকে, ১১৭টি মিউনিসিপালিটিতে ও ৬টি কর্পোরেশন ও কলকাতার ১৪৪টি ওয়ার্ডে পালিত হবে সংস্কৃতি দিবস। রাখীবন্ধনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদানের মতো সামাজিক কর্মসূচিও নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী তাঁর প্রতি জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন, তিনি জনগণকে বাংলার চিরাচতির সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে ও বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানান।