A historic day says CM after Assembly passes resolution to change name of State

West Bengal Assembly today passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English. Terming this as historic, Chief Minister Mamata Banerjee greeted the people of the State.

“I am sure people will be happy with the name ‘Bangla’ or Bengal. There was a need for ‘branding’ for Bengal. Our intention is to make Bengal the best in the world,” she said.

When asked if the new name will cause confusion with Bangladesh, CM replied: “There is a Punjab in Pakistan also. There is no confusion over Bangla and Bangladesh.”

She slammed the Opposition for playing politics over the name of the State. She said, “They have committed another historic blunder. Congress has become a frontal organisation of the CPI(M).”

Paying homage to the icons and stalwarts related to Bengal, she said in future the government will also come up with a logo for the State.

 

রাজ্যের নাম পাল্টে হল ‘বাংলা’ – ‘ঐতিহাসিক দিন’ বললেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হল। নতুন নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। আজকের এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ এই নামকে মানুষ সমর্থন করবে এবং মানুষ এতে খুশি হবে। বাংলার ব্র্যান্ডিং এর দরকার ছিল। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য’।

রাজ্যের নামের সঙ্গে বাংলাদেশের নামের বিভ্রান্তির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। বাংলা ও বাংলাদেশের মধ্যে কোন confusion নেই”।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে রাজ্যের নাম বদল নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে।  এটা ওদের আর একটি ঐতিহাসিক ভুল। কংগ্রেস এখন সিপিএমের ফ্রন্টাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

যে সকল মনীষীরা যুগ যুগ ধরে বাংলাকে গর্বিত করেছে তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে সরকার বাংলার একটি লোগো তৈরি করা হবে।

 

 

Mamata Banerjee tears into Central Govt. Here are 10 things she said

Mamata Banerjee tears into the Central Government. Here are 10 things she said:

  • The situation in the country is worse than Emergency now.
  • In the name of cooperative federalism, opinions of States are being bulldozed. This is dictatorship. This is against spirit of Constitution. The Centre is not taking States on board. We have never faced such discrimination before. Is the Centre following Presidential form of government? Where is federalism?
  • The Centre’s Kashmir policy failed. Their diplomacy is a disaster. Pakistan issue has become worse because of the Centre’s failure. I believe apart from Finance, Rail, Defence and External Affairs, Centre should not have any other subject in its jurisdiction. In the name of external affairs, the Centre goes on foreign trips. Rail Budget is also being done away with.
  • If States pay most of the funds, why should the schemes be named after leaders of the ruling party in the Centre. I have never seen a more arrogant Central Government. Do they want to do away with State governments? The Centre wants to control how States spend their Budget money? They want to appoint a person to State treasury. Why? They want to control the functioning of the States even at BDO level. Why will we allow that?
  • Few days ago, the Union Finance Minister paid tributes to Netaji on his “death anniversary”. Are these mistakes or planned actions? Bhashan on social media can get you votes. But what about nation-building? BJP is a hi-tech publicity oriented party. Under Narendra Modi’s government, the entire country has lost freedom again.
  • We are protesting against the Centre’s interference. We are being victimised. We will approach the President of India about the Centre’s undue interference in the business of States.
  • Federal structure is being bulldozed by the unilateral, arbitrary action of the Centre. This is a dangerous ‘red’ signal to stop democratic system. If the Centre does not correct its course, we will be forced to hit the streets.
  • Inflation is up. Development projects for weaker sections are stagnant. There is controversy over GDP numbers. Narendra Modi suddenly went to Pakistan on their PM’s birthday. Surprise visit. Many things happened after that. Total mishandling. In the name of gau-raksha there is violence across the country.
  • The Centre will be strengthened if the States are empowered.
  • Tamil Nadu has also expressed strong opinion on various issues. We will discuss with other Opposition-ruled States. Every party must come together to fight unitedly against the attempts by Modi Govt to thwart the federal structure.

Five things Mamata Banerjee said at the West Bengal Assembly

Chief Minister Mamata Banerjee lashed out at the Opposition in the State Assembly for creating ruckus in the House and disrupting the course of business.

As the leader of the ruling party in the Assembly, she spoke during a discussion on the Governor’s Address.

 

 

Here are five things Mamata Banerjee said at the Bengal Assembly

1. There are some rules and regulations that need to be followed in the House. The elections were concluded just recently and the Opposition has no right to threaten the functioning of the House. Individuals have the right to speech in a democracy, but the Opposition is grossly misusing this right.

