Mamata Banerjee slams Centre: Worse than Emergency

Chief minister Mamata Banerjee on Friday stepped up the ante against the BJP-led Centre, slamming it for unleashing a political vendetta that was “worse than Emergency”.

The CM, who had earlier in a social media post called the 1-day ban on NDTV India “shocking“ and smacking of “Emergency-like attitude“, alleged that the Narendra Modi-government was practically running a presidential form of government that was bent on curtailing democratic rights.

“I am appealing to all political parties. I have to tell all my friends to come together and sit together. Let us fight to gether. If anybody comes, it is up to them,“ she told reporters at Nabanna, the state secretariat. “Nobody should question our patriotism. We all love our country . No one is anti-Indian,“ she added.

“Today somebody is in power, tomorrow someone else will be in power. But they are setting a wrong precedent.If this method is followed, the country will suffer,“ she said.

“Rahul Gandhi was detained. He had gone to meet the family of a deceased jawan. The Delhi CM was detained. We believe in democracy , we respect federalism. But that is under attack,“ she said.

The Centre, she accused, wants to control the media and even the state governments. “The Prime Minister bypasses an elected CM and interacts with the state chief secretary . Is this federalism? If we don’t (fall in line) they will put (central) agencies on your back,“ she said, adding: “ A government needs to act as per its legal mandate. It can’t be fanning communal and sectarian divide.“

On the one-day gag order on a media channel, she said, “Media will do its duty . Even here so many media are critical of me.If they err, you have legal provisions. Let the highest authority decide.”

 

দেশের অবস্থা জরুরির চেয়েও ভয়ংকরঃ মুখ্যমন্ত্রী

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে বলেন, দেশের অবস্থা এখন জরুরী অবস্থার চেয়েও ভয়ংকর।

এনডিটিভি-র হিন্দি সংবাদ চ্যানেল সম্প্রচারে মোদি সরকারের নিষেধাজ্ঞা জারি করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে এই ঘটনা ‘জরুরি অবস্থার চেয়েও ভয়ংকর’। নরেন্দ্র মোদির সরকার কার্যত মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করছে”।

নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, “আমি সব রাজনৈতিক দলের কাছে আবেদন করছি আসুন আমরা সকলে লড়াই করব।তিনি আরও বলেন, আমাদের দেশপ্রেম নিয়ে কারো প্রশ্ন করা উচিত নয়. আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। আমরা কেউ ভারত বিরোধী নই”।

“আজ একজন ক্ষমতায় আছে, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। কিন্তু ওরা ভুল পথ অনুসরণ করছে। এই পদ্ধতি অনুসরণ করে চললে দেশের ক্ষতি হবে”, বলেন মুখ্যমন্ত্রী।

রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিঅয়ালকে আটক করার ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “রাহুল গান্ধী ওই জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তাঁকে আটক করা হয়েছিল। এমনকি দিল্লীর মুখ্যমন্ত্রীকেও আটক করা হয়েছিল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ফেডেরালিজমকে সম্মান করি, কিন্তু এই কাজ রাজনৈতিক শিষ্টাচার বিরোধী”।

কেন্দ্র এখন মিডিয়ার পাশাপাশি রাজ্য সরকারকেও কন্ট্রোল করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “মিডিয়া তার কাজ করবে। নির্বাচনের সময় অনেক মিডিয়া আমাদের বিরোধিতা করেছে। আমরা কোন প্রতিহিংসামূলক পদক্ষেপ নিইনি। দরকার হলে আইনি পদ্ধতি আছে তা অনুসরণ করতে হবে কিন্তু এভাবে কারো মত প্রকাশের অধিকার খর্ব করা যায় না। এটা সংবিধান স্বীকৃত ব্যবস্থা। একে মান্যতা দিতেই হবে”।

 

 

Atmosphere of political, religious intolerance in the country: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Thursday said that an atmosphere of religious and political intolerance prevailed in the country.

While addressing a public meeting in Jamboni, West Midnapore, she said, “The entire country is witnessing religious and political intolerance. In Bengal we do not believe in this. We follow what people like Ramkrishna and Vivekananda said.

“We will not tolerate any kind of communal division. In Bengal, we don’t discriminate among people according to their religion. Five years ago, people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears,” she added.

Stating that Bengal will not tolerate politics of communalism and riots, Mamata Banerjee said she took pride in the fact that “only Bengal can celebrate both Durga Puja and Muharram harmoniously”. The chief minister pledged to take the state to new heights of glory.

On Friday, reacting to Centre’s decision to take a private news channel off-air for a day, she tweeted, “NDTV ban is shocking. If Govt had issues with Pathankot coverage,there are provisions available. But ban shows an Emergency-like attitude.”

 

দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে: মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন যে সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। জামবনির এক জনসভায় তিনি বলেন, বাংলায় মারা মানুষে মানুষে বিভেদ করিনা। আমরা রামকৃষ্ণ-বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি।

তিনি জোর গলায় বলেন যে বাংলা দাঙ্গাবাজদের ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন একমাত্র বাংলাতেই দুর্গা পুজো এবং মহরম একই সাথে শান্তিতে ও সৌহার্দের সাথে পালিত হয়।

শুক্রবার যখন খবরে প্রচারিত হয় যে কেন্দ্র একটি বেসরকারি হিন্দি চ্যানেলের ওপর একদিনের জন্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, তিনি বিস্ময় প্রকাশ করে টুইট করেন, “এনডিটিভির ওপর নিষেধাজ্ঞায় আমি বিস্মিত। পাঠানকোটে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সরকারের আপত্তি থাকলে অন্য পন্থাও নিতে পারতো সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা যেন জরুরি অবস্থার সমান।”