As part of a pilot project, the Mamata Banerjee led West Bengal government has decided to harness solar power for irrigation in the seven districts of North Bengal.
During the day, solar power will be tapped to lift water through shallow tube-wells and at night it will be used to light up people’s homes. The project will begin after the rainy season, North Bengal Development Minister Rabindra Nath Ghosh said.
The districts are Darjeeling, Jalpaiguri, Cooch Behar, North Dinajpur, South Dinajpur, Malda and Alipurduar.
This project will be introduced mainly in the tribal areas. The government carried out a test run in Balarampur under Natabari Assembly constituency and after it was successful, a decision was taken to do it on a large scale.
The article was first published in Hindustan Times on 1 August, 2016
সেচের কাজে সৌর শক্তিকে ব্যবহার করার পরিকল্পনা রাজ্য সরকারের
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের সাতটি জেলায় সেচের জন্য সৌর শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে এটি একটি পাইলট প্রজেক্ট।
দিনের বেলায়, সৌর শক্তির সাহায্যে অগভীর নলকূপ দিয়ে জল তোলা হবে এবং রাতে মানুষের ঘরবাড়িতে আলো জ্বালানোর জন্য ব্যবহার করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, বর্ষার পর প্রকল্পের কাজ শুরু হবে।
জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও আলিপুরদুয়ার।
এই প্রকল্পটি মূলত উপজাতি এলাকাগুলোতে চালু করা হবে। নাটাবাড়ির অন্তর্গত বলরামপুরে একটি পরীক্ষামূলক কাজ চালানো হচ্ছে এবং এটি সফল হওয়ার পর এই নিয়ে আরও বৃহৎ পরিকল্পনা রয়েছে।