2. Just because I have some issue against you does not mean that I will attack Sonia ji or Rahul Gandhi, that is my decency. I keep it in mind not to cross the lines of verbal attack. Similarly, I do not attack Buddhadeb or Jyotibabu personally.

3. The Trinamool Congress is fighting the BJP and the CPI(M) ideologically and the fight will continue in the time to come.

4. Bengal has lagged behind over the years and we must be more positive in the Assembly and the Opposition should be constructive and provide guidance for more development in the state. It is the Assembly”s responsibility towards the young generation to provide them with a bright future. The Opposition must join us in doing more constructive work in the House.

5. The Centre has been slashing budgets for ICDS, Sarva Shiksha Abhiyan and for the development of the Jangalmahal areas. Despite all odds, we are carrying on with these programmes. We had come to power with a huge burden of debt, in the last five years we have taken loans of 1,13,000 crore out of which 94,000 crore was spent in repaying the debt left by the Left government. The center is pushing the states into a debt trap. The Center should call for a meeting of the debt-ridden states like Punjab, Kerala and Bengal.

 

শিষ্টাচারে দেউলিয়া হয়ে গেছেন আপনারা: বিধানসভায় বিরোধীদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় তীব্র ভাষায় বিরোধীদের কটূক্তির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের নেত্রী হিসেবে এদিন তিনি রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছিলেন।

বিরোধীদের উদ্দেশ্যে যে পাঁচটি বিষয় মুখ্যমন্ত্রী বলেন সেগুলি হল:

বিধানসভার একটা ঐতিহ্য, পরম্পরা আছে। এত ঔদ্ধত্য যে এখানে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন। গণতন্ত্র কথা বলার সুযোগ দিয়েছে মানে তার অপব্যবহার করা উচিত নয়। কথার লক্ষ্মণ রেখা অতিক্রম না করা উচিত নয়।

আপনারা আমার বিরুদ্ধে কুমন্তব্য করেছেন তার মানে এই নয় যে, আমি আপনাদের নেত্রী সোনিয়া গান্ধীর নামেও একই কথা বলব। এটাই শিষ্টাচার। শিষ্টাচারে দেউলিয়া হয়ে গেছেন আপনারা। কংগ্রেস দলটাকে সাইনবোর্ডে পরিণত করেছেন। জোট করতে গিয়ে দলটাকে শেষ করেছেন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুকে কোনওদিন খারাপ কথা বলিনি।

কংগ্রেসের সঙ্গে জোট আমাদের ন্যাচারাল চয়েস ছিল। মুলায়ম-মায়াবতীর সঙ্গে জোট করতে পারি, এনডিএ র সঙ্গে জোট করেছিলাম, কিন্তু সিপিএমের সঙ্গে কখনোও জোট হতে পারে না। বিজেপির সঙ্গে নীতিগত লড়াই চলছে, চলবে। সিপিএমের সঙ্গে লড়াই চলবে, যদিও সব বাম দল খারাপ নয়। কংগ্রেসের সাইনবোর্ডটা খুলে সিপিএমকে দিয়ে দিন।

বাংলা অনেক পিছিয়ে গেছে। আমাদের আরও ইতিবাচক হওয়া উচিত। আরও গঠনমূলক হতে হবে, কিভাবে ভালো কাজ করা যায় আমায় সে ব্যাপারে পরামর্শ দিন। আজ যদি কাজ না করতে পারি তবে কবে করব? কাজ না করলে ক্ষমা করবে না নতুন প্রজন্ম।

এরপর বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেনার পাহাড় মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম। ৫ বছরে ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছি। ৯৪ হাজার কোটি টাকা দেনা মেটাতেই চলে গেছে। সর্বশিক্ষা, ICDS, জঙ্গলমহলের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ঠিকমতো প্যাকেজ দিচ্ছে না। রাজ্যগুলি ঋণের ফাঁদে জড়াচ্ছে কেন্দ্র”। পাঞ্জাব, বাংলা, কেরালার মতো কেন্দ্রীয় সরকারের ঋণে জর্জরিত রাজ্যগুলিকে নিয়ে একটি পৃথক আলোচনা সভা করার আহ্বান করেন তৃণমূল নেত্রী। বাংলাকে বিশ্বসেরা করতে বিরোধীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

Mamata Banerjee speaks on the conspiracies hatched by the Opposition against Trinamool Congress – FULL TRANSCRIPT

Whenever it is election season in Bengal, the Opposition engages in falsehoods, conspiracies, slander and misinformation; canards are spread against us. In other states political battles are fought only at the time of polls; there is no politics over developmental works. However, in Bengal a section of the media and the Opposition only believes in smear campaign.

