Withdraw the draconian decision of demonetisation: Trinamool at All Party Meet

Trinamool Congress today urged the Centre to withdraw the draconian decision of demonetisation for the time being and give people some breathing space.

Trinamool voiced its concerns about this ‘financial emergency’ at an All-Party Meeting ahead of the Winter Session of Parliament. Sudip Bandyopadhyay (Leader of the party in Lok Sabha) and Derek O’Brien (Leader of the party in Rajya Sabha) represented Trinamool at the meeting.

“Trinamool was the first party to submit a Suspension Notice in Rajya Sabha on November 10. We are happy other parties followed us,” Sudip Bandyopadhyay said.

“We outlined the suffering of the common people due to demonetisation. We maintained that a proper plan of action is needed before proceeding. This is a hasty, unprepared decision” he added.

“Trinamool is not in favour of black money. We are the first party to wear black shawls in Parliament as a mark of protest,” said the veteran leader.

Trinamool also raised the issues of surgical strike in Jammu & Kashmir, federalism, state funding of elections and OROP implementation at the meet. The party also demanded that the Citizenship Bill be withdrawn.

As the All Party Meet began, Sudip Bandyopadhyay announced that Trinamool Congress has now been recognised as a National Party. This announcement was greeted with thumping of desks by representatives of all parties.

 

নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিতঃ সর্বদল বৈঠকে তৃণমূল

আজ সর্বদল বৈঠকে নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তকে প্রত্যাহার করার এবং সাধারণ মানুষকে আর কিছু সময় দেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল।

সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে দেশে অর্থনৈতিক জরুরী অবস্থা চলছে বলে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন তৃণমূলের প্রতিনিধি হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস প্রথম দল যারা রাজ্য সভায় সাসপেনশন নোটিস দিয়েছে। আমরা খুশি যে অন্য দলেরাও আমাদের অনুসরণ করেছে।

তিনি আরও বলেন, “নোট বাতিলের জন্য সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এই প্রক্রিয়া চালু করার আগে একটি সঠিক পরিকল্পনা করার প্রয়োজন ছিল। এটা একটা হঠকারী সিদ্ধান্ত”।

সাংসদ জানান, “তৃণমূল কালো টাকার পক্ষে নয়। আমরাই প্রথম দল যারা সংসদে কালো শাল গায়ে দিয়ে কালো টাকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে”।

এদিন সর্বদল বৈঠকে জম্মু ও কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ইস্যু, যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো, নির্বাচনী সংস্কার, ওআরওপি বাস্তবায়ন এই সব বিষয়ও উত্থাপিত করে তৃণমূল কংগ্রেস। এদিন নাগরিকত্ব বিল প্রত্যাহার করার দাবিও জানায় তৃণমূল।

সর্বদল বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস এখন জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সব দলের প্রতিনিধিরা তাদের অভিনন্দন জানান।

 

Trinamool supports OROP demand by ex-servicemen

Ex-servicemen, who are on a relay hunger strike at Jantar Mantar in New Delhi for the implementation of One Rank One Pension (OROP), today reached out to West Bengal Chief Minister and Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee.

They handed over a letter written to Mamata Banerjee, seeking her support for their cause.

Leader of AITC Parliamentary Party in the Rajya Sabha and Chief National Spokesperson, Derek O’Brien met the protestors on behalf of Mamata Banerjee earlier today. He spent about one hour at Jantar Mantar speaking to the veterans. He lent support to their cause on behalf of Trinamool Congress.

The ex-servicemen were given several assurances in the past, as recently as 2013 and 2014, regarding the implementation of OROP; the assurances have still not been fulfilled.

“This letter will reach Mamata di and she will even consider visiting them when she is next Delhi,” Derek said.

Trinamool will extend all support to the agitation by ex-servicemen and raise the issue both in and outside Parliament.