WB CM writes to Centre on drastic reduction of kerosene share

Chief Minister Mamata Banerjee on Friday wrote to the Centre seeking intervention as there had been a drastic reduction in the share of kerosene for West Bengal since April 2016.

In her letter to the Union Minister of State (Independent Charge) for Petroleum and Natural Gas, the Chief Minister stated that “since April 2016, there has been drastic reduction in allocation (of kerosene oil by the Central Government for the State of West Bengal) which will cause grave distress to consumers in remote and tribal areas and will adversely affect the poor, schedule caste, schedule tribe, minority community and the economically weaker sections of society.”

She further stated in the letter that the State Government has cancelled 1.41 crore fake ration cards and has thus ensured that only the “targeted population” gets the benefit. The Chief Minister requested the Union Minister to take the necessary and urgent steps so that the State gets its allocated 78,608 kL of kerosene as it “existed in March 2016.”

 

কেরোসিনের বরাদ্দ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রেশনে কেরোসিনের বরাদ্দ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে এবং বিষয়টি পুনরবিবেচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে রাজ্যের গরিব, তফসিলি জাতি উপজাতি সহ সমাজের দুর্বল অংশের জন্য যে কেরোসিন তেল বরাদ্দ হয়েছে তার সরবরাহ সঠিক ভাবে করছে না কেন্দ্র। ফলে এইসব মানুষগুলি কেরোসিন তেল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি চিঠিতে এও জানান যে পশ্চিমবঙ্গ প্রায় ১ কোটি ৪১ লক্ষ জাল রেশন কার্ড বাতিল করেছে। এ রাজ্যে কেরোসিন তেলের কম সরবরাহের বিষয়টি দেখার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করে বলেন ৭৮,৬০৮ কেএল রাজ্যের জন্য বরাদ্দ কেরোসিন সঠিকভাবে এ রাজ্যকে সরবরাহ করা হোক।

Trinamool supports GST Bill in Lok Sabha

Trinamool Congress today supported the The Constitution (One Hundred and Twenty-Second Amendment) Bill, 2014 in Lok Sabha that paves the way for Goods and Services Tax. Chief Whip of the party in Lok Sabha, Kalyan Banerjee said the party supports the Bill broadly, while maintaining that the States must receive adequate compensation.

“GST should not be levied on petroleum products. Apprehensions of States must be appropriately addressed,” he argued. Kalyan Banerjee added that States should be treated at par with Centre & should have power to impose sales tax over and above GST on tobacco products.

He also said, “since revenue of States will depend on the inter-State transactions, they should have authority to verify transactions.”

Click here for the full transcript