A section of the media has already started its smear campaign but, according to me, this is a manufactured conspiracy; it is concocted and there is involvement of foreign money in this case.

So many political parties have joined hands to take on Mamata Banerjee and Trinamool Congress in the polls. Even then, they need black money from foreign soils to blackmail us. They do not have any ethical right to continue in politics.

Why are they so afraid?What are they afraid of? I have always maintained that our political opponents should fight us politically. Let them challenge us on development; let them compete with us on the plank of development and progress.Judge us on the parameter of work done;judge us on the basis of our performance. But the Opposition is afraid to do that.

In the last five years we have transformed Bengal. People now are proud to say that they belong to Bengal.But CPI(M), Congress and BJP, with the help of some agencies with vested interests, want to paint a negative picture of the State through continuous conspiracies. Sometimes they stage riots to sow seeds of division between people.

This operation has all the signs of a conspiracy, hatched with the help of foreign funds. I have my doubts on the authenticity of the incident. I think they are concocted. I have doubts over the involvement of the Trinamool Congress with this case.

This person had conducted a similar affair earlier, but couldn’t prove the allegations. There was a lot of illegality involved. What credibility does that person have to question Trinamool Congress, just before the elections?

If the operation was conducted in 2014, what stopped the agency from broadcasting the tapes for two years? Why were they sleeping on it? Was it because they wanted to malign us just before the Assembly polls as they know that they will not be able to defeat us in any other way?

If you cannot defeat her, beat her up and murder her – this is always their plan. Since they cannot defeat me politically, they are maligning my party. I have reached the position I am in now after years of struggle; 99 per cent of my party workers are hard-working.They are trying to malign all these people. It is not always possible to control the rest one per cent; that is also the case for any family. If we come to know of any such malicious activities we always take action. We never authorise anyone to collect money on behalf of party like this.

The BJP, the Congress and the CPI(M) have enough party funds to run an election campaign; they have a lot of moveable and immoveable assets. Trinamool Congress, on the other hand, is a political party which is not-so-well-off financially. We just about manage to fulfil our election expenses with whatever little we have. We depend on membership fees and whatever else people give us. I think our budget is the smallest among the political parties in India.

People of Bengal can see through the intentions of the Opposition; they cannot tackle us politically; so they are up to dirty tricks. Money power, muscle power, mafia power, and media (some sections not all) power have ganged up along with central agencies to malign the character of Mamata Banerjee.

We want an investigation into the whole incident; let there be an investigation about the people who are using foreign money and black money to try and blackmail Trinamool leaders.

The main target of these vested interests is not the 2016 Assembly but the 2019 general election. They are afraid that Mamata Banerjee might have a say in the power centres in Delhi too. Mamata Banerjee does not seek power. I was born in Bengal, have lived in Bengal and would die in Bengal too. I love Bengal and I love to work for its people. If they, who have no hold over their tongues, can question the integrity of a person like me, one can only imagine what they would say about others.

They cannot counter us in any way – be it on principles, on philosophy, on culture or on purity of thought. So they have only one job now – to malign us, to spread canards. They should reflect on their actions. No matter how hard they try they will get a big ZERO.

CPI(M), Congress and BJP have already created a rainbow alliance against me. What else do they want? Even a section of the media is supporting them. Why do they still need to create a scam? I challenge them to prove all the allegations. If they cannot, they must leave politics.

I demand that the authenticity of this video be investigated. Where did the money come from? Was foreign money involved? Have they become so ideologically bankrupt that they need foreign black money to malign me?

Was there a deal? Who struck the deal, if there was one? Which political party is behind the conspiracy? People of Bengal will give a fitting reply to all the conspiracies during the elections.

