Three more police districts to be set up in Bengal

The Bengal Government has decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

The decision was approved during the State Cabinet meeting at Nabanna on Tuesday.

The Kakdwip police district will be setup with 19 police stations including 9 in the Kakdwip sub-division. The Diamond Harbour police district will include all the police station of the sub-division and that of the Alipore sub-division. The Baruipur police-district will include all the police stations of the Baruipur sub-division.

The move will ensure better communication and fast response by the police force in case of any emergency regarding law and order situation.

 

ঝাড়গ্রামের পরে তৈরি হচ্ছে আরও তিনটি পুলিশ জেলা

ঝাড়গ্রামের পরে রাজ্যে আরও তিনটি পুলিশ জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব ক’টিই হবে দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তিন পুলিশ-জেলা অনুমোদন পেয়েছে। কাকদ্বীপ পুলিশ জেলা গড়া হচ্ছে কাকদ্বীপ মহকুমার ন’টিথানা-সহ ১৩টি থানা নিয়ে। ডায়মন্ড হারবার পুলিশজেলায় ওই মহকুমার সব থানা ছাড়াও থাকবে কলকাতার লাগোয়া আলিপুর মহকুমার থানাগুলি। আর বারুইপুর মহকুমার সব থানা নিয়ে হবে বারুইপুর পুলিশ জেলা।

প্রশাসনের একাংশ জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা হলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা।