State Transport Dept to introduce premium Rocket buses

North Bengal State Transport Corporation (NBSTC) is introducing Premium Rocket buses with bio-toilets to ensure better connectivity at a much lesser time from different locations in north Bengal to Kolkata. As Premium Rocket buses will be on the streets soon, the decade-old simple Rocket buses will gradually phase out.

In the first phase, NBSTC will introduce seven such buses. The fleet of the buses will be flagged off by Chief Minister Mamata Banerjee during her visit to north Bengal in the next week. The two chassis air-conditioned buses will be having bio-toilets. The buses have been bought at a cost of Rs 1.98 crore. The transport corporation will be introducing seven more such buses in 2017-18 financial year. E-ticketing system and online reservation will also be introduced soon.

Out of the seven buses, three will be operating between Cooch Behar and Kolkata, two from Malda to Kolkata and the remaining two will be plying between Behrampore and Cooch Behar.

 

প্রিমিয়াম রকেট বাস চালু করবে রাজ্য পরিবহণ দপ্তর

বায়ো টয়লেট সহ প্রিমিয়াম রকেট বাস চালু করবে রাজ্য পরিবহণ দপ্তর। উত্তরবঙ্গের বিভিন্ন অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এবং যাত্রার সময় কমানোর জন্য চালু হচ্ছে এই ব্যবস্থা।

প্রথম পর্যায়ে সাতটি বাস চালু হবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে এগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস গুলিতে থাকবে বায়ো টয়লেট। বাসগুলি কেনা হয়েছে ১.৯৮ কোটি টাকায়। ২০১৭-১৮ অর্থবর্ষে এই ধরনের আরও সাতটি বাস চালু করবে রাজ্য পরিবহণ দপ্তর। ই-টিকিট সিস্টেম এবং অনলাইন রিজার্ভেশন খুব শীঘ্রই চালু হবে।

সাতটি বাসের মধ্যে তিনটি বাস চলবে কোচবিহার ও কলকাতার মধ্যে। দুটি বাস চলবে কলকাতা-মালদা রুটে এবং বাকি দুটি বাস চলবে বহরমপুর-কোচবিহার রুটে।

 

Transport reform: WB CM constitutes an integrated board for CSTC, CTC and WBSTC

An integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) has been constituted to ensure better transport facility to commuters by reducing the loss incurred by the corporations.

It may be recalled that the World Bank has funded a project to rationalise routes in different areas. It has been found that in many places there were more buses and less commuters, while in other areas the ratio between the users and the vehicles are disproportionate.

Route rationalisation will help the commuters and bring down losses incurred by the various transport corporations.

Chief Minister Mamata Banerjee said that the purpose of creating an integrated board is to bring down the expenditure. The State Government needs to pay Rs 40,000 crore to clear debts.

Thus, such a step has been taken to ensure that the common people continue to get better transport facilities and at the same time the expenditure comes down.

She said that there is no reason for the employees of any of the three corporations to worry, as in case of any excess in manpower, they can be transferred to other departments.

The Chairman of the integrated board for CSTC, CTC and WBSTC is MLA Rachpal Singh and the Vice-Chairman is Swarnakamal Saha, who is known for his wide experience in the transport sector. Nayana Bandyapadhyay and Sujit Basu, MLAs from Chowringhee and Bidhannagar Assembly constituencies, respectively, are the two directors on the integrated board.

The boards of North Bengal State Transport Corporation (NBSTC) and South Bengal State Transport Corporation (SBSTC) were also reconstituted on Wednesday. MLA Sourav Chakraborty would continue as the Chairman of the board for NBSTC, and Arghya Ray Pradhan has become the Vice-Chairman.

Tamanash Ghosh is the Chairman of the board for SBSTC and Asit Majumder is the Vice-Chairman.

There are five directors on the board for NBSTC and four for SBSTC.

 

পরিবহণ ব্যবস্থায় সংস্কার, মিলল তিন পরিবহণ নিগম

রাজ্য পরিবহণ নিগমের তিনটি সংস্থাকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হল। তারই প্রথম পর্যায়ে সি এস টি সি, সি টি সি এবং  ডব্লু বি এস টি সি— এই তিন সংস্থার জন্য একটি মাত্র পরিচালন পর্ষদ গঠন করা হল।

পরিবহন দপ্তরের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সরকারের মাথায় ৪০ হাজার কতি টাকার দেনা রয়েছে। তাই আমরা খরচ কমিয়ে আয় বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছি”।

এর ফলে সংস্থাগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। খরচের পরিমাণও কমবে। যাত্রী–‌পরিষেবা  আরও উন্নত হবে।

তিন নিগমকে একসূত্রে বেঁধে ফেলা হলেও নিগমের কোন কর্মী কর্মহীন হবেন না বলে নিশ্চিত আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, “আমরা কাউকে কর্মহীন করার পক্ষপাতী নই। কর্মীদের বদলি করা হলেও সকলেরই চাকরি বজায় থাকবে”।

এই তিনটি নিগমকে এক করে চেয়ারম্যান পদে বসানো হয়েছে রচপাল সিংকে এবং ভাইস চেয়ারম্যান হলেন স্বর্ণকমল সাহা।

এই ইন্টিগ্রেটেড বোর্ডের দুইজন পরিচালক হলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগরের বিধায়ক।

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন সৌরভ চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান হলেন অর্ঘ্যরায় প্রধান।

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন তমোনাশ ঘোষ এবং অসিত মজুমদার হলেন ভাইস চেয়ারম্যান।

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য মোট চারজন এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য মোট পাঁচজন পরিচালক রয়েছেন।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, একটাই পরিচালন পর্ষদ থাকবে। তার ফলে তিনটি নিগমের কর্মীরাই একসঙ্গে কাজ করবেন।

North Bengal Secretariat

Business meet to promote Industry in North Bengal

WB CM Ms Mamata Banerjee will chair a business meet on 19 Jannuary 2015, at Uttar Kanya, Siliguri. North Bengal Development Minister Gautam Deb informed that about 500 industrialists will be present in the meet. The meet will discuss the prospects for development of industry in the 7 districts of North Bengal.

  • The focus areas will be to set up environment friendly “Green Industry”.
  • An education hub and IT hub will be created near Siliguri.
  • The business meet will be also to promote tea industry, jute industry and tobacco industry.
  • A Safari park near Sevok is being constructed with an investment of about Rs 250 crore.
  • A mega tourist hub is under construction at Gajoldoba, 30 km from Siliguri. The project is estimated to involve an investment in the tune of Rs 2500 crore.
  • One of the leading beverage companies has promised an investment of Rs 200 crores in the coming years.
  • The Coochbehar airport will start its operation within the first half of 2015.
  • A MoU has been signed in the recently concluded Bengal Global Summit, 2015 with the Ambuja group which will set up 5 star resorts at Makaibari tea estate, Kurseong, Ghoom, Darjeeling, Lataguri and Gorumara forest.
  • Income generated by NBSTC (North Bengal State Transport Corporation) has now increased to 8 crores, but a monthly target of 10 crores has been set up.