Bengal’s ‘Para Boithak’ at panchayats to be a national model

The unique ‘Para Boithak’ (neighbourhood meetings) initiative of the Bengal Government at panchayat level will become a national model, as per the director general of National Institute of Development and Panchayati Raj (under the Union Ministry of Rural Development). This initiative has been named ‘Sahabhagi’.

The State Panchayat Department is now framing guidelines for the initiative that other States can follow. In this initiative, rural people can put forth their suggestions regarding development at these meetings. In Bengal, these meetings have witnessed huge participation of women.

In the past, the Centre also praised the performance of Bengal in terms of construction of rural roads, 100 Days’ Work and Mission Nirmal Bangla.

 

রাজ্যে গ্রামীণ এলাকার পাড়া বৈঠককে গোটা দেশে ‘মডেল’ করতে চায় কেন্দ্র

রাজ্যের গ্রামীণ এলাকার পাড়া বৈঠককে অন্য রাজ্যে মডেল করতে চায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তার জন্য একটি রূপরেখা বা গাইডলাইন তৈরি করতে রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাড়া বৈঠকের মাধ্যমে মানুষের মতামত নিয়ে উন্নয়নের পরিকল্পনা তৈরি করার জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতীরাজ-এর ডিরেক্টর জেনারেল রাজ্যে পঞ্চায়েতের কাজকর্ম দেখতে আসেন। তিনি বারুইপুরের হরিহরপুর এবং বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পাড়া বৈঠক দেখে বিস্মিত হন। সেই পাড়া বৈঠকে মহিলাদের উপস্থিতি এবং উন্নয়নের কাজে এলাকাবাসীর মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণের পদ্ধতি দেখে তিনি এই উদ্যোগের প্রশংসা করেন।

পঞ্চায়েতে তৃণমূল স্তরের কাজকর্মে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সংস্থার ওই কর্তা অন্য রাজ্যের জন্য ‘গাইডলাইন’ তৈরি করে দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তরের কর্তাদের অনুরোধ জানান ।

পাড়া বৈঠকের মাধ্যমে মানুষের মতামত নিয়ে গ্রামের উন্নয়নের রূপরেখা বা পরিকল্পনা তৈরী করা হয়। রাজ্যের পঞ্চায়েত দপ্তর তার নাম দিয়েছে সহভাগী প্রক্রিয়া।

এর আগে কেন্দ্রের এক প্রতিনিধি দল গত মাসে রাজ্যের পাঁচটি জেলায় ১০০ দিনের কাজ দেখে পঞ্চায়েত দপ্তরের ভূয়সী প্রশংসা করেছিল। প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও মিশন নির্মল বাংলার কাজও। রাজ্যের গ্রামীণ এলাকায় যে উন্নয়নের কাজ চলছে, প্রশংসার মোড়কে তা-ই কার্যত স্বীকার করে নিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।