To boost the production of eggs in the state, the Bengal Government has decided to start incentive schemes for rearing chicken and ducks, including an one-time subsidy of up to Rs 8 lakh.
Bengal currently has a production of 1.7 crore eggs per day. The State Government is eager to become self-sufficient in egg production, and hence the special incentives have been decided upon at a recent meeting.
These incentives would also enable the creation of employment opportunities.
For those setting up poultry farms, a large part of the amount spent on electricity and land registration would be given back in the form of incentives. Additionally, for every 10,000 chickens and/or ducks that are raised in a farm, a subsidy of Rs 8 lakh would be provided.
হাঁস-মুরগি পালনে লগ্নি করলে ভর্তুকি
হাঁস-মুরগি পালন বা পোলট্রি শিল্পের জন্য বিশেষ উৎসাহ প্রকল্প (ইনসেন্টিভ স্কিম) ঘোষণা করল রাজ্য সরকার।
রাজ্যে প্রতিদিন প্রায় ১.৭ কোটি ডিম উৎপন্ন হয়। কিন্তু চাহিদা ২.৬ কোটির মতো। চাহিদা মেটাতে ভিন্ রাজ্য থেকে প্রতিদিন প্রায় এক লক্ষ ডিম আমদানি করতে হয়। উৎসাহ প্রকল্প চালু করে যদি বেকারদের এই শিল্পে আনা যায়, তাতে ডিমের চাহিদা মেটানো যাবে, আবার কর্মসংস্থানও হবে।
ডিম উৎপাদনের জন্য পোলট্রি ফার্ম তৈরি করলে বিদ্যুতের বিল এবং জমি রেজিস্ট্রেশন বাবদ খরচের একটি বড় অংশ ভর্তুকি হিসেবে পাবেন ব্যবসায়ী। এ ছাড়াও প্রতি ১০ হাজার মুরগি বা হাঁস পালনে ফার্ম-পিছু এককালীন আট লক্ষ টাকা ভর্তুকি দেবে সরকার।
Source: Anandabazar Patrika