Idris Ali makes a Zero Hour mention on the problem of flooding in his constituency

FULL TRANSCRIPT

I am grateful to you Madam Speaker and I am also grateful to our Hon’ble Chief Minister Mamata Banerjee who is working hard.

Basirhat constituency is a part of Sunderbans area and is annexed with the district of North 24 Parganas covering blocks of Sandeshkhali I & II, Hingalganj, Haroa, Minakhan, Hansnabad, all of which are surrounded by tidal rivers of Ichhamati, Bidydhari, Kutti, Damsa, Raymangal besides being crisscrossed by numerous creeks and channels. Hence during the monsoon, flood is the common problem of the major portion of my constituency. Thus, recurring floods damage the roads and the dimension of the land.

I urge upon the Government for construction of ‘scientific concrete road’ which could be the permanent solution of these areas. I would therefore request you to issue an order for a detailed project report (DPR) with proper survey and sanction budget accordingly from PMGSRY and I hope that the department should take proactive steps as soon as possible.

Lastly, I would like to add, Madam, that the Chief Minister of Bengal works for people of all religions. The CM of Uttar Pradesh must follow her lead.

 

 

53 gram panchayats in Birbhum to be declared Nirmal Gram Panchayats on Nov 30

Birbhum district administration will declare 53 gram panchayats as “Nirmal gram panchayat” on November 30. This was announced on Wednesday by the DM. These gram panchayats are situated in 19 blocks where toilets have been built in every house.

Four panchayats are situated in Bolpur block while Ilambazar and Labpur blocks have four gram panchayats each. The construction of toilets in five gram panchayats under Suri blocks I and II has been completed. Apart from these, toilets are ready in Dubrajpur, Khoirasole, Rajnagar, Rampurhat and Mayureshwar blocks. Out of 167 gram panchayats in the district construction of toilets in 53 gram panchayats are ready and they would be declared Nirmal Gram panchayats on November 30.

Nadia was the country’s first district which was declared Open Defecation Free by the Centre. The other districts that have been declared ODF are East Midnapore, Hooghly and North 24 Parganas. Work has been taken up on a war footing to declare Burdwan, South 24 Parganas, South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF in 2017-18.

The State Government has decided to construct toilets in all the village homes by March 2019.

The District Magistrate of Murshidabad said steps had been taken to declare the district as ODF by March, 2017. Campaign has been launched all over the district to create awareness among people against Open Defecation.  In the district, blue toilets will be constructed. As the toilets are painted in blue they have been called “blue toilet.” There will be a water storage tank and running water supply. The cost of each blue toilet is Rs 13,000.

The construction cost of toilets under Nirmal Bangla Mission is Rs 10,900. Of this amount, the State Government gives Rs 10,000 while the remaining Rs 900 is given by the house owner. Campaign has also been launched to create awareness among people about how to use the toilet. In addition to the state government, several NGOs have been involved to create awareness among people.

আগামী ৩০শে নভেম্বর বীরভূমের ৫৩টি গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে

আগামী ৩০শে নভেম্বর বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর ৫৩টি গ্রাম পঞ্চায়েতকে “নির্মল গ্রাম পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করা হবে, গত বুধবার জানালেন বীরভূমের জেলাশাসক । এই গ্রাম পঞ্চায়েতগুলি ১৯টি ব্লকে ছড়িয়ে আছে, এই পঞ্চায়েতের অন্তর্গত সব বাড়িতে শৌচালয় আছে।

বোলপুর, ইলামবাজার ও লাভপুর ব্লকগুলির মধ্যে চারটি করে পঞ্চায়েত পড়ছে। সিউড়ির ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বাথরুম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো ছাড়া দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, রামপুরহাট ও ময়ূরেশ্বর ব্লকেরও সব শৌচালয় তৈরী হয়ে গেছে। মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট বীরভূম জেলায় ৫৩টি পঞ্চায়েতে সমস্ত শৌচালয় তৈরী, যারা নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে আগামী ৩০ তারিখ।

