Bengal Govt running special ‘Pariseba’ Scheme for the backward classes

Till September 22, the State Backward Classes Welfare Department is running a special scheme to benefit people belonging to the backward classes in Bengal.

The scheme, named ‘Pariseba’, was started a few days back, and is meant to be a pre-Puja gift for the less privileged people of the state.

Through the special beneficiary distribution scheme, bicycles, modern sophisticated instruments for agriculture and educational equipment will be distributed amongst the backward classes in all the 341 blocks.

Chief Minister Mamata Banerjee has launched numerous government schemes since coming to power in 2011. Almost every strata of society and every age group, from children to old people, have been covered by the various schemes. Some like Kanyashree and Nirmal Bangla have even won international acclaim.

 

 

অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ ‘পরিষেবা’ প্রকল্প রাজ্যের

 

আগামী ২২শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য একটি বিশেষ প্রকল্প চালাচ্ছে।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পরিষেবা, অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য রাজ্য সরকারের একপ্রকার পুজোর উপহার। এই প্রকল্পের মাধ্যমে ৩৪১টি ব্লকে অনগ্রসর শ্রেণীর মানুষদের সাইকেল, কৃষিকাজের অত্যাধুনিক যন্ত্রপাতি, শিক্ষার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

২০১১তে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রকল্প চালু করেছেন। সমাজের প্রতি স্তরের, সকল বয়সের প্রায় সকলকেই কোনও না কোনও প্রকল্পের আওতায় আনা হয়েছে। কন্যাশ্রী ও নির্মল বাংলা প্রকল্প অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি।

 

Source: Millennium Post