In order to make fresh and non-toxic food items available to residents, the West Bengal Agricultural Marketing department is going to set up an organic market. The market will be established in one of the most popular places near Kolkata, the Eco Park in New Town.
An 18 cottah plot beside the township’s major arterial road was allotted by Hidco to the State Agricultural Marketing department for setting up an organic market in New Town. The market will be large since the size of the land allotted is huge.
The market will be set up at Eco Park in New Town, near the park’s gate number 4. Various products such as vegetables, rice, dal, tea, spices and other edible products, all organically grown, will be sold at this market. The state government’s idea is to reach out to people with these healthy food items. Only government approved quality organic food, grown by farmers across the State, will be sold at this particular market, therefore they will be healthy. Organic manure and organic pesticides are only used to make these products and no chemical pesticides are used.
The idea has been floated and approved as a pilot project. The project is expected to be completed in more than one year.
নিউ টাউনের ইকো পার্কে অর্গানিক মার্কেট তৈরি করছে রাজ্য সরকার
রাজ্যবাসী যাতে টাটকা ও বিষমুক্ত খাবার পেতে পারেন তাই কৃষি বিপণন বিভাগ একটি অর্গানিক মার্কেট চালু করছে। এই বাজারটি তৈরি হবে কলকাতার কাছে জনপ্রিয় জায়গা নিউ টাউনের ইকো পার্কে।
নিউ টাউনে এর জন্য বরাদ্দ জমির পরিমান ১৮ কাঠা। ভবিষ্যতে আরও বেশি জমি পাওয়া গেলে বাজারের আয়তনও বৃদ্ধি করা হবে।
ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে এই মার্কেটটি তৈরি হবে। বিভিন্ন রকমের পণ্যদ্রব্য – যেমন শাক-সবজি, ডাল, চা, মশলাপাতি – সহ আরও অনেক জৈব পদ্ধতিতে তৈরি পণ্যদ্রব্য বিক্রি হবে এই বাজারে।
রাজ্যবাসীর কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের উদ্দেশ্য। জৈব পদ্ধতিতে রাজ্যের চাষীদের তৈরি খাদ্যশস্য যা সরকার দ্বারা অনুমোদিত দ্রব্যই বিক্রি হবে এই বাজারে।
একমাত্র জৈব সার ও জৈব কীটনাশকই ব্যবহার করা হবে এই খাদ্যশস্য উৎপন্ন করতে, কোনরকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।
এটি একটি পাইলট প্রকল্প। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।