কেন্দ্রের স্বীকৃতি পাওয়া নদীয়া জেলা দেশের মধ্যে প্রথম জেলা যেখানে সব ঘরে বাথরুম উপস্থিত। বাকি নির্মল জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলী। যুদ্ধকালীন তত্পরতায় বর্ধমান, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ও দক্ষিন দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাকে ২০১৭-১৮র মধ্যে নির্মল জেলা করে তোলার কাজ চলছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সকল গ্রামের সকল ঘরে বাথরুম তৈরী করার।

মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তাঁর জেলাকেও এই আওতায় আনার সকল প্রস্তুতি তাঁরা নিয়েছেন। উন্মুক্ত স্থানে শৌচকার্য করায় কত ধরণের সমস্যা আছে, তা জনসাধারণকে বোঝাতে তারা পথে পথে সচেতনতা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। নীল রং করা এই শৌচালয়গুলোকে “নীল শৌচালয়” বলা হচ্ছে। এই শৌচালয়গুলোর মধ্যে জল ধরে রাখার জন্য ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে সারাদিন জলের যোগান থাকবে। একেকটি নীল শৌচালয় খরচ ১৩,০০০ টাকার মতো।

নির্মল বাংলা প্রকল্পে প্রতিটি শৌচালয়ের খরচ ধরা হয়েছে ১০,৯০০ টাকা। এই টাকার মধ্যে রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা ও বাকি ৯০০ টাকা দেবে বাড়ির মালিক। এই নীল শৌচালয় কিভাবে ব্যবহার করা উচিত, সেই ব্যাপারেও সচেতনতা বাড়ানো হচ্ছে জনসাধারণের মধ্যে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই জনচেতনা বাড়ানোর কাজে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।

Bengal govt to award prize money to cleanest district in state

The state Panchayat and Rural development department will give prize worth Rs 10 lakh to the best district in maintaining cleanliness, Chief Minister Mamata Banerjee announced on Thursday.

She also declared Hooghly and North 24 Parganas Open Defecation Free (ODF) district on Thursday. The state government had initiated Nirmal Bangla Mission  on 19 November, 2013.

Nadia became the country’s first ODF district. Burdwan and South 24 Parganas will become ODF by March next year.

 

রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হুগলী জেলায় প্রশাসনিক বৈঠকের পর একটি জনসভায় তিনি একথা জানান।

বৃহস্পতিবার তিনি হুগলী ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর আমরাই প্রথম নির্মল বাংলা গড়ার কথা ঘোষণা করি। এই বাংলাকে নিয়ে গর্ব করব না তো কাদের নিয়ে গর্ব করব!‌ এখানে একটা টিম কাজ করে চলেছে।

 

Bengal CM declares Hooghly, North 24 Parganas as ODF districts

Bengal Chief Minister Mamata Banerjee declared Hooghly as an open-defecation free (ODF) district at the administrative meeting in Chinsurah today. North 24 parganas was also declared as an ODF district.

Nadia was declared as the country’s first ODF district on April 30, 2015. The State Panchayat and Rural Development Department has taken steps to make all the districts in Bengal open-defecation free by March 2019.

April 30 is celebrated as Nirmal Bangla Dibas in the State.

The CM held an administrative meeting in Chinsurah today where the chief secretary, additional chief secretaries and other senior officials were present. She then inaugurated a slew of projects.

 

 

হুগলী ও উত্তর ২৪ পরগনাকে নির্মল জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদিয়ার পর উত্তর ২৪ পরগনা এবং হুগলী জেলা যুগ্মভাবে রাজ্যের দ্বিতীয় নির্মল জেলার ‘শিরোপা’ পেল। আজ হুগলী জেলার চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠকের সময় এই দুই জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের মাধ্যমে শহর ও গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্কুলে স্কুলে স্বাস্থ্যবিধি মেনে মিড ডে মিলের খাবার পরিবেশন সহ একগুচ্ছ লক্ষ্য মাত্রা পূরণ হওয়ায় এই পুরস্কার দেওয়া হচ্ছে।

মিশন নির্মল বাংলাকে সামনে রেখে এই জেলায় অনেক ‘কমিউনিটি টয়লেট’ তৈরি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা একদিনে একসঙ্গে ২৫ লক্ষ মানুষকে হাত ধোয়ানোর কর্মসূচিতে অংশগ্রহণ করানোর ফলে ‘বিশ্ব রেকর্ড’ করে ফেলেছে। এমনকি গিনেস বুক অফ রেকর্ডেও মনোনয়ন মিলেছে এই জেলার।

