A Media Centre and work stations for journalists were inaugurated at the Press Club, Kolkata on Saturday evening by IT minister Bratya Basu. Three sixth generation computers and a laptop have been provided by the Information Technology Department of the Bengal Government for the centre.
Press Club president Snehashis Sur said that even though mobile phones had become an important means of communication, the Media Centre would still be of immense help to newspersons on the move for filing their stories, especially those who are unable to carry laptops wherever they go. “The club is located right next to the central business district of the city. The Media Centre would be very convenient for them to drop by and send their stories and articles instead of going all the way to their offices to do so,” he said.
The minister had been requested by the club secretary to assist in setting up the Media Centre when he had visited the Press Club in May this year to speak at a workshop on Digital Journalism. He had then assured the help of the IT Department towards this. “Now, with this inauguration, the Government has given a Puja gift to the Press Club,” a club official said.
At present, the club relies on a broadband connection for its internet needs. But a strong wi-fi network would be set up soon. The centre would also be open to photographers who need to send news pictures quickly.
If required, journalists would also be able to refer to all newspapers, files of which are kept at the club, while writing their stories. The Media Centre would generally be open from 2pm till 9.30pm, the club president said.
কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হল মিডিয়া সেন্টার ও ওয়ার্ক স্টেশনের
রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য একটি মিডিয়া সেন্টার ও ওয়ার্ক স্টেশনের উদ্বোধন করেন।
তথ্যপ্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে তিনটি ‘sixth generation’ কম্পিউটার ও একটি ল্যাপটপ প্রদান করা হয় ওই সেন্টারকে। এই মিডিয়া সেন্টারটি খোলা থাকবে দুপুর ২টো থেকে রাত ৯:৩০ পর্যন্ত। এই মুহূর্তে প্রেস ক্লাবে আছে ব্রড ব্যান্ড পরিষেবা; খুব শীঘ্রই ওয়াই ফাই পরিষেবা চালু হবে এখানে।
প্রেস ক্লাবের সভাপতি বলেন, যদিও আজকের যুগে মোবাইল ফোন যোগাযোগের অন্যতম মাধ্যম, তবুও এই মিডিয়া সেন্টারটি সাংবাদিকদের খুব কাজে দেবে। যাদের কাছে সর্বক্ষণ ল্যাপটপ থাকেনা, তারা অনায়াসেই এই সেন্টারে বসে তাদের খবর ফাইল করতে পারবেন।
তিনি বলেন, “এই ক্লাবটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মিডিয়া সেন্টারে এসে সাংবাদিকরা খুব সহজেই তাদের খবর লিখে অফিসে পাঠিয়ে দিতে পারবেন।”
গত মে মাসে ডিজিটাল সাংবাদিকতার ওপর কর্মশালায় যোগ দিতে যখন তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রেস ক্লাবে যান, ক্লাবের সেক্রেটারি তখন এই মিডিয়া সেন্টার তৈরী করতে সহযোগিতার আবেদন রাখেন মন্ত্রীর কাছে। মন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন।
ক্লাবের এক আধিকারিক বলেন সরকার সাংবাদিকদের পুজোর উপহার দিল।