 

বিরোধীদের কুৎসার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসে তখনই বিরোধীরা এইসব চক্রান্ত, ছলনা, কুৎসা, অপপ্রচার শুরু করে। অন্যান্য রাজ্যে রাজনৈতিক লড়াই শুধু নির্বাচনের সময় হয়, উন্নয়নের কাজে কেউ বাধা দেয় না। শুধুমাত্র বাংলাতেই বিরোধীদের সঙ্গে কিছু মিডিয়া মিলে একসাথে এই কুৎসা ও অপপ্রচার চালায়।

মিডিয়ার একাংশ ইতিমধ্যেই অপপ্রচার শুরু করে দিয়েছে। কিন্তু আমি মনে করি পুরো ঘটনাটাই সাজানো। পুরো ঘটনাটাই ম্যানুফ্যাকচারড। এর মধ্যে বিদেশি টাকা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য অনেকে হাত মিলিয়েছেন। তারপরও আমাদের ব্ল্যাকমেল করার জন্য তারা বিদেশ থেকে কালো টাকা আমদানি করছে। ওদের কোন নৈতিক যোগ্যতা নেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার।

ওরা কেন এত ভয় পায়? বিরোধীদের উচিত আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করা। তারা আমাদের সঙ্গে উন্নয়ন, প্রগতি, কাজের মাপকাঠি নিয়ে প্রতিযোগিতা করুক।

গত ৫ বছরে আমরা বাংলাকে বদলে দিয়েছি। এখন মানুষ গর্ব করে বলে যে তারা বাংলায় বাস করছে। বাংলার উন্নয়নের জোয়ার থমকে দিতে সিপিএম-কংগ্রেস-বিজেপি ক্রমাগত চক্রান্ত করে চলেছে। তারা কখনো দাঙ্গা করার চেষ্টা করছে, কখনো মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছে।

বিদেশি টাকায় ষড়যন্ত্র করে তৈরি করা হয়েছে এই ‘অপারেশন’। এই ঘটনার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। এই ঘটনায় আদৌ তৃণমূল নেতারা যুক্ত কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে।

শোনা যাচ্ছে যে এই ধরনের কাজ ভদ্রলোক আগেও করেছেন, কিন্তু অভিযোগগুলো প্রমানিত নয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে এরূপ প্রশ্ন করার বিশ্বাসযোগ্যতা কি এই ভদ্রলোকের আদৌ আছে?

যদি ২০১৪ সালে এই ‘অপারেশনটি’ করা হয়ে থাকে তাহলে ২ বছর আগে সংস্থাটি ভিডিওগুলো কেন প্রকাশ করল না? নির্বাচনে আমাদের হারাতে পারবে না, এটা জেনে আমাদের কালিমালিপ্ত করার জন্যই কি?

যদি আমাকে পরাজিত করা না যায় তাহলে মার, না হলে খুন করে দাও এটাই সবসময় ওদের মতলব। রাজনৈতিকভাবে আমাদের হারাতে পারবে না তাই সর্বদা আমাদের দলের চরিত্র হননের চেষ্টা। আমি এখন যে জায়গায় পৌঁছেছি তা বহু বছরের সংগ্রামের ফল। আমার দলের ৯৯% কর্মী সৎ, সর্বদা এদের চরিত্র হননের চেষ্টা চলছে। যেকোন পরিবারের এক শতাংশ সদস্যকে যেমন কখনো কখনো নিয়ন্ত্রণ করা যায় না এখানেও তাই। যদি কখনো কোনরকম অবাঞ্ছিত কোন ঘটনার কথা আমাদের কানে আসে আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এরকমভাবে দলের জন্য টাকা জোগাড়ের দায়িত্ব কখনোই কাউকে দেওয়া হয়নি।

বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের দলীয় তহবিলে প্রচুর টাকা আছে যা দিয়ে তারা নির্বাচনী প্রচার চালায়। ওদের প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে। তৃণমূল কংগ্রেস গরীব দল। আমাদের যেটুকু আছে তা দিয়েই আমরা নির্বাচনী প্রচারের খরচা চালাই। সদস্যপদের টাকা ও জনগনের অনুদানই আমাদের একমাত্র সম্বল। অন্য সকল রাজনৈতিক দলের থেকে আমাদের তহবিল সর্বাপেক্ষা কম।

বাংলার মানুষ বিরোধীদের আসল রূপ দেখছে। তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে পারেনা বলেই অপপ্রচার চালাচ্ছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার জন্য মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার ও কেন্দ্রীয় সংস্থাগুলি একজোট হয়েছে।

আমরা পুরো ঘটনার তদন্ত চাই।  বিদেশ থেকে আসা কালো টাকা ব্যবহার করে যারা তৃণমূল নেতাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