বৃক্ষরোপণ কর্মসূচীর ওপর জোর দেওয়া হয়েছে এবং নির্মল উত্তর নামে ব্যানার টাঙিয়ে প্রশাসনের তরফে সচেতনতা কর্মসূচীও করা হয়েছে। হুগলী জেলাতেও শৌচালয় নির্মাণের কর্মসূচী সফল হয়েছে।

#RealBengal Real Stories in Kolkata & North 24 Parganas, hosted by June Malia

Prasanta Maity from Barasat, North 24 Parganas struggled for many years in a mud house that leaked through the roof in the rainy season. Today, he lives with his family in a pucca house made under Gitanjali.

Anirban Saha, founder of Kolkata Bloggers, prides over the transformation of the city in the past few years. He is happy that it has now become a more youthful, cleaner and vibrant city for startups, sports persons and photographers.

Dr. Sushmita Roy Chowdhury, a chest specialist and a proud Kolkatan who has returned to practice in her city, marvels at the improvement in hospital care facilities in Bengal in the past 5 years.

These are the stories of the people of Bengal and the story of development in Bengal. Watch this 14-minute film, hosted by June Malia, to know more such stories.

 

আসল বাংলা আসল কাহিনীঃ কলকাতা ও উত্তর ২৪ পরগনার নতুন কাহিনী

উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের বাসিন্দা প্রশান্ত মাইতি বহু বছর খুব কষ্ট করে মাটির বাড়িতে বসবাস করছে, বৃষ্টির সময় ছাদ থেকে জল পরত। আজ ‘গীতাঞ্জলি’ প্রকল্পের আওতায় সে একটি পাকা বাড়ি পেয়েছে এবং সেখানে সুখে বসবাস করছে।

অনির্বাণ সাহা যিনি কলকাতা ব্লগারের প্রতিষ্ঠাতা, তিনি গত কয়েক বছরে কলকাতার এই আমুল পরিবর্তনে খুবই গর্বিত। বর্তমানে কলকাতা অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন তাই তিনি খুব খুশি।

ডঃ সুস্মিতা রয়চৌধুরী, তিনি একজন বক্ষরোগ বিশেষজ্ঞ। বিদেশ থেকে কলকাতায় ফিরে আজ তিনি এখানেই তার প্র্যাকটিস শুরু করেছেন। গত ৫ বছরে সরকারি হাসপাতাল থেকে শুরু করে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে।

বাংলার সাধারণ মানুষের কাহিনী, বাংলার উন্নয়নের কাহিনী নিয়ে তৈরি এই ১৪ মিনিটের ভিডিও। ভিডিওটির সঞ্চালনায় রয়েছেন জুন মালিয়া।

 

Watch this episode to know more about #RealBengal Real Stories

 

 

Mamata Banerjee to address rallies in North 24 Parganas today

Mamata Banerjee will address three election rallies at North 24 Parganas today, covering assembly constituencies in Barasat, Dum Dum and Basirhat.

Yesterday Didi addressed four mass rallies in Howrah district at Jagatballavpur, Amta, Uluberia and Sankrail.

At Amta the victims of Kandua were also present. In 1991, their wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

 

আজ উত্তর ২৪ পরগনায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনায় আজ নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত, দমদম, ও বসিরহাটে তিনটি জনসভা করবেন নেত্রী।

গতকাল হাওড়ায় প্রচার করেন তিনি। হাওড়ার জগৎবল্লভপুর, আমতা, উলুবেড়িয়া এবং সাকরাইলে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় এদিন দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

West Bengal to get five new districts

West Bengal Cabinet led by Mamata Banerjee on Friday cleared the deck for setting up five new districts – Kalimpong, Basirhat, Sunderbans, Jhargram and Burdwan industrial, as it was announced by Chief Minister Mamata Banerjee.

By bifurcating Midnapore (west), Jhargram will be formed. From South 24-Parganas, Sunderbans is to be curved out, similarly Basirhat will be formed from North 24-Parganas. Burdwan will be bifurcated into Burdwan Rural and Burdwan Industrial. Kalimpong will be carved out of Darjeeling district.

