Forest Dept count paints a bright picture of the state of tigers in Bengal

The Forest Department of the Bengal Government has painted a bright picture of the state of tigers: camera traps have photographed 84 adult tigers over the past several months across the 2,800 square kilometre (sq km) of the mangrove forests of the Sunderbans.
According to a senior official of the department, the camera trap technique is more reliable than the traditional methods of counting like scanning pug marks or looking for scats.

This number is eight more than that pegged by the 2014 Central Government-mandated study jointly conducted by National Tiger Conservation Authority (NTCA) and Wildlife Institute of India (WII).

The number is encouraging. If sub-adults and cubs are included, according to tiger experts, the number could be as high as 103. At least 50 of the tigers caught on the camera traps are likely to be males.

The all-weather camera traps with night vision, of which there are 120 pairs, had been set up across the Sunderbans. Several hundred photographs taken by the cameras were studied and the tigers identified by their stripes to arrive at the current number.

 

রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে, বলছে বন দপ্তরের সমীক্ষা

রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে। এমনটাই বলছে বনদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায়। ২৮০০ বর্গ কিঃ মিঃ বিস্তৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অরন্যে ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তির মাধ্যমে গত কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে ধরা পড়েছে ৮৪টি বাঘ। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে সুন্দরবনে যে গণনা চালিয়েছিল, তার থেকে বাঘের সংখ্যা বেড়েছে আটটি।

এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, চিরাচরিত মল পরীক্ষা বা পায়ের ছাপের মাধ্যমে সমীক্ষার তুলনায় এই ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি অনেকটাই আধুনিক ও বিজ্ঞানসম্মত।

এই সংখ্যা খুবই আশাপ্রদ। অপ্রাপ্তবয়স্ক এবং শিশুবাঘকেও গণনায় ধরা হলে মোট বাঘের সংখ্যা ১০৩ ছাড়িয়ে যাবে। ক্যামেরায় যতগুলো বাঘ ধরা পড়েছে তাদের মধ্যে অন্তত ৫০টি বাঘই পুরুষ।

সুন্দরবন জুড়ে ১২০ জোড়া নাইট-ভিশন, অল অয়েদার ক্যামেরা সেট করা হয়েছিল। ক্যামেরাগুলিতে যে কয়েক হাজার ছবি ধরা পড়েছে সেখানে বাঘের গায়ের ছোপ দেখেই এই সংখ্যা পাওয়া গেছে।

Source: The Telegraph

Bengal Govt-conducted tiger census to begin in November

A census for tigers and other animals across Bengal will begin this November, to be conducted by the West Bengal Forest Department.

The department recently concluded its elephant census, whose report concluded that there are 490 of the pachyderms in the northern region of the state and 200 in the southern region. Counting of both elephants and tigers is carried out every four years, while for other animals it is done once in two years in the state.

The reason for this census is that the Forest Department believes that there are more tigers and other animals like deer (naturally, since they form the primary prey base of the tiger) than that enumerated under the protocols set up by the Centre.

This programme has been developed by the Forest Department with the help of the Global Tiger Forum and the National Tiger Conservation Authority.
 

রাজ্য সরকারের উদ্যোগে বাঘের শুমারি শুরু হবে নভেম্বরে

 

রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে আগামী নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাঘ ও অন্যান্য প্রাণীর গণনা শুরু করা হবে।

এই দপ্তর সদ্য হাতির গণনা সম্পন্ন করেছে। রিপোর্টে দেখা গেছে উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৪৯০ ও দক্ষিণবঙ্গে হাতির সংখ্যা ২০০। প্রতি চার বছরে হাতি ও বাঘের গণনা করা হয়। অন্যান্য প্রাণীদের গণনা করা হয় প্রতি দুই বছরে।

রাজ্য সরকার এই গণনাটি করবে গ্লোবাল টাইগার ফোরাম ও ন্যাশানাল টাইগার কন্সারভেশন অথরিটি’র সহযোগিতায়।

Source: The Indian Express