এদের মূল লক্ষ্য ২০১৬-র বিধানসভা ভোট নয়, ২০১৯ এর সাধারণ নির্বাচন। আমার ক্ষমতার ওপর কোন লোভ নেই। আমি বাংলায় জন্মগ্রহণ করেছি এবং বাংলাতেই মৃত্যুবরণ করব। আমি বাংলাকে ভালোবাসি এবং বাংলার মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। ওদের জিভে কোন লাগাম নেই, আমার সম্বন্ধে যদি এই প্রশ্ন করে,জানিনা অন্যদের সম্বন্ধে কি বলবে।

আমাদের কালিমালিপ্ত করা, আমাদের কুৎসা করা ছাড়া তাদের আর কোন কাজ নেই। তারা আয়নায় নিজেদের দেখুক, কি করছে তারা ভাবুক। ওরা যতই চেষ্টা করুক, পাবে তারা লাড্ডু।

সিপিএম-কংগ্রেস-বিজেপি ইতিমধ্যেই রামধনু জোট করেছে আমার বিরুদ্ধে। আর কি করতে চায় তারা? মিডিয়ার একাংশ এব্যাপারে তাদের সাহায্য করছে। আমি এই সব অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ জানালাম। যদি তারা প্রমান করতে না পারেন তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

আমি চাই এই ভিডিওর সত্যতা যাচাই হোক। কোথা থেকে এত টাকা এল? বিদেশি টাকা এর মধ্যে আছে কিনা? তারা কি আদর্শগতভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে বিদেশ থেকে কালো টাকা এনে আমার চরিত্র হননের চেষ্টা করছে?

লেনদেন কি সত্যিই হয়েছিল? হলে কাদের মধ্যে হয়েছিল? কোন রাজনৈতিক দল এই চক্রান্তের পেছনে আছে? আগামী নির্বাচনে এইসব প্রশ্নের যোগ্য উত্তর দেবে বাংলার মানুষ।

 

 

 

Congress didn’t give a penny to Bengal when it was in power at Centre: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee today slammed the Congress in a press conference at Trinamool Bhavan.

“Congress was in power at Centre till 2014. They did not help West Bengal with even a penny,” he said. Abhishek Banerjee added that when Mamata Banerjee was leading a people’s movement in Singur and Nandigram, no one came forward to support her.

“No party was there with Mamata Banerjee during Singur-Nandigram movement. No one came forward.”

He also slammed the Opposition for their constant slander against Trinamool led West Bengal Government. “Nothing happened in Bengal for 34 years. Now the Opposition is saying no work is being done,” he said.

Sujapur MLA Abu Naser Khan Chowdhury today joined Trinamool Congress. “Leaders of other parties are joining TMC because they are impressed with the work done by Mamata Banerjee,” commented Abhishek Banerjee after handing over the party flag to him.

We thank people of Bengal for foiling bandh culture: Partha Chatterjee

Secretary General of All India Trinamool Congress today thanked the people of West Bengal for foining the bandh called by Opposition parties. He said that the joint-production of the Opposition and a few media houses was rejected by the people.

“People stepped out of their homes, went to home. Universities conducted exams. Life was normal today. You cannot win hearts of people by calling bandhs. They are counter-productive, anti-progress,” he said.

Maintaining that the Opposition has no organisational strength, neither do they have the support of people, Partha Chatterjee thanked the administration for maintaining normalcy of life.

United Opposition leaves the Govt red-faced in RS

The government on Tuesday faced an embarrassment in the Rajya Sabha when an amendment moved by the Opposition to the President’s address over corruption and black money was passed.

Sukenddu Sekhar Roy had moved amendment no. 357 in the RS to the motion of thanks, saying there was no mention in the address on the failure of government to bring back black money. Another MP from the Opposition moved a similar amendment no. 233.

The united Opposition – Congress, Samajwadi Party, JD(U), TMC, BSP, BJD, DMK, CPI, Kerala Manila Congress and other parties – came together to pass the amendment through division.

There were 118 votes in favour of the amendment while 57 against it.

Reacting to the show of Opposition unity in the Upper House, National Spokesperson and Leader of Trinamool Congress in Rajya Sabha, Derek O’Brien said, “This wondrous parliamentary democracy of ours has a mechanism to deliver strong messages to the government. Today the united Opposition did just that.”

This is the fourth time in Rajya Sabha’s history that an amendment moved by the opposition to the motion of thanks to the President’s Address has been passed.