Atmosphere of political, religious intolerance in the country: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Thursday said that an atmosphere of religious and political intolerance prevailed in the country.

While addressing a public meeting in Jamboni, West Midnapore, she said, “The entire country is witnessing religious and political intolerance. In Bengal we do not believe in this. We follow what people like Ramkrishna and Vivekananda said.

“We will not tolerate any kind of communal division. In Bengal, we don’t discriminate among people according to their religion. Five years ago, people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears,” she added.

Stating that Bengal will not tolerate politics of communalism and riots, Mamata Banerjee said she took pride in the fact that “only Bengal can celebrate both Durga Puja and Muharram harmoniously”. The chief minister pledged to take the state to new heights of glory.

On Friday, reacting to Centre’s decision to take a private news channel off-air for a day, she tweeted, “NDTV ban is shocking. If Govt had issues with Pathankot coverage,there are provisions available. But ban shows an Emergency-like attitude.”

 

দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে: মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন যে সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। জামবনির এক জনসভায় তিনি বলেন, বাংলায় মারা মানুষে মানুষে বিভেদ করিনা। আমরা রামকৃষ্ণ-বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি।

তিনি জোর গলায় বলেন যে বাংলা দাঙ্গাবাজদের ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন একমাত্র বাংলাতেই দুর্গা পুজো এবং মহরম একই সাথে শান্তিতে ও সৌহার্দের সাথে পালিত হয়।

শুক্রবার যখন খবরে প্রচারিত হয় যে কেন্দ্র একটি বেসরকারি হিন্দি চ্যানেলের ওপর একদিনের জন্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, তিনি বিস্ময় প্রকাশ করে টুইট করেন, “এনডিটিভির ওপর নিষেধাজ্ঞায় আমি বিস্মিত। পাঠানকোটে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সরকারের আপত্তি থাকলে অন্য পন্থাও নিতে পারতো সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা যেন জরুরি অবস্থার সমান।”