Mamata Banerjee, after becoming chief minister, had promised about setting up new districts for better administrative control and so that public service can be delivered at the door steps of the people staying at remote areas.

The five new districts will increase the number of districts of Bengal to 25. Earlier on June 25, Alipuduar became the 20th district of the state after it was curved out of Jalpaiguri.

 

North 24 Parganas observes “Hand Wash Day”

North 24 Parganas district administration observed “Hand Wash Day” on December 4, 2015 as a part of the Nirmal Bangla programme. Inspired by Mamata Banerjee, the function saw the participation of over 25 lakh people.

Madhya Pradesh already has a Guinness Record of 10 lakh people participating in ;hand wash’ at a time. North 24 Parganas district administration hopes to break that record and create awareness about sanitation at the same time.

The “Hand Wash Day” programme commenced at 1:30 PM with the blowing of conch shells and siren. The main event took place at Barasat Kachhari Maidan along with similar events at various schools and administrative buildings.

Ministers Subrata Mukherjee and Jyotipriya Mullick were present on the occasion. WB CM Mamata Banerjee has already wished the district administration well ahead of the event.

Suderbans to become a district in 2016

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today announced that Suderbans region will become a full-fledged district before Durga Puja in 2016. The decision was taken because the area is river-based and the people their have their specific problems, WB CM said.

The Chief Minister also announced that Dr BR Ambedkar’s 125th birth anniversary celebrations will be held in West Bengal in every block on 30 December. A chair will be named after Dr Ambedkar at Calcutta University and a Panchayat Training Centre, named after him will be set up.

West Bengal Chief Minister Mamata Banerjee, who is on a visit to North 24 Parganas district today, also flagged off Sabuj Sathi scheme for the district.

She addressed a public meeting at Sandeshkhali, where she will inaugurate and lay the foundation stones for a bouquet of projects.

The projects WB CM inaugurated today include road projects, irrigation schemes, Shishu Aaloy, several health care projects, new hostels, water supply projects among others.

The West Bengal Chief Minister also laid the foundation stones for road and irrigation projects, renovation of administrative buildings, minority hostels, godowns among other things.

The CM distributed several services including Kanyashree, Yuvashree, Sikshashree, equipment to fishermen, Kisan and artisan credit cards, different agricultural machineries and equipment, pattas, financial assistance for natural disasters and a host of other such services.

Highlights of WB CM’s speech:

  • West Bengal has become self-sufficient in power, Loadsheddings are a thing of the past now.
  • Out of 9 crore people in Bengal, 3.2 crore people get rice at Rs 2/kg.
  • Our government has increased allocations for minority development from Rs 400 Cr to Rs 2400 Cr.
  • Healthcare is free in Bengal. From beds to medicines, you can avail everything for free at govt hospitals.
  • We do not want alms from the Centre. We want our due right.
  • Centre is taking a way a major share of our revenues because of the sins of the CPM.
  • Despite financial problem, the surge of development will continue in Bengal. My challenge to Opposition “Catch me if you can”.
  • From multi super speciality hospitals, roads and bridges, we have done a lot of work in North 24 Parganas.
  • We have undertaken ‘Pather Sathi’, ‘Sobar Ghore Aalo’ schemes for your benefit.
  • We have introduced ‘Sabuj Sathi’ scheme for school students from Class 9-12. 40 lakh cycles will be distributed.
  • By January 25 lakh cycles will be distributed in the State and rest will be given away by July, 2016.
  • I am proud of my Kanyashree girls. 27 lakh girls have been registered already. One day they will shine in the world.
  • Our students and youths are the future of the country. I firmly believe Bengal will become Biswa Bangla one day.

New avenues in transport: New bus services for districts

West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched new bus services for the districts today during her visit to Tehatta, Nadia district.

The Chief Minister flagged off 17 buses along 6 new routes at today’s function.

In the next one month, the West Bengal Government will introduce a fleet of 100 buses across districts. The routes have been decided via scientific reasoning. CTC will be operating these buses, which have all been bought with funds from the state government.

The services will benefit four districts around Kolkata – Howrah, Hooghly, North 24 Parganas and Nadia.