Birbhum district administration will declare 53 gram panchayats as “Nirmal gram panchayat” on November 30. This was announced on Wednesday by the DM. These gram panchayats are situated in 19 blocks where toilets have been built in every house.
Four panchayats are situated in Bolpur block while Ilambazar and Labpur blocks have four gram panchayats each. The construction of toilets in five gram panchayats under Suri blocks I and II has been completed. Apart from these, toilets are ready in Dubrajpur, Khoirasole, Rajnagar, Rampurhat and Mayureshwar blocks. Out of 167 gram panchayats in the district construction of toilets in 53 gram panchayats are ready and they would be declared Nirmal Gram panchayats on November 30.
Nadia was the country’s first district which was declared Open Defecation Free by the Centre. The other districts that have been declared ODF are East Midnapore, Hooghly and North 24 Parganas. Work has been taken up on a war footing to declare Burdwan, South 24 Parganas, South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF in 2017-18.
The State Government has decided to construct toilets in all the village homes by March 2019.
The District Magistrate of Murshidabad said steps had been taken to declare the district as ODF by March, 2017. Campaign has been launched all over the district to create awareness among people against Open Defecation. In the district, blue toilets will be constructed. As the toilets are painted in blue they have been called “blue toilet.” There will be a water storage tank and running water supply. The cost of each blue toilet is Rs 13,000.
The construction cost of toilets under Nirmal Bangla Mission is Rs 10,900. Of this amount, the State Government gives Rs 10,000 while the remaining Rs 900 is given by the house owner. Campaign has also been launched to create awareness among people about how to use the toilet. In addition to the state government, several NGOs have been involved to create awareness among people.
আগামী ৩০শে নভেম্বর বীরভূমের ৫৩টি গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে
আগামী ৩০শে নভেম্বর বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর ৫৩টি গ্রাম পঞ্চায়েতকে “নির্মল গ্রাম পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করা হবে, গত বুধবার জানালেন বীরভূমের জেলাশাসক । এই গ্রাম পঞ্চায়েতগুলি ১৯টি ব্লকে ছড়িয়ে আছে, এই পঞ্চায়েতের অন্তর্গত সব বাড়িতে শৌচালয় আছে।
বোলপুর, ইলামবাজার ও লাভপুর ব্লকগুলির মধ্যে চারটি করে পঞ্চায়েত পড়ছে। সিউড়ির ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বাথরুম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো ছাড়া দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, রামপুরহাট ও ময়ূরেশ্বর ব্লকেরও সব শৌচালয় তৈরী হয়ে গেছে। মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট বীরভূম জেলায় ৫৩টি পঞ্চায়েতে সমস্ত শৌচালয় তৈরী, যারা নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে আগামী ৩০ তারিখ।
কেন্দ্রের স্বীকৃতি পাওয়া নদীয়া জেলা দেশের মধ্যে প্রথম জেলা যেখানে সব ঘরে বাথরুম উপস্থিত। বাকি নির্মল জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলী। যুদ্ধকালীন তত্পরতায় বর্ধমান, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ও দক্ষিন দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাকে ২০১৭-১৮র মধ্যে নির্মল জেলা করে তোলার কাজ চলছে।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সকল গ্রামের সকল ঘরে বাথরুম তৈরী করার।
মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তাঁর জেলাকেও এই আওতায় আনার সকল প্রস্তুতি তাঁরা নিয়েছেন। উন্মুক্ত স্থানে শৌচকার্য করায় কত ধরণের সমস্যা আছে, তা জনসাধারণকে বোঝাতে তারা পথে পথে সচেতনতা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। নীল রং করা এই শৌচালয়গুলোকে “নীল শৌচালয়” বলা হচ্ছে। এই শৌচালয়গুলোর মধ্যে জল ধরে রাখার জন্য ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে সারাদিন জলের যোগান থাকবে। একেকটি নীল শৌচালয় খরচ ১৩,০০০ টাকার মতো।
নির্মল বাংলা প্রকল্পে প্রতিটি শৌচালয়ের খরচ ধরা হয়েছে ১০,৯০০ টাকা। এই টাকার মধ্যে রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা ও বাকি ৯০০ টাকা দেবে বাড়ির মালিক। এই নীল শৌচালয় কিভাবে ব্যবহার করা উচিত, সেই ব্যাপারেও সচেতনতা বাড়ানো হচ্ছে জনসাধারণের মধ্যে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই জনচেতনা বাড়ানোর